সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা ২৮ অক্টোবর নিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ১৯: ২৪

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এর ফলে আগামী ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

এর আগে মির্জা রকিবুল হাসান নামের একজন চাকরিপ্রত্যাশীর করা রিটের পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের জারিকৃত বিজ্ঞপ্তি সংশোধন করে প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন আদালত। অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়। 

বাংলাদেশ ব্যাংক সহকারি পরিচালক (সাধারণ) পদে ২২৫টি পদে নিয়োগের জন্য গত ১০ মে বিজ্ঞপ্তি জারি করে। তবে ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দিয়ে বিজ্ঞপ্তি দেয়। যাতে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলা হয়। কিন্তু বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংক সহকারি পরিচালক পদে জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় জারি করেনি। এতে অনেক চাকরি প্রত্যাশী আবেদন থেকে বঞ্চিত হন। 

পরে চাকরিপ্রত্যাশী মির্জা রকিবুল হাসান গত ১২ অক্টোবর হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের পর রকিবুলের আইনজীবী রাশেদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করা হলে আরও অন্তত ২৫ থেকে ৩০ হাজার চাকরি প্রত্যাশী এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। যাদের বয়স বর্তমানে ৩০ পার হয়ে গেছে। আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত