Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-৪৫

গাজী মিজানুর রহমান
আপডেট : ১২ মে ২০২২, ১৮: ৪৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-৪৫

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকার সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ সাধারণ জ্ঞান বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো।

১। "The Politics" গ্রন্থের লেখক কে? 
    ক. প্লেটো    খ. অ্যারিস্টটল
    গ. সক্রেটিস    ঘ. লেনিন

২। "NDB"-এর সদর দপ্তর কোথায়? 
    ক. বেইজিং    খ. টোকিও
    গ. সাংহাই
    ঘ. সদর দপ্তর নেই

৩। কে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন? 
    ক. মাদাম কুরি
    ক. সেলমা লাগেরলফ
    গ. লি ডাক থো
    ঘ. বার্তাবন সুটনার

৪। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? 
    ক. কাতার    খ. রাশিয়া
    গ. জাপান                  ঘ. নিউজিল্যান্ড

৫। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কততম? 
    ক. ২৩     খ. ২২ 
    গ. ২১     ঘ. ২০

৬। ২০২১ বর্ষসেরা ফুটবলার কোন দেশের? 
    ক. আর্জেন্টিনা          খ. স্পেন
    গ. নেদারল্যান্ডস
    ঘ. পোল্যান্ড

৭। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কোথায়? 
    ক. নয়াদিল্লি    খ. কাঠমান্ডু
    গ. থিম্পু    ঘ. কলম্বো

৮। ‘রেডক্রস’-এর প্রতিষ্ঠাতা কে? 
    ক. হেনরি ডুনান্ট
    খ. পল হ্যারিস
    গ. পিটার বেনেনসন
    ঘ. পিটার এইগেন

৯। "ICAO"-এর সদর দপ্তর কোথায়? 
    ক. লন্ডন    খ. জেনেভা
    গ. রোম    ঘ. মন্ট্রিল

 ১০। কে ২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? 
    ক. জুলিয়াস            খ. ইমবেনস
    গ. হ্যাসেলম্যান
    ঘ. ম্যাকমিলান

১১। "HRW" কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা? 
    ক. যুক্তরাজ্য    খ. জার্মানি
    গ. সুইজারল্যান্ড
    ঘ. যুক্তরাষ্ট্র

১২। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 
    ক. ৭ এপ্রিল    খ. ৭ মার্চ
    গ. ৭ মে    ঘ. ৭ জুন

১৩। "IMF" কার্যক্রম শুরু করে? 
    ক. ১৯৪৪     খ. ১৯৪৬ 
    গ. ১৯৪৭     ঘ. ১৯৪৫

১৪। ওআইসির অফিশিয়াল ভাষা কতটি? 
    ক. ৩টি    খ. ১টি
    গ. ৬টি    ঘ. ২টি

১৫। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 
    ক. ১৯৪৪ সালে
    খ. ১৯৪৫ সালে
    গ. ১৯৪৬ সালে
    ঘ. ১৯৪৮ সালে

১৬। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? 
    ক. যুক্তরাষ্ট্র
    খ. দক্ষিণ কোরিয়া
    গ. পর্তুগাল            ঘ. সুইডেন

১৭। নিচের কোনটি ব্রিটন উডস প্রতিষ্ঠান? 
    ক. বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
    খ. বিশ্বব্যাংক ও আইএমএফ
    গ. আইএমএফ ও ব্রিকস ব্যাংক
    ঘ. আইএমএফ ও আইডিবি

১৮। নিচের কোনটি সামরিক জোট নয়? 
    ক. অ্যানজুস    খ. অকাস
    গ. ন্যাটো    ঘ. ওপেক

১৯। ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    ক. ওয়াশিংটন ডিসি
    খ. জেনেভা
    গ. প্যারিস    ঘ. ব্রাসেলস

২০। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
    ক. ভিয়েনা    খ. জেনেভা
    গ. প্যারিস    ঘ. ব্রাসেলস

উত্তরমালা-৪৫: ১. খ ২. গ ৩. গ     ৪. ক ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক।

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত