সাদিকুর রহমান রাহাত
প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় (৯ম-১৬তম গ্রেড) উত্তীর্ণ হতে চাইলে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না। ভালো অবস্থান তৈরির জন্য সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে প্রস্তুতি নিতে হবে। পরামর্শ দিয়েছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সাদিকুর রহমান রাহাত।
বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান—এই চারটি মেজর বিষয় থেকে ৮০-৯০ শতাংশ প্রশ্ন আসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায়। তাই প্রস্তুতি শুরু করার আগে এই চার বিষয়ের মধ্যে স্ট্রং ও উইক বিষয়টি খুঁজে বের করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে উইক জোন গণিত বা ইংরেজি হয়ে থাকে। তবে বাংলা বিষয়ের ওপরও প্রাধান্য দিতে হবে।
বাংলা
» ব্যাকরণ: বিসিএস বাদে অন্যান্য চাকরিতে বাংলা ব্যাকরণ অংশ থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে। শব্দ ভান্ডার, ধ্বনি ও বর্ণ, সন্ধি ও সমাস, উপসর্গ, কারক বিভক্তি, পদ প্রকরণ, প্রকৃতি প্রত্যয়, বাগধারা, বাক্য সংকোচন, লিঙ্গান্তর, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বানান—ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আয়ত্তে রাখতে হবে। এই অংশের প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বইটি বেশ সহায়ক। পাশাপাশি অন্য যেকোনো একটি সহায়ক বই থেকেও অনুশীলন করতে পারেন।
» সাহিত্য: সাহিত্য অংশের জন্য প্রথমেই বিখ্যাত সাহিত্যিকের জীবনী, ছদ্মনাম ও সাহিত্যকর্মগুলোর নাম জানতে হবে। বিখ্যাত সাহিত্য থেকে চরিত্র, বিখ্যাত উক্তি; এমনকি সম্ভব হলে পুরো ঘটনাটি পড়া তুলনামূলক ভালো। সচরাচর আধুনিক যুগ থেকেই চাকরির পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। তবে সাহিত্য অংশে প্রাচীন, মধ্য ও আধুনিক—তিনটি যুগ সম্পর্কেই পরিপূর্ণ ধারণা রাখা উচিত। এ ছাড়া সাহিত্য পত্রিকা, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য সম্পর্কে গভীর ধারণা রাখতে হবে। বাংলার এই সাহিত্য অংশের জন্য শীকর বাংলা সাহিত্য পাঠ ও অগ্রদূতের বইগুলো ভালো প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে।
ইংরেজি
» গ্রামার: ইংরেজি গ্রামার অংশ থেকে গুরুত্বপূর্ণ Tense, Parts of speech, Right form of verb, preposition, article, synonyms, antonyms, one word substitution, correction—এই বিষয়গুলো খুব যত্নের সঙ্গে আয়ত্ত করতে হবে। এই ক্ষেত্রে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার বই প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে।
» সাহিত্য: বিসিএস পরীক্ষায় ১৫ নম্বর ব্যতীত অন্য কোনো চাকরির পরীক্ষায় সাহিত্য অংশ থেকে তেমন প্রশ্ন হয় না বললেই চলে। তবে ইংরেজিতে সাহিত্য অংশের জন্য বিগত সালের প্রশ্ন দিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন। বিখ্যাত সাহিত্যিকের জীবনী ও সাহিত্যকর্ম কোটেশন থেকেই এই অংশের বেশির ভাগ প্রশ্ন হয়ে থাকে।
গণিত
গণিতের প্রস্তুতি হাতে বেশ সময় নিয়ে শুরু করা উচিত। প্রথমেই ষষ্ঠ থেকে দশম শ্রেণির গণিত বোর্ড বই শেষ করতে হবে। এরপর যেকোনো গাইড থেকে অনুশীলন করতে পারেন। তবে প্রথমেই মন থেকে গণিত ভীতি দূর করতে হবে। প্রয়োজনে গণিত যে একটি মজার বিষয়—এমন ধারণা নিয়ে প্রস্তুতি শুরু করুন। প্রথমে সহজ গণিত দিয়ে অনুশীলন শুরু করা উচিত। সে ক্ষেত্রে গণিতে কেউ একেবারেই দুর্বল হলে পঞ্চম শ্রেণির গণিত বই চর্চার মধ্য দিয়েও প্রস্তুতি শুরু করতে পারেন। তারপর ষষ্ঠ থেকে দশম শ্রেণির গণিত ধীরে ধীরে শেষ করতে হবে। ভগ্নাংশ, লসাগু-গসাগু, গড়, ঐকিক নিয়ম, সরল-মুনাফা, লাভ-ক্ষতি—পাটিগণিতের গুরুত্বপূর্ণ বিষয়। আর বীজগণিতের ক্ষেত্রে বাস্তব সংখ্যা, মান নির্ণয়, সমাধান, সরল, উৎপাদক বেশ ভালোভাবে অনুশীলন করতে হবে। জ্যামিতি অংশের জন্য ত্রিভুজ, কোণ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, বৃত্ত ইত্যাদি দিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন। প্রস্তুতির শুরুতেই গাইড বই বা শর্টকাট পদ্ধতি এড়িয়ে চলতে হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অ্যাডভান্স হয়ে গেলে পরে নিজেই শর্টকাট পদ্ধতি আবিষ্কার করতে পারবেন। এ ছাড়া বাস্তব জীবনের সঙ্গে গণিতের সম্পর্ক স্থাপন করতে পারলে প্রস্তুতি পর্ব অনেকটা সহজ হয়ে উঠবে।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। মানচিত্র সম্পর্কে জ্ঞান থাকা অত্যাবশ্যক। নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটি থেকে ১৯৪৭ থেকে ১৯৭১ সালের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো খুব ভালোভাবে পড়তে হবে। বিশ্বরাজনীতির ১০০ বছর বইটিও পড়তে পারেন। পরীক্ষায় ভালো করতে চাইলে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, উন্নয়ন, সরকারের ভিশন, সরকার কাঠামো, সংবিধান—এই বিষয়গুলো বাদ দেওয়ার সুযোগ নেই। পাশাপাশি নিয়মিত পত্রিকা পড়া ও নিউজ বা সংবাদ শুনতে পারলে অনেকটাই এগিয়ে থাকবেন।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় (৯ম-১৬তম গ্রেড) উত্তীর্ণ হতে চাইলে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না। ভালো অবস্থান তৈরির জন্য সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে প্রস্তুতি নিতে হবে। পরামর্শ দিয়েছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সাদিকুর রহমান রাহাত।
বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান—এই চারটি মেজর বিষয় থেকে ৮০-৯০ শতাংশ প্রশ্ন আসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায়। তাই প্রস্তুতি শুরু করার আগে এই চার বিষয়ের মধ্যে স্ট্রং ও উইক বিষয়টি খুঁজে বের করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে উইক জোন গণিত বা ইংরেজি হয়ে থাকে। তবে বাংলা বিষয়ের ওপরও প্রাধান্য দিতে হবে।
বাংলা
» ব্যাকরণ: বিসিএস বাদে অন্যান্য চাকরিতে বাংলা ব্যাকরণ অংশ থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে। শব্দ ভান্ডার, ধ্বনি ও বর্ণ, সন্ধি ও সমাস, উপসর্গ, কারক বিভক্তি, পদ প্রকরণ, প্রকৃতি প্রত্যয়, বাগধারা, বাক্য সংকোচন, লিঙ্গান্তর, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বানান—ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আয়ত্তে রাখতে হবে। এই অংশের প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বইটি বেশ সহায়ক। পাশাপাশি অন্য যেকোনো একটি সহায়ক বই থেকেও অনুশীলন করতে পারেন।
» সাহিত্য: সাহিত্য অংশের জন্য প্রথমেই বিখ্যাত সাহিত্যিকের জীবনী, ছদ্মনাম ও সাহিত্যকর্মগুলোর নাম জানতে হবে। বিখ্যাত সাহিত্য থেকে চরিত্র, বিখ্যাত উক্তি; এমনকি সম্ভব হলে পুরো ঘটনাটি পড়া তুলনামূলক ভালো। সচরাচর আধুনিক যুগ থেকেই চাকরির পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। তবে সাহিত্য অংশে প্রাচীন, মধ্য ও আধুনিক—তিনটি যুগ সম্পর্কেই পরিপূর্ণ ধারণা রাখা উচিত। এ ছাড়া সাহিত্য পত্রিকা, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য সম্পর্কে গভীর ধারণা রাখতে হবে। বাংলার এই সাহিত্য অংশের জন্য শীকর বাংলা সাহিত্য পাঠ ও অগ্রদূতের বইগুলো ভালো প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে।
ইংরেজি
» গ্রামার: ইংরেজি গ্রামার অংশ থেকে গুরুত্বপূর্ণ Tense, Parts of speech, Right form of verb, preposition, article, synonyms, antonyms, one word substitution, correction—এই বিষয়গুলো খুব যত্নের সঙ্গে আয়ত্ত করতে হবে। এই ক্ষেত্রে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার বই প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে।
» সাহিত্য: বিসিএস পরীক্ষায় ১৫ নম্বর ব্যতীত অন্য কোনো চাকরির পরীক্ষায় সাহিত্য অংশ থেকে তেমন প্রশ্ন হয় না বললেই চলে। তবে ইংরেজিতে সাহিত্য অংশের জন্য বিগত সালের প্রশ্ন দিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন। বিখ্যাত সাহিত্যিকের জীবনী ও সাহিত্যকর্ম কোটেশন থেকেই এই অংশের বেশির ভাগ প্রশ্ন হয়ে থাকে।
গণিত
গণিতের প্রস্তুতি হাতে বেশ সময় নিয়ে শুরু করা উচিত। প্রথমেই ষষ্ঠ থেকে দশম শ্রেণির গণিত বোর্ড বই শেষ করতে হবে। এরপর যেকোনো গাইড থেকে অনুশীলন করতে পারেন। তবে প্রথমেই মন থেকে গণিত ভীতি দূর করতে হবে। প্রয়োজনে গণিত যে একটি মজার বিষয়—এমন ধারণা নিয়ে প্রস্তুতি শুরু করুন। প্রথমে সহজ গণিত দিয়ে অনুশীলন শুরু করা উচিত। সে ক্ষেত্রে গণিতে কেউ একেবারেই দুর্বল হলে পঞ্চম শ্রেণির গণিত বই চর্চার মধ্য দিয়েও প্রস্তুতি শুরু করতে পারেন। তারপর ষষ্ঠ থেকে দশম শ্রেণির গণিত ধীরে ধীরে শেষ করতে হবে। ভগ্নাংশ, লসাগু-গসাগু, গড়, ঐকিক নিয়ম, সরল-মুনাফা, লাভ-ক্ষতি—পাটিগণিতের গুরুত্বপূর্ণ বিষয়। আর বীজগণিতের ক্ষেত্রে বাস্তব সংখ্যা, মান নির্ণয়, সমাধান, সরল, উৎপাদক বেশ ভালোভাবে অনুশীলন করতে হবে। জ্যামিতি অংশের জন্য ত্রিভুজ, কোণ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, বৃত্ত ইত্যাদি দিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন। প্রস্তুতির শুরুতেই গাইড বই বা শর্টকাট পদ্ধতি এড়িয়ে চলতে হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অ্যাডভান্স হয়ে গেলে পরে নিজেই শর্টকাট পদ্ধতি আবিষ্কার করতে পারবেন। এ ছাড়া বাস্তব জীবনের সঙ্গে গণিতের সম্পর্ক স্থাপন করতে পারলে প্রস্তুতি পর্ব অনেকটা সহজ হয়ে উঠবে।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। মানচিত্র সম্পর্কে জ্ঞান থাকা অত্যাবশ্যক। নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটি থেকে ১৯৪৭ থেকে ১৯৭১ সালের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো খুব ভালোভাবে পড়তে হবে। বিশ্বরাজনীতির ১০০ বছর বইটিও পড়তে পারেন। পরীক্ষায় ভালো করতে চাইলে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, উন্নয়ন, সরকারের ভিশন, সরকার কাঠামো, সংবিধান—এই বিষয়গুলো বাদ দেওয়ার সুযোগ নেই। পাশাপাশি নিয়মিত পত্রিকা পড়া ও নিউজ বা সংবাদ শুনতে পারলে অনেকটাই এগিয়ে থাকবেন।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৮৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর ২০২৪।
২ দিন আগেসাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাসপাতালটিতে ইমারজেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৯ ধরনের পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
২ দিন আগেবাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র)-২০২৫ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগেবাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৪ ধরনের পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।
২ দিন আগে