Ajker Patrika

ভূমি উপসহকারী কর্মকর্তা পদে ১১৬৪ জনের নিয়োগে সুপারিশ পিএসসির

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৫২
ভূমি উপসহকারী কর্মকর্তা পদে ১১৬৪ জনের নিয়োগে সুপারিশ পিএসসির

ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তরে ভূমি উপসহকারী কর্মকর্তা পদে নিয়োগের জন্য ১ হাজার ১৬৪ জনকে সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। 

২০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি তার ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে বলে আজ শনিবার ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

বর্তমানে ১২তম বেতন গ্রেডের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা থেকে পদোন্নতির মাধ্যমে ১১তম গ্রেডে ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’, ১০ম গ্রেডে কানুনগো এবং ৯ম গ্রেডে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে যাওয়ার সুযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারা সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা/সার্কেল ভূমি অফিসের আওতায় ইউনিয়ন ভূমি অফিসে কর্মজীবন শুরু করেন। ‘ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা’ পদের সাবেক নাম সহকারী তহশিলদার।

জানা গেছে, ৪০তম বিসিএস পরীক্ষা ২০১৮-এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন প্রার্থীদের কাছ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত অধিদপ্তর/দপ্তরের ক্যাডার বহির্ভূত পদসমূহের পছন্দক্রম প্রদানের জন্য গত ১৯ জুন বিপিএসসি দরখাস্ত আহ্বান করেছিল। যারা ওই সময়ের মধ্যে ৯ম থেকে ১২তম গ্রেডে নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহ প্রকাশ করে অনলাইনে আবেদন করেছিলেন কেবল তাদেরই বিবেচনায় রাখার কথা বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত