Ajker Patrika

৪৩তম বিসিএস: ভাইভা বোর্ডের মুখোমুখি হওয়ার বিশেষ পরামর্শ

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৯: ২০
৪৩তম বিসিএস: ভাইভা বোর্ডের মুখোমুখি হওয়ার বিশেষ পরামর্শ

সম্প্রতি ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ জন। ৩ সেপ্টেম্বর থেকে ভাইভা শুরু হবে। এতে উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্যাডারে সুযোগ পাবেন ১ হাজার ৮১৪ কর্মকর্তা। ভাইভা পরীক্ষার প্রস্তুতি এগিয়ে রাখতে দরকারি পরামর্শ নিয়ে কথা বলেছেন ৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে প্রথম স্থান অধিকার করা ৬ জন। লিখেছেন আনিসুল ইসলাম নাঈম

ভাইভা বোর্ডে ভীতি রাখবেন না
সাজ্জাদ হোসাইন হৃদয়
পররাষ্ট্র ক্যাডারে প্রথম, ৪১তম বিসিএস
প্রথমেই আপনার মধ্যে যদি ভাইভা নিয়ে কোনো ভীতি থাকে, তা দূর করতে হবে। যদি ভয় নিয়ে স্যারদের সামনে যান, তাহলে স্যাররা মুহূর্তের মধ্যেই তা ধরে ফেলবেন। তখন হিতে বিপরীত হতে পারে। আর এই ভয় দূর করার সবচেয়ে বড় অস্ত্র হলো একটি ভালো প্রস্তুতি।
আপনার পছন্দক্রমের শুরুর কয়েকটি ক্যাডার চয়েস নিয়ে মৌলিক ধারণা নিয়ে যেতে হবে। এর মধ্যে প্রথম পছন্দের খুঁটিনাটি দেখে যেতে হবে। পরিপাটি হয়ে যেতে হবে। আপনাকে এক পলক দেখেই যে কেউ যেন বলে দিতে পারে আপনি একজন সিরিয়াস প্রতিযোগী। শীত, গ্রীষ্ম—যে মৌসুমেই আপনার ভাইভা হোক না কেন, স্যুট পরে গেলে ভালো। সঙ্গে মানানসই টাই, জুতা পরতে হবে। দাড়ি যদি সুন্নত মেনে না রাখেন, তাহলে তা কেটে যাওয়াই উচিত। চুল ছোট করে গেলে আপনাকে পরিপাটি মনে হবে। মনে রাখবেন, সুন্দর পোশাক আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেয়।
ভাইভাভীতি থেকে আমাদের মধ্যে কিছু বদ অভ্যাস ফুটে ওঠে। যেমন চোখ পিটপিট করা, ঘেমে যাওয়া, কপালে হাত চলে যাওয়া, অতিরিক্ত আমতা-আমতা করা, চোখে চোখে না তাকিয়ে ওপরের দিকে তাকিয়ে উত্তর করা। এ বিষয়গুলো দূর করতে হলে নিয়মিত ভাইভা সেশন করতে হবে। আপনার পরিচিত কোনো ভাইভা ক্যান্ডিডেট থাকলে তাদের সঙ্গে মূল ভাইভার অনুরূপ বোর্ড বসিয়ে তা করতে পারেন। বেশি বেশি অনুশীলনের মাধ্যমে এই অভ্যাসগুলো দূর করা সম্ভব।

হাসিমুখে না-বোধক উত্তর করা শিখতে হবে। সবকিছু পারতে হয় না, সবকিছু যে পারবেন তা স্যাররা আশাও করেন না। তবে আপনি কীভাবে ‘সরি স্যার’ বলছেন, তা অবশ্যই তাঁরা লক্ষ করবেন। এ বিষয়টিও অনুশীলনের মাধ্যমে অর্জন করা সম্ভব।

আপনার যে পছন্দক্রমই হোক না কেন, ইংরেজিতে ভাইভা হতেই পারে। অনেক বেশি কঠিন কঠিন ভোকাবুলারি ব্যবহার করতে হবে এমন কথা নেই। তবে সহজ সাবলীল ভাষায় আপনার উত্তর উপস্থাপন করতে জানতে হবে। উত্তর করার সময় বাংলা ইংরেজি মিলিয়ে না বলার চেষ্টা করবেন। বাংলায় উত্তর জানতে চাইলে, তা যেন সম্পূর্ণরূপে বাংলাতেই হয়। ইংরেজিতে উত্তর করার বিষয়টাও অনুশীলনের মাধ্যমেই আয়ত্তে আনা যায়। সারকথা হলো, অনুশীলনই হবে আপনার ভাইভা জয়ের পাথেয়।

 ‘স্মার্ট বাংলাদেশ’ সম্পর্কে জানুন
মো. নাঈমুর রহমান
প্রশাসন ক্যাডারে প্রথম, ৪১তম বিসিএস

মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য, নিজের ক্যাডার পছন্দক্রমের প্রথম দুই-তিনটি ক্যাডার সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। এ ক্ষেত্রে প্রচলিত ভালো মানের যেকোনো সহায়ক বই পড়া যেতে পারে। সংবিধান সম্পর্কে জানার জন্য সংবিধানের সব অনুচ্ছেদ ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি সংবিধানের প্রস্তাবনা, সংশোধনী ও তফসিলগুলো পড়তে হবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে প্রচলিত ভালো মানের যেকোনো সহায়ক বই পড়া যেতে পারে।

নিজের জেলায় মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতি, নিজ জেলার বীর মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের সময় নিজ জেলা যে সেক্টরের অধীনে ছিল, সেই সেক্টর সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

মুক্তিযুদ্ধ-সম্পর্কিত চলচ্চিত্র, উপন্যাস, গল্প, নাটক, কবিতা, আত্মকথা, গান প্রভৃতি সম্পর্কে জানতে হবে। মুক্তিযুদ্ধ-সম্পর্কিত সম্প্রতি নিজের দেখা চলচ্চিত্র, সম্প্রতি পড়া উপন্যাস, গল্প, নাটক, কবিতা, আত্মকথা প্রভৃতি প্রসঙ্গ মৌখিক পরীক্ষায় জিজ্ঞেস করা হতে পারে। বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন পড়তে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে রচিত অন্যান্য মৌলিক সাহিত্যও পড়তে হবে।

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত নিজের দেখা চলচ্চিত্র, নিজের পড়া উপন্যাস, গল্প, কবিতার প্রসঙ্গও আসতে পারে। এ ছাড়া ভালো মানের যেকোনো সহায়ক বইও পড়া যেতে পারে। বর্তমান সময়ে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে আলোচিত বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। নিয়মিত পত্রিকা পড়লে সাম্প্রতিক বিষয়ে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। এ ছাড়া ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন প্রকাশনা, রচনা, সংবাদ পড়া যেতে পারে। যেমন ‘স্মার্ট বাংলাদেশ’ বর্তমানে একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়।

স্মার্ট বাংলাদেশ লিখে সার্চ করলেই এ বিষয়ে অনেক লেখা পাওয়া যাবে। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে চ্যালেঞ্জ ও করণীয়, স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১-এর মধ্যে সম্পর্ক প্রভৃতি পড়া যেতে পারে।

 যেসব কাগজপত্র সঙ্গে নিতে হবে
ডা. মো. শাহাদাত হোসাইন সরকার
স্বাস্থ্য ক্যাডারে প্রথম, ৪১তম বিসিএস

সরকারি কর্ম কমিশন নির্দেশিত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে

  • প্রথম সেট (মূল সনদগুলো)
  • প্রবেশপত্র (Admit Card), সাক্ষাৎকারপত্র
  • বিপিএসসি ফরম-১ (Applicant’s Copy) ১টি
  • সব শিক্ষাগত যোগ্যতার সনদ
  • মূল সনদে চার বছরমেয়াদি কোর্স উল্লেখ না থাকলে সে-সংক্রান্ত প্রত্যয়ন
  • স্নাতক/স্নাতকোত্তর অবতীর্ণ (Appeared) সনদ
  • ওজন (কেজি), উচ্চতা (সেমি), বুকের মাপ (সেমি)
  • নাগরিকত্ব/ স্থায়ী ঠিকানার 
  • সপক্ষের সনদ
  • এনআইডি (মূল)
  • বিপিএসসি ফরম-৩ (১টি)
  • এমবিডিসি রেজিস্ট্রেশন কার্ড
দ্বিতীয় সেট সত্যায়িত অনুলিপি (ক্রমসংবলিত)
  • সত্যায়িত ছবি তিন কপি
  • বিপিএসসি ফরম-১ (Applicant’s Copy) ১টি
  • সব শিক্ষাগত যোগ্যতার সনদ
  • মূল সনদে চার বছরমেয়াদি কোর্স উল্লেখ না থাকলে সে-সংক্রান্ত প্রত্যয়ন
  • স্নাতক/স্নাতকোত্তর অবতীর্ণ (Appeared) সনদ
  • ওজন (কেজি), উচ্চতা (সেমি), বুকের মাপ (সেমি)
  • ছাড়পত্র/ ইস্তফাপত্র/ অপসারণ আদেশের মূল কপি (রেজি: নম্বর লিখিত)
  • নাগরিকত্ব/ স্থায়ী ঠিকানার সপক্ষের সনদ
  • এনআইডির অনুলিপি
  • প্রাক-চাকরিবৃত্তান্ত যাচাই ফরম ২টি
  • বিপিএসসি ফরম-৩ (১টি)
  • এমবিডিসি রেজিস্ট্রেশন কার্ড (ফটোকপি)
তৃতীয় সেট সত্যায়িত অনুলিপি (ক্রমসংবলিত)
  • সত্যায়িত ছবি তিন কপি 
  • (যদি থাকে)
  • বিপিএসসি ফরম-১ (Applicant’s Copy) ১টি
  • সব শিক্ষাগত যোগ্যতার সনদ
  • মূল সনদে চার বছরমেয়াদি কোর্স উল্লেখ না থাকলে সে-সংক্রান্ত প্রত্যয়ন
  • স্নাতক/ স্নাতকোত্তর অবতীর্ণ (Appeared) সনদ
  • ওজন (কেজি), উচ্চতা (সেমি), বুকের মাপ (সেমি)
  • ছাড়পত্র/ ইস্তফাপত্র/ অপসারণ আদেশের সত্যায়িত কপি 
  • (রেজি: নম্বর লিখিত)
  • নাগরিকত্ব/ স্থায়ী ঠিকানার 
  • সপক্ষের সনদ
  • এনআইডির অনুলিপি
  • প্রাক-চাকরিবৃত্তান্ত যাচাই 
  • ফরম ১টি
  • বিপিএসসি ফরম-৩ (১টি)
  • এমবিডিসি রেজিস্ট্রেশন কার্ড (ফটোকপি)
 ডা. উম্মে কুলসুমা
পরিবার পরিকল্পনা ক্যাডারে, প্রথম ৪১তম বিসিএস
 
মেয়েদের পোশাক যেমন হবে
যেকোনো ভাইভায় পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। পোশাকে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায়। আপনার রুচিবোধ এবং সৌন্দর্য পোশাকে ফুটে ওঠে। সে জন্য ভাইভায় সবাই আরামদায়ক শালীন পোশাক পরতে পছন্দ করে। সেটা হতে পারে শাড়ি, সালোয়ার-কামিজ অথবা বোরকা।
পোশাকের রং: বিসিএস ভাইভায় বেশির ভাগ মেয়ে শাড়ি পরতে পছন্দ করেন। তাঁরা সাধারণত নীল, বেগুনি, জলপাই বা হালকা গোলাপি রঙের শাড়ি পরেন। কেউ সালোয়ার-কামিজ পরলে এই রংগুলোই পছন্দ করেন। বোরকা যেকোনো মার্জিত রঙের হতে পারে।
হিজাব পরা যাবে কি না: বিসিএস ভাইভায় হিজাব বা বোরকায় কোনো নিষেধাজ্ঞা নেই। পিএসসির সদস্য মহোদয় এ ব্যাপারে সর্বদা উদারতার পরিচয় দেন। হিজাবের কারণে কখনোই মার্কস কম দেন না। 
অলংকার: কানে হালকা দুল এবং একটি ঘড়ি ছাড়া আর কোনো অলংকার পরার দরকার নেই।
মেকআপ: যেহেতু বিসিএস ভাইভা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখানে ভারী মেকআপ মানানসই নয়। হালকা মেকআপ এবং হালকা রঙের লিপস্টিক মেয়েদের সৌন্দর্য ফুটিয়ে তোলে। 
জুতা: পোশাকের সঙ্গে মিল রেখে যেকোনো রঙের হালকা উঁচু হিল জুতা মানানসই। তবে সাধারণত সবাই কালো অথবা বাদামি রঙের আরামদায়ক ব্রান্ডের জুতা পরে।
 
 ছেলেদের পোশাক ও ইংরেজি দক্ষতা
 
সাব্বির আহমেদ জিসান

শুল্ক ও আবগারি ক্যাডারে প্রথম ৪১তম বিসিএস। 

‘When you dress good, you feel good. When you feel good, you perform better.’ বিসিএস ভাইভায় মার্জিত, শালীন ও মানানসই পোশাক একজন প্রার্থীর শুধু আত্মবিশ্বাসই বাড়ায় না; বরং তাঁকে সর্বোচ্চ কর্মক্ষমতা ও যোগ্যতা প্রদর্শনেরও অনুপ্রেরণা দেয়। 

ড্রেসআপ: পুরুষেরা ফরমাল হয়ে যাবেন অবশ্যই। হালকা রঙের (সাদা/ আকাশি/ এক কালার) ফুল হাতা শার্ট, কালো/ নেভি ব্লু প্যান্ট, টাই, ফরমাল জুতা, জুতার কালারের সঙ্গে মিলিয়ে বেল্ট। প্রযোজ্য ক্ষেত্রে ব্লেজার পরতে পারেন। আর শীতকাল হলে সেটা আবশ্যক বলে মনে করি।

গেটআপ: পুরুষদের ক্ষেত্রে দাড়ি নিয়ে কনফিউশনে পড়ে যান। মূলত দাড়ি যদি সুন্নতি দাড়ি হয় কোনো সমস্যা নেই, অন্যথায় ক্লিন শেভ বাঞ্ছনীয়। ড্রেস ভালোভাবে আয়রন করা থাকলে সুন্দর দেখায়। টাই পরলে বেল্টের হালকা ওপর পর্যন্ত রাখবেন। শার্ট ফুল হাতা থাকবে। স্যুট পরলে স্যুটের হাতার বাইরে শার্টের হাতা দেখা যাবে। পোশাকটি খুব বেশি আঁটসাঁট যেমন হবে না, তেমনি ঢিলেঢালাও হবে না। প্রার্থীকে তাঁর পরিধেয় পোশাকে অবশ্যই আরাম এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে।

শুধু পোশাকেই নয়, প্রার্থীদের অঙ্গভঙ্গি এবং চলাফেরায়ও মার্জিত ও শালীনভাব ফুটিয়ে তোলা চাই। আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসী অফিসারসুলভ আচরণ একজন প্রার্থীর সফলতা লাভ সহজ করে দিতে পারে। চূড়ান্ত ভাইভা পরীক্ষার আগেই কমপক্ষে দুটো মক ভাইভায় অংশগ্রহণ করে এ ব্যাপারগুলো অনুশীলন করে নেওয়া ভালো। যাঁদের ইংরেজিতে কথা বলায় দুর্বলতা আছে, তাঁদের এই দুর্বলতা নিয়ে ভাইভা বোর্ডে যাওয়া উচিত হবে না।

ইংরেজিতে কথা বলায় অপারগ হলে তা আগে থেকেই ঠিক করে নিতে হবে। গুরুত্ব দিয়ে ইংরেজিতে কথা বলার অভ্যাস করলে অল্প দিনেই এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। এ ক্ষেত্রে আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা হাঁটতে হাঁটতে নিজের সঙ্গে ইংরেজিতে কথা বলার অভ্যাস করা যেতে পারে।

ইংরেজিতে পারদর্শী একজন বন্ধু বা শিক্ষকের কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা নিলে কাজটি আরও সহজ হবে।

 নিজের সম্পর্কে যা জানতে হবে

রাশেদুল হাসান মুরাদ
বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম (ইংরেজি), ৪১তম বিসিএস
ভাইভায় একজন প্রার্থীকে নিজের সম্পর্কে বেশ কিছু বিষয় জিজ্ঞাসা করা হয়।

নিজের সম্পর্কে: নিজের শৈশব, শিক্ষাজীবন, শখের বিষয় ও পরিবারের সদস্য সম্পর্কে নানা কিছু জিজ্ঞেস করা হয়। এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে হয়। একটি প্রশ্নের উত্তরের সঙ্গে পরবর্তী প্রশ্নের সংযোগ থাকতে পারে। প্রিয় শখ বাগান করা হলে বিভিন্ন ফুল ও সৌন্দর্যবর্ধক চারা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। পরিবারের যাঁরা যেসব পেশায় নিয়োজিত রয়েছেন, তাঁদের পেশা (সামাজিক মর্যাদা যা-ই হোক) সে-সম্পর্কে ইতিবাচক ও শ্রদ্ধাশীল বিবরণ দেওয়া উচিত। নিজ জেলা: ভাইভায় নিজ জেলা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়। জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তি—যাঁদের সাহিত্য, শিল্প-সংস্কৃতি, অর্থনীতি ও মুক্তিযুদ্ধে ব্যাপক অবদান রয়েছে, তাঁদের সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন।

নিজ বিশ্ববিদ্যালয়: নিজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। নিজ বিভাগের সিনিয়র ফ্যাকাল্টি ও তাদের বুদ্ধিবৃত্তিক কাজ সম্পর্কে খোঁজ রাখতে হবে। ক্যাম্পাসের উল্লেখযোগ্য স্থাপনা, প্রথিতযশা শিক্ষক ও একাডেমিক অর্জন সম্পর্কে জেনে যাওয়া ভালো।

পঠিত বিষয়: নিজ বিষয় সম্পর্কে প্রায়ই প্রশ্ন করা হয়; বিশেষ করে পছন্দ তালিকার প্রথম ও দ্বিতীয় ক্যাডারদের সঙ্গে পঠিত বিষয়ের জ্ঞান কীভাবে সম্পর্কিত, সেটা জানতে চাওয়া হয়। এ ছাড়া একাডেমিক বিষয়ের মৌলিক জ্ঞান যাচাই করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬২ জনের চাকরি

চাকরি ডেস্ক 
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬২ জনের চাকরি

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬ ক্যাটাগরির শূন্য পদে মোট ৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৪ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত সোমবার (১৫ ডিসেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সহকারী লাইব্রেরিয়ান, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৭টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর, ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ওয়ার্ড মাস্টার, ৪টি।

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: টেলিফোন অপারেটর, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৩৬ টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা । ৬ নম্বর ক্রমিকের জন্য ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

২০ কর্মী নেবে খুলনা বিশ্ববিদ্যালয়, ২০তম গ্রেডে বেতন

চাকরি ডেস্ক 
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৩ ক্যাটাগরির শূন্য পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১১ ডিসেম্বর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী, ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট থাকতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম ও সংখ্যা: মালি, ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী, ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১০০ টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মাধ্যমে পেমেন্ট করে পেমেন্ট স্লিপ আবেদনপত্রের একটির সঙ্গে সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ ৩ সেট আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের পদ্ধতি: নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়মাবলি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইন আবেদন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা’।

আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর, ২০২৫; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৮৩

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ১ ক্যাটাগরির শূন্য পদে ৪৮৩ জনের নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ২৫ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৩ ডিসেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ডিএফএ), ৪৮৩টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

বয়সসীমা: সব প্রার্থীদের ক্ষেত্রে ১ নভেম্বর পর্যন্ত বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা করতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সব তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে কিংবা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

আবেদনের অযোগ্যতা: বাংলাদেশের নাগরিক না হন, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল না হন; এরূপ কোনো ব্যক্তিকে বিয়ে করেন অথবা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন; ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন; তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।

মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র প্রদর্শন করতে হবে: অনলাইন আবেদনপত্রের হার্ড কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন সনদ প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সব সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ—উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আবেদন পদ্ধতি: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র দাখিলের নিয়মাবলি ও শর্তাবলি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটের মেনুতে ‘অনলাইন নিয়োগ’ অপশনে অথবা ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: আগামী ৩১ জানুয়ারি, ২০২৬; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আকিজ ফুডে চাকরির সুযোগ, ২১ বছরেই করা যাবে আবেদন

চাকরি ডেস্ক 
আকিজ ফুডে চাকরির সুযোগ, ২১ বছরেই করা যাবে আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, (পিপিএস প্ল্যান্ট)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল)।

অভিজ্ঞতা: ১-৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২১-২৮ বছর।

কর্মস্থল: ঢাকা (ধামরাই)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত