এম এম মুজাহিদ উদ্দীন
রেডিওর সঙ্গে সখ্য ছোটবেলায় অঙ্ক করার সময় বাটন ফোনের মাধ্যমে হলেও, আরজে রিমা হিসেবে মাইক্রোফোনের সঙ্গে সখ্যের পাঁচ বছর পূর্ণ হলো ফেব্রুয়ারি মাসে। আমার বেড়ে ওঠা ও প্রাথমিক শিক্ষার হাতেখড়ি ঢাকাতেই। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। ছোটবেলায় পড়াশোনার প্রতি খুব ঝোঁক ছিল। তবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিয়েছি। সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপ্তি বিশ্ববিদ্যালয়ে এসে আরও ব্যাপক হয়। গান, নাচ, আবৃত্তি, উপস্থাপনা, ক্লাবিং, মিডিয়া অথবা করপোরেট চাকরি—যখন যা ইচ্ছা হয়েছে, সব কাজই করেছি। ভর্তির সময় ভেবেছিলাম, বিশ্ববিদ্যালয়ের শেষ দিন পর্যন্ত নিজের মতো উপভোগ করব। তা-ই করেছি।
আমার রেডিওর সঙ্গে যাত্রা শুরু হয় ২০১৯ সালে পিপলস রেডিও ৯১.৬-এর মাধ্যমে। সত্যি বলতে, অনেক ভালোবাসা পেয়েছি এ প্রতিষ্ঠান থেকে। শুরুর দিনগুলো সত্যিই অসাধারণ ছিল। সকাল থেকে রাত পর্যন্ত গ্রুমিং, শো, বিশ্ববিদ্যালয়ের ক্লাস, ছুটির দিনেও ক্লাবিং অথবা ইয়ুথ প্রোগ্রামের আয়োজন—সবকিছুতেই সমানতালে কাজ করেছি। এর পরবর্তী সময় অন্য রেডিও, ম্যাগাজিন, অনলাইন নিউজ চ্যানেলসহ করপোরেট চাকরি করার অভিজ্ঞতা হয়েছে। বর্তমানে আরজে হিসেবে কাজ করছি ৯৬.৪ স্পাইস এফএমে।
আরজে হতে যে ধরনের যোগ্যতা বা দক্ষতা প্রয়োজন
একজন আরজের প্রধান গুণ হচ্ছে দূরে বসেও শ্রোতার সঙ্গে এমন মনের বন্ধন তৈরি করা, যেন তাদের পাশে একজন কথাবন্ধু আছে। সেই কথাবন্ধুর কাজ যত্নের সঙ্গে অনুভূতি আদানপ্রদান করা। আরজে হওয়ার জন্য প্রয়োজন শব্দের শুদ্ধ প্রয়োগ ও বলিষ্ঠ কণ্ঠ। এ ছাড়া যে বিষয় নিয়ে শো করতে বসবে, সেই বিষয়ের আগের, পরের ও সাম্প্রতিক সব তথ্য জানা আবশ্যক। কখন কী নতুন গান এসেছে, সময় অনুযায়ী কোন গানটার উপযোগিতা বেশি, কথার বিষয়বস্তুর সঙ্গে গানের কীভাবে সংযোগ স্থাপন করতে হয়—এসব বিষয়ে পূর্ণ ধারণা রাখতে হবে। প্রতিটি রেডিওর আলাদা কিছু প্যাটার্ন থাকে। শুরুতেই সেই প্যাটার্ন রপ্ত করতে হয়। পাশাপাশি অল্প কথায় নিজের বার্তা পূর্ণভাবে প্রকাশ করা জানতে হবে।
রেডিওতে আবেদন ও নিয়োগ প্রক্রিয়া
সারা বছরই আপনি নিজের সিভি বা জীবনবৃত্তান্ত রেডিও প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে পারবেন। পরে নতুন নিয়োগের সময় এই সিভিগুলো বাছাই করে কর্তৃপক্ষ। তবে সবচেয়ে ভালো হয়, যদি সব সময় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অবগত থাকেন, বিশেষ করে খোঁজ রাখতে হবে, কখন কোন রেডিওতে ‘আরজে হান্ট’ চলছে। এ জন্য পছন্দের রেডিও পেজ নিয়মিত অনুসরণ করতে হবে। সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে সেসব পেজেই পাবেন। এ ছাড়া বর্তমান সময়ে লিংকডিন নিয়োগ বিজ্ঞপ্তি জানার জন্য আরেকটি ভালো মাধ্যম। এই সেক্টরে কাজ করতে আগ্রহী হলে অবশ্যই সিভি আপডেটেড রাখবেন। প্রয়োজনে সিনিয়র কাউকে দিয়ে সেই সিভি চেক করিয়ে নেবেন। গান, আবৃত্তি, নাচ, উপস্থাপনা বা সাংস্কৃতিক অঙ্গনের যেকোনো পরিধিতে আপনার বিচরণ থাকলে, অবশ্যই সিভিতে উল্লেখ করবেন। কণ্ঠ নিয়ে আগে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেটিও উল্লেখ করা উচিত।
বাছাই প্রক্রিয়া
সিভি বাছাই হলে সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাক আসে। সাক্ষাৎকারের দিন সিভির হার্ড কপি সঙ্গে নেওয়ার কথা ভোলা যাবে না। পাশাপাশি যথাসময়ে পৌঁছানো, ফরমালি নিজেকে প্রতিনিধিত্ব করা, শুদ্ধ স্বরে ভয়েস টেস্ট পাস করা জরুরি। এই পর্বে পাস হলে গ্রুমিং পর্ব শুরু হয়। এই গ্রুমিং পর্বটা নিজেকে তুলে ধরার জন্য খুব গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে লিংক তৈরি, উচ্চারণ, পিচ, কণ্ঠে ইমোশন আনা ইত্যাদি নতুন নতুন বিষয় শেখার সুযোগ হয়। এরপর আবার কণ্ঠের পরীক্ষায় অংশ নিতে হয়। এই পরীক্ষায় পার হতে পারলেই হাতে-কলমে অন-এয়ারে বসে নিজেকে পরিপক্ব করার প্রশিক্ষণ চলে। সব প্রশিক্ষণ দক্ষতার সঙ্গে পাড়ি দিতে পারলেই সামনে তার জন্য স্বপ্নের হটসিট অপেক্ষায় থাকে নতুন সূচনার জন্য।
আয় ও অন্যান্য সুযোগ-সুবিধা
আয়ের উৎস হলেও এই পেশাটি আসলে সবচেয়ে বড় ভালোবাসার উৎস। মানুষ মানুষের মনে দীর্ঘসময় বেঁচে থাকে কেবল ভালোবাসার মাধ্যমে। ছাত্রজীবন থেকেই আরজে হওয়া যায়। বহুজনের সঙ্গে পরিচিত হওয়ার ও তাদের জানার মতো ভালো সুযোগ হয় রেডিওর মাধ্যমে। এতে আমাদের নেটওয়ার্কিংয়ের ভিত্তিটা খুব মজবুত হয়, যা ভবিষ্যতে ক্যারিয়ারের জন্যও ভালো কাজে দিতে পারে।
রেডিওর সঙ্গে সখ্য ছোটবেলায় অঙ্ক করার সময় বাটন ফোনের মাধ্যমে হলেও, আরজে রিমা হিসেবে মাইক্রোফোনের সঙ্গে সখ্যের পাঁচ বছর পূর্ণ হলো ফেব্রুয়ারি মাসে। আমার বেড়ে ওঠা ও প্রাথমিক শিক্ষার হাতেখড়ি ঢাকাতেই। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। ছোটবেলায় পড়াশোনার প্রতি খুব ঝোঁক ছিল। তবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিয়েছি। সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপ্তি বিশ্ববিদ্যালয়ে এসে আরও ব্যাপক হয়। গান, নাচ, আবৃত্তি, উপস্থাপনা, ক্লাবিং, মিডিয়া অথবা করপোরেট চাকরি—যখন যা ইচ্ছা হয়েছে, সব কাজই করেছি। ভর্তির সময় ভেবেছিলাম, বিশ্ববিদ্যালয়ের শেষ দিন পর্যন্ত নিজের মতো উপভোগ করব। তা-ই করেছি।
আমার রেডিওর সঙ্গে যাত্রা শুরু হয় ২০১৯ সালে পিপলস রেডিও ৯১.৬-এর মাধ্যমে। সত্যি বলতে, অনেক ভালোবাসা পেয়েছি এ প্রতিষ্ঠান থেকে। শুরুর দিনগুলো সত্যিই অসাধারণ ছিল। সকাল থেকে রাত পর্যন্ত গ্রুমিং, শো, বিশ্ববিদ্যালয়ের ক্লাস, ছুটির দিনেও ক্লাবিং অথবা ইয়ুথ প্রোগ্রামের আয়োজন—সবকিছুতেই সমানতালে কাজ করেছি। এর পরবর্তী সময় অন্য রেডিও, ম্যাগাজিন, অনলাইন নিউজ চ্যানেলসহ করপোরেট চাকরি করার অভিজ্ঞতা হয়েছে। বর্তমানে আরজে হিসেবে কাজ করছি ৯৬.৪ স্পাইস এফএমে।
আরজে হতে যে ধরনের যোগ্যতা বা দক্ষতা প্রয়োজন
একজন আরজের প্রধান গুণ হচ্ছে দূরে বসেও শ্রোতার সঙ্গে এমন মনের বন্ধন তৈরি করা, যেন তাদের পাশে একজন কথাবন্ধু আছে। সেই কথাবন্ধুর কাজ যত্নের সঙ্গে অনুভূতি আদানপ্রদান করা। আরজে হওয়ার জন্য প্রয়োজন শব্দের শুদ্ধ প্রয়োগ ও বলিষ্ঠ কণ্ঠ। এ ছাড়া যে বিষয় নিয়ে শো করতে বসবে, সেই বিষয়ের আগের, পরের ও সাম্প্রতিক সব তথ্য জানা আবশ্যক। কখন কী নতুন গান এসেছে, সময় অনুযায়ী কোন গানটার উপযোগিতা বেশি, কথার বিষয়বস্তুর সঙ্গে গানের কীভাবে সংযোগ স্থাপন করতে হয়—এসব বিষয়ে পূর্ণ ধারণা রাখতে হবে। প্রতিটি রেডিওর আলাদা কিছু প্যাটার্ন থাকে। শুরুতেই সেই প্যাটার্ন রপ্ত করতে হয়। পাশাপাশি অল্প কথায় নিজের বার্তা পূর্ণভাবে প্রকাশ করা জানতে হবে।
রেডিওতে আবেদন ও নিয়োগ প্রক্রিয়া
সারা বছরই আপনি নিজের সিভি বা জীবনবৃত্তান্ত রেডিও প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে পারবেন। পরে নতুন নিয়োগের সময় এই সিভিগুলো বাছাই করে কর্তৃপক্ষ। তবে সবচেয়ে ভালো হয়, যদি সব সময় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অবগত থাকেন, বিশেষ করে খোঁজ রাখতে হবে, কখন কোন রেডিওতে ‘আরজে হান্ট’ চলছে। এ জন্য পছন্দের রেডিও পেজ নিয়মিত অনুসরণ করতে হবে। সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে সেসব পেজেই পাবেন। এ ছাড়া বর্তমান সময়ে লিংকডিন নিয়োগ বিজ্ঞপ্তি জানার জন্য আরেকটি ভালো মাধ্যম। এই সেক্টরে কাজ করতে আগ্রহী হলে অবশ্যই সিভি আপডেটেড রাখবেন। প্রয়োজনে সিনিয়র কাউকে দিয়ে সেই সিভি চেক করিয়ে নেবেন। গান, আবৃত্তি, নাচ, উপস্থাপনা বা সাংস্কৃতিক অঙ্গনের যেকোনো পরিধিতে আপনার বিচরণ থাকলে, অবশ্যই সিভিতে উল্লেখ করবেন। কণ্ঠ নিয়ে আগে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেটিও উল্লেখ করা উচিত।
বাছাই প্রক্রিয়া
সিভি বাছাই হলে সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাক আসে। সাক্ষাৎকারের দিন সিভির হার্ড কপি সঙ্গে নেওয়ার কথা ভোলা যাবে না। পাশাপাশি যথাসময়ে পৌঁছানো, ফরমালি নিজেকে প্রতিনিধিত্ব করা, শুদ্ধ স্বরে ভয়েস টেস্ট পাস করা জরুরি। এই পর্বে পাস হলে গ্রুমিং পর্ব শুরু হয়। এই গ্রুমিং পর্বটা নিজেকে তুলে ধরার জন্য খুব গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে লিংক তৈরি, উচ্চারণ, পিচ, কণ্ঠে ইমোশন আনা ইত্যাদি নতুন নতুন বিষয় শেখার সুযোগ হয়। এরপর আবার কণ্ঠের পরীক্ষায় অংশ নিতে হয়। এই পরীক্ষায় পার হতে পারলেই হাতে-কলমে অন-এয়ারে বসে নিজেকে পরিপক্ব করার প্রশিক্ষণ চলে। সব প্রশিক্ষণ দক্ষতার সঙ্গে পাড়ি দিতে পারলেই সামনে তার জন্য স্বপ্নের হটসিট অপেক্ষায় থাকে নতুন সূচনার জন্য।
আয় ও অন্যান্য সুযোগ-সুবিধা
আয়ের উৎস হলেও এই পেশাটি আসলে সবচেয়ে বড় ভালোবাসার উৎস। মানুষ মানুষের মনে দীর্ঘসময় বেঁচে থাকে কেবল ভালোবাসার মাধ্যমে। ছাত্রজীবন থেকেই আরজে হওয়া যায়। বহুজনের সঙ্গে পরিচিত হওয়ার ও তাদের জানার মতো ভালো সুযোগ হয় রেডিওর মাধ্যমে। এতে আমাদের নেটওয়ার্কিংয়ের ভিত্তিটা খুব মজবুত হয়, যা ভবিষ্যতে ক্যারিয়ারের জন্যও ভালো কাজে দিতে পারে।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির স্টোর (ফ্যাক্টরি কমপ্লেক্স) বিভাগ অফিসার/সিনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
৯ ঘণ্টা আগেজনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে।
৯ ঘণ্টা আগেজনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে তাদের ৪ পদে ছয় জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একধরনের শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে