Ajker Patrika

চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক পরামর্শ

সাদিকুর রহমান রাহাত
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮: ১০
চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক পরামর্শ

প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় (৯ম-১৬তম গ্রেড) উত্তীর্ণ হতে চাইলে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না। ভালো অবস্থান তৈরির জন্য সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে প্রস্তুতি নিতে হবে। পরামর্শ দিয়েছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সাদিকুর রহমান রাহাত। 

বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান—এই চারটি মেজর বিষয় থেকে ৮০-৯০ শতাংশ প্রশ্ন আসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায়। তাই প্রস্তুতি শুরু করার আগে এই চার বিষয়ের মধ্যে  স্ট্রং ও উইক বিষয়টি খুঁজে বের করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে উইক জোন গণিত বা ইংরেজি হয়ে থাকে। তবে বাংলা বিষয়ের ওপরও প্রাধান্য দিতে হবে।

বাংলা
» ব্যাকরণ: বিসিএস বাদে অন্যান্য চাকরিতে বাংলা ব্যাকরণ অংশ থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে। শব্দ ভান্ডার, ধ্বনি ও বর্ণ, সন্ধি ও সমাস, উপসর্গ, কারক বিভক্তি, পদ প্রকরণ, প্রকৃতি প্রত্যয়, বাগধারা, বাক্য সংকোচন, লিঙ্গান্তর, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বানান—ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আয়ত্তে রাখতে হবে। এই অংশের প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বইটি বেশ সহায়ক। পাশাপাশি অন্য যেকোনো একটি সহায়ক বই থেকেও অনুশীলন করতে পারেন।

» সাহিত্য: সাহিত্য অংশের জন্য প্রথমেই বিখ্যাত সাহিত্যিকের জীবনী, ছদ্মনাম ও সাহিত্যকর্মগুলোর নাম জানতে হবে। বিখ্যাত সাহিত্য থেকে চরিত্র, বিখ্যাত উক্তি; এমনকি সম্ভব হলে পুরো ঘটনাটি পড়া তুলনামূলক ভালো। সচরাচর আধুনিক যুগ থেকেই চাকরির পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। তবে সাহিত্য অংশে প্রাচীন, মধ্য ও আধুনিক—তিনটি যুগ সম্পর্কেই পরিপূর্ণ ধারণা রাখা উচিত। এ ছাড়া সাহিত্য পত্রিকা, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য সম্পর্কে গভীর ধারণা রাখতে হবে। বাংলার এই সাহিত্য অংশের জন্য শীকর বাংলা সাহিত্য পাঠ ও অগ্রদূতের বইগুলো ভালো প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে। 

ইংরেজি
» গ্রামার: ইংরেজি গ্রামার অংশ থেকে গুরুত্বপূর্ণ Tense, Parts of speech, Right form of verb, preposition, article, synonyms, antonyms, one word substitution, correction—এই বিষয়গুলো খুব যত্নের সঙ্গে আয়ত্ত করতে হবে। এই ক্ষেত্রে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার বই প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে। 

» সাহিত্য: বিসিএস পরীক্ষায় ১৫ নম্বর ব্যতীত অন্য কোনো চাকরির পরীক্ষায় সাহিত্য অংশ থেকে তেমন প্রশ্ন হয় না বললেই চলে। তবে ইংরেজিতে সাহিত্য অংশের জন্য বিগত সালের প্রশ্ন দিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন। বিখ্যাত সাহিত্যিকের জীবনী ও সাহিত্যকর্ম কোটেশন থেকেই এই অংশের বেশির ভাগ প্রশ্ন হয়ে থাকে। 

সাদিকুর রহমান রাহাতগণিত 
গণিতের প্রস্তুতি হাতে বেশ সময় নিয়ে শুরু করা উচিত। প্রথমেই ষষ্ঠ থেকে দশম শ্রেণির গণিত বোর্ড বই শেষ করতে হবে। এরপর যেকোনো গাইড থেকে অনুশীলন করতে পারেন। তবে প্রথমেই মন থেকে গণিত ভীতি দূর করতে হবে। প্রয়োজনে গণিত যে একটি মজার বিষয়—এমন ধারণা নিয়ে প্রস্তুতি শুরু করুন। প্রথমে সহজ গণিত দিয়ে অনুশীলন শুরু করা উচিত। সে ক্ষেত্রে গণিতে কেউ একেবারেই দুর্বল হলে পঞ্চম শ্রেণির গণিত বই চর্চার মধ্য দিয়েও প্রস্তুতি শুরু করতে পারেন। তারপর ষষ্ঠ থেকে দশম শ্রেণির গণিত ধীরে ধীরে শেষ করতে হবে। ভগ্নাংশ, লসাগু-গসাগু, গড়, ঐকিক নিয়ম, সরল-মুনাফা, লাভ-ক্ষতি—পাটিগণিতের গুরুত্বপূর্ণ বিষয়। আর বীজগণিতের ক্ষেত্রে বাস্তব সংখ্যা, মান নির্ণয়, সমাধান, সরল, উৎপাদক বেশ ভালোভাবে অনুশীলন করতে হবে। জ্যামিতি অংশের জন্য ত্রিভুজ, কোণ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, বৃত্ত ইত্যাদি দিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন। প্রস্তুতির শুরুতেই গাইড বই বা শর্টকাট পদ্ধতি এড়িয়ে চলতে হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অ্যাডভান্স হয়ে গেলে পরে নিজেই শর্টকাট পদ্ধতি আবিষ্কার করতে পারবেন। এ ছাড়া বাস্তব জীবনের সঙ্গে গণিতের সম্পর্ক স্থাপন করতে পারলে প্রস্তুতি পর্ব অনেকটা সহজ হয়ে উঠবে। 

সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। মানচিত্র সম্পর্কে জ্ঞান থাকা অত্যাবশ্যক। নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটি থেকে ১৯৪৭ থেকে ১৯৭১ সালের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো খুব ভালোভাবে পড়তে হবে। বিশ্বরাজনীতির ১০০ বছর বইটিও পড়তে পারেন। পরীক্ষায় ভালো করতে চাইলে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, উন্নয়ন, সরকারের ভিশন, সরকার কাঠামো, সংবিধান—এই বিষয়গুলো বাদ দেওয়ার সুযোগ নেই। পাশাপাশি নিয়মিত পত্রিকা পড়া ও নিউজ বা সংবাদ শুনতে পারলে অনেকটাই এগিয়ে থাকবেন। 

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

৬০ হাজার টাকা বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি, কর্মস্থল কক্সবাজার

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশন। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তির ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: অর্থ ও প্রশাসন সম্পর্কিত কাজে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: কক্সবাজার।

বেতন: ৬০ হাজার টাকা (মাসিক)।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বিমা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, পরিবহন ভাতা, শিশু শিক্ষা ভাতার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ডাক ও টেলিযোগাযোগের পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 
ডাক ও টেলিযোগাযোগের পরীক্ষার সূচি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রথম ৩টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফিস সহায়ক পদের পরীক্ষা রাজধানীর ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের মোবাইল নম্বরে পরীক্ষা-সংক্রান্ত মেসেজ পাঠানো হয়েছে।

কেন্দ্রগুলো হলো আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ; পোস্ট অফিস হাইস্কুল, মতিঝিল; মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল; মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়; মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়; বিটিসিএল আইডিয়াল হাইস্কুল, মতিঝিল ও সেগুনবাগিচা হাইস্কুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হৃদ্‌রোগ ইনস্টিটিউটের চূড়ান্ত ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
হৃদ্‌রোগ ইনস্টিটিউটের চূড়ান্ত ফল প্রকাশ

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) ৪ ক্যাটাগরির পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং এবং গাড়িচালক। এসব প্রার্থীর রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার ফলাফল বিভাগীয় নির্বাচন কমিটির সভার সুপারিশের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

সাময়িকভাবে সুপারিশ করা প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশ ও নিজ নিজ প্রার্থীর স্থায়ী ঠিকানায় পাঠানো হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা যথাযথ কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

টিসিবির মৌখিক পরীক্ষা ২৩ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) প্রথম শ্রেণির (৯ম গ্রেড) সহকারী পরিচালক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করপোরেশনের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. রবিউল মোর্শেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষা ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে কাওরান বাজারে অবস্থিত টিসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের উল্লিখিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করে প্রতিটির ১টি করে ফটোকপি সত্যায়িত (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) দাখিল করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত