নমুনা ভাইভা: বিশাল জনসংখ্যাকে সরকার কীভাবে কাজে লাগাবে?

Thumbnail image

এম এ মোত্তালিব মিহির পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। তিনি ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ভাইভার অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন

৪৩তম বিসিএসে আমি প্রথম ভাইভায় বসি। এ কারণে একটু চিন্তিত ছিলাম। তবে আত্মবিশ্বাসী ছিলাম। ৬ নভেম্বর পিএসসি ভবনে আমার ভাইভা অনুষ্ঠিত হয়। আমার ভাইভা হয়েছিল আনুমানিক ২২-২৩ মিনিট। 

আমার সিরিয়াল এলে অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিলাম। আমাকে বসতে বললেন। আমি বসে ধন্যবাদ দিলাম। 
চেয়ারম্যান স্যার: (আমার নাম, জেলা, বিশ্ববিদ্যালয়, বিষয় পড়ে শোনালেন। এরপর অর্থনীতি নিয়ে আলোচনা শুরু করলেন এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করলেন)। এ পর্যন্ত সরকার কটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? 
আমি: স্যার, ৮টি পরিকল্পনা গ্রহণ করেছে। 
চেয়ারম্যান স্যার: অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ?
আমি: স্যার, জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ পর্যন্ত। 
চেয়ারম্যান স্যার: অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী কত মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়েছে? 
আমি: ১ কোটি ১৩ লাখ। 
চেয়ারম্যান স্যার: এই বিশাল জনসংখ্যাকে সরকার কীভাবে কাজে লাগাবে? 
আমি: স্যার, সরকার প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা নিয়েছে, বিভিন্ন হাই-টেক পার্কসহ বিভিন্ন সেক্টরে পরিকল্পনা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে। 
চেয়ারম্যান স্যার: বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত? 
আমি: স্যার, ১৮.৭ শতাংশ। (চেয়ারম্যান স্যার উত্তরটি নিলেন না। বললেন, এটি ১৮.৬ শতাংশ হবে। পরক্ষণে আমার মনে হলো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী দারিদ্র্যের হার ১৫.৬ শতাংশ। তিনি হয়তো এটি জানতে চেয়েছেন)। 
চেয়ারম্যান স্যার: Extreme Poverty Rate?
আমি: স্যার, ৫.৬ শতাংশ। 
চেয়ারম্যান স্যার: ওকে, বর্তমানে বাংলাদেশ Foreign Direct Investment (FDI) কত? 
আমি: স্যার, ৩.৪৮ বিলিয়ন। (স্যার এই প্রশ্নের উত্তরটি গ্রহণ করলেন না, বললেন ৩.৪৮ বিলিয়ন নয়, আরও একটু বেশি হবে। ৪ বিলিয়নের কাছাকাছি। আমি বিনয়ের সঙ্গে সরি বললাম)। 
চেয়ারম্যান স্যার: সরকার কীভাবে ধনী-গরিবের ব্যবধান কমিয়ে দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখছে? 
আমি: স্যার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে। 
চেয়ারম্যান স্যার: সরকারের গৃহীত কয়েকটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির নাম বলেন? 
আমি: বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, দারিদ্র্য মায়ের মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, কাবিখা, কাবিটা, আশ্রয়ণ প্রকল্প ইত্যাদি। 
চেয়ারম্যান স্যার: এক্সটার্নাল-১ কে ইশারা করে প্রশ্ন করতে বললেন। এক্সটার্নাল-১: ছিলেন একজন ম্যাম। তিনি আমার সাবজেক্ট স্পেশালিস্ট। তিনি আমার সাবজেক্ট নিয়েই সব প্রশ্ন করেছেন।]
এক্সটার্নাল-১: মি. মোত্তালিব, আপনি তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। সুলতানা রাজিয়া সম্পর্কে বলেন। 
আমি: স্যার, ভারতবর্ষের একমাত্র মহিলা সুলতান ছিলেন সুলতানা রাজিয়া। 
এক্সটার্নাল-১: ডিটেইলস বলেন। 
আমি: স্যার, সুলতানা রাজিয়া সুলতান ইলতুৎমিশের কন্যা ছিলেন। রুকনউদ্দিন ফিরোজ শাহের মৃত্যুর পর পিতা সুলতান ইলতুৎমিশ সুলতানা রাজিয়াকে ক্ষমতায় বসান। তিনি ১২৩৬ থেকে ১২৪০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের সুলতান হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ১২৪০ খ্রিষ্টাব্দে তাঁরই ভৃত্য খাদ্যে বিষ প্রয়োগ করে তাঁকে হত্যা করেন। 
এক্সটার্নাল-১: গুলবদন বেগম কে? 
আমি: স্যার, মোগল সম্রাট বাবরের কন্যা ও হুমায়ূনের বোন ছিলেন গুলবদন বেগম। 
এক্সটার্নাল-১: ওনার বিখ্যাত একটি গ্রন্থ রয়েছে। 
আমি: জি স্যার, হুমায়ূননামা। 
এক্সটার্নাল-১: হুমায়ূননামায় কোন তিনজন শাসকের নাম বলা হয়েছে? 
আমি: স্যার, মোগল সম্রাট হুমায়ূন, কামরান ও হিন্দাল। 
এক্সটার্নাল-১: কামরান ও হিন্দাল তাঁরা তো শাসক ছিলেন না। শাসক ছিলেন এমন তিনজনের নাম হুমায়ূননামায় বলা হয়েছে। 
আমি: সরি স্যার, মোগল সম্রাট বাবর, হুমায়ূন ও আকবরের কথা বলা হয়েছে। 
এক্সটার্নাল-১: এক্সাটলি, তাঁরাই তো ধারাবাহিক শাসক ছিলেন? 
আমি: জি স্যার। 
এক্সটার্নাল-১: মেহেরুন্নেসা কে? 
আমি: স্যার, মোগল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন মেহেরুন্নেসা। 
এক্সটার্নাল-১: তিনি বিখ্যাত কেন? 
আমি: স্যার, মেহেরুন্নেসা যাকে মোগল সম্রাট জাহাঙ্গীর নূরজাহান নামে ডাকতেন। তিনি তৎকালীন সবচেয়ে প্রভাবশালী নারী ছিলেন। মোগল সাম্রাজ্যের রাজনৈতিক ক্ষমতা তিনিই নিয়ন্ত্রণ করতেন। 
এক্সটার্নাল-১: আরজুমান্দ বানু কে? 
আমি: স্যার, সম্রাজ্ঞী মমতাজের ডাকনাম আরজুমান্দ বানু। যিনি সম্রাট শাহজাহানের স্ত্রী ছিলেন। যাঁর নামে তাজমহল রয়েছে। 
বিস্তারিত ajkerpatrika.com-এ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত