Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-৪৮

গাজী মিজানুর রহমান
আপডেট : ২১ মে ২০২২, ১৫: ১৪
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-৪৮

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকার সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ গণিত বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্টতুলে ধরা হলো:

১. a= 8, b= 6, x= 1/2 এবং y= 4 হলে, ax+2b-2xy এর মান কত? 
    ক) 12     খ) 9 
    গ) 7     ঘ) 6 
২. a= 15 এবং b= 5 হলে, (a-b)2 (a-b) = কত হবে? 
    ক) 30     খ) 10 
    গ) 15     ঘ) 20 

৩. x-y= 2 এবং xy= 3 হলে, x+y-এর মান কত? 
    ক) 16     খ) 8 
    গ) 4     ঘ) 6

৪. y-এর মান কত হলে 16x2-xy+25 একটি পূর্ণবর্গ রাশি হবে? 
    ক) 30     খ) 40 
    গ) 50     ঘ) 60

৫. a-1/a =√ 3 হলে a2-1/ a2 এর মান কত? 
    ক) √6             খ) 4 
    গ) √21             ঘ) 7

৬. x+y/ y x  = 3 হলে, x2/ y2 +y2-এর মান কত? 
    ক) 6     খ) 7 
    গ) 9     ঘ) 10

৭. a+b=√ 7 এবং a-b=√ 5 হলে, 8ab (a2+b2) = কত?
    ক) 12     খ) 24 
    গ) 36             ঘ) 40

৮. A+B+C= 9, AB+BC+CA= 31 হলে, A2+B2+C2 =?
    ক) 19     খ) 29 
    গ) 30             ঘ) 49

৯. x+y= 17, xy= 60 হয়, তবে x-y-এর মান কত? 
    ক) 5     খ) 7 
    গ) 8     ঘ) 9

১০. a+b= 9, a-b= 7 হলে, ab =? 
    ক) 7     খ) 6         গ) 9     ঘ) 8

১১. 4x2+9y2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? 
    ক) 12xy
    খ) 24xy
    গ) 2xy
    ঘ) 6xy

১২. x-{x-(x+1)}-এর মান কত? 
    ক) 1     খ) -1 
    গ) x-1 
    ঘ) x+1

১৩. x2-3x-2 কে x+ 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে? 
    ক) 4     খ) 0 
    গ) 2     ঘ) 6

১৪. a2-2ab থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে? 
    ক) -b2             খ) b
    গ) -a2 
    ঘ) a

১৫. (6a+9b) (7b-8a) রাশি দুটির বর্গের অন্তর কত? 
    ক) (8b+a)2-(b-7a)2 
    খ) (8b-a)2-(b+7a)2 
    গ) (8b-a) + (7a+b) 
    ঘ) (7a-b)-(8b-a)

১৬. ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, — ধারাটির দশম পদ কত হবে? 
    ক) ১৩             খ) ১৬ 
    গ) ১৯             ঘ) ২১

১৭. ২, ৫, ৭, ৮, — ধারাটির অষ্টম পদ কত? 
    ক) ১১     খ) ১২ 
    গ) ১৩     ঘ) ১৪

১৮. ৫ থেকে ৩৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 
    ক) ৬০০ 
    খ) ৬১০ 
    গ) ৬২০ 
    ঘ) ৬৩০

১৯. একটি সমান্তর ধারার প্রথম পদ 1, শেষ পদ 99 এবং সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর হবে—
    ক) ৪     খ) ২ 
    গ) ৩     ঘ) ৬

২০. একটি গুণোত্তর শ্রেণির প্রথম ছয়টি পদের যোগফল তার প্রথম তিনটি পদের যোগফলের নয় গুণ। সাধারণ অনুপাত হবে—
    ক) ২     খ) ৩ 
    গ) ৪     ঘ) ১ 

উত্তরমালা: ১. ক ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. খ ৭. খ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. ক।

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার। 

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট - এখানে ক্লিক করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত