পরামর্শ: বিসিএসে আবেদনের আগে করণীয়

আনিসুল ইসলাম নাঈম
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭: ৫৮

৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ১৪০ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিসিএসে আবেদন করতে গিয়ে চাকরিপ্রার্থীরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভুল করে থাকেন। তাই প্রথমবারের মতো যাঁরা বিসিএসে আবেদন করবেন, তাঁদের সতর্কতার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসের শিক্ষা ক্যাডার (সমাজকর্ম) মো. মাসুম কামাল। 

■ প্রথমে পিএসসির ওয়েবসাইট থেকে ৪৬তম বিসিএসের সার্কুলারটি ডাউনলোড করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন। তাহলে আবেদনের নিয়মকানুন সবই বুঝতে পারবেন।

■ যাঁরা অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করতে চান, তাঁরা অবশ্যই অ্যাপিয়ার্ডের শর্তগুলো ভালো করে পড়ে আবেদন করবেন। অ্যাপিয়ার্ডের অন্যতম শর্ত হচ্ছে বিসিএসের আবেদনের শেষ দিনের মধ্যে সব লিখিত পরীক্ষা শেষ হতে হবে, অর্থাৎ ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে স্নাতকের সব লিখিত পরীক্ষা শেষ হতে হবে এবং নিচের শিক্ষাবর্ষের কোনো সাবজেক্টে ফেল থাকা যাবে না। প্রয়োজনে অভিজ্ঞ কারও কাছ থেকে শর্তগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নিন।

■ এরপর সার্কুলারে উল্লিখিত ক্যাডার তালিকা থেকে আপনার পছন্দের ক্যাডারগুলো সিরিয়ালি সাজিয়ে নিন। ক্যাডার পছন্দের ক্ষেত্রে চাকরির সুযোগ-সুবিধা, কাজের চাপ এবং আপনার পছন্দকে গুরুত্ব দিন। ফেসবুক, ইউটিউবে এ-সংক্রান্ত অনেক তথ্য পাবেন। প্রয়োজনে বড়দের পরামর্শ নিতে পারেন।

■ এবার ভালো কোনো স্টুডিও থেকে ফরমাল ড্রেসে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে সেটি ৩০০/৩০০ এবং  100 kb-এর বেশি নয় (সার্কুলারে উল্লিখিত) ফরম্যাটে সাইজ করে নিন। আপনার এই ছবি পরীক্ষা থেকে চাকরিতে যোগদান পর্যন্ত অনেক জায়গায় ব্যবহার করতে হবে। তাই আপনি যদি দাড়ি, টুপি, হিজাব, চশমা ব্যবহারে অভ্যস্ত থাকেন, তাহলে সেদিকে খেয়াল করে ছবি তুলুন।

উল্লেখ্য, দাড়ি, টুপি, হিজাব পরে পরীক্ষা দিতে কোনো সমস্যা নেই, শুধু পরীক্ষা চলাকালে পিএসসির নির্দেশনা অনুযায়ী কান খোলা এবং আপনাকে চিহ্নিত করার সময় মুখ খোলা রাখতে হবে। সঙ্গে আপনার একটি স্বাক্ষর, যেটি পরীক্ষার সব ক্ষেত্রে ব্যবহার করতে হবে, সেটি ৩০০/৮০ এবং 60 kb-এর বেশি নয় (সার্কুলারে উল্লিখিত) ফরম্যাট অনুযায়ী সাইজ করে আপনার স্মার্ট ফোন অথবা পেনড্রাইভে সংরক্ষণ করুন।

■ আপনার বিসিএসের আবেদন নিজ হাতেই করার চেষ্টা করুন, এতে তথ্যবিভ্রাটের আশঙ্কা কম থাকে। দোকানে কিংবা অন্য কারও মাধ্যমে আবেদন করলে অবশ্যই সব তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন।

■ আপনি চাইলে ইংরেজি মাধ্যমেও পরীক্ষা দিতে পারবেন। এ জন্য নির্ধারিত বক্সে টিক চিহ্ন (ক্লিক করলেই হবে) দিন। যাঁরা বাংলা মাধ্যমে পরীক্ষা দেবেন, তাঁরা বক্সে টিক (ক্লিক) করবেন না।

■ আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আপনার সুবিধা অনুযায়ী কেন্দ্র নির্বাচন করুন।

■ আবেদনে কোনো ভুল পরিলক্ষিত হলে টাকা পরিশোধের আগেই সময় নিয়ে নতুন করে আবেদন করুন। টাকা পরিশোধের পর ভুল সংশোধন করা যাবে না। তারপরও টাকা পরিশোধ করার পরে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে পিএসসিতে গিয়ে যোগাযোগ করুন। পিএসসি এসব ব্যাপারে অনেক আন্তরিক।

■ আবেদন করা সম্পন্ন হলে আপনার অ্যাপ্লিক্যান্ট কপিটি সংরক্ষণ করুন। প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণ করুন। কারণ, অ্যাপ্লিক্যান্ট কপিটি ভাইভা দেওয়ার সময় লাগবে।

■ পিএসসি ৪৪তম বিসিএস প্রিলির পর থেকে রোল শাফল করে সিট প্ল্যান করে। তাই একসঙ্গে আবেদন করলে পাশাপাশি সিট পড়বে, এ ধারণা থেকে বেরিয়ে আসুন।

■ শেষ সময়ের অপেক্ষা না করে সময় নিয়ে সতর্কতার সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করুন। 

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত