চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক পাস করেন আহাম্মদ জাফর। পড়াশোনা শেষে ৪৩তম বিসিএসে পরীক্ষায় অংশ নিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রশাসন ক্যাডার হিসেবে। মেধাক্রম ২১তম। নিজের বিসিএসের ভাইভা অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি।
আমি: (দরজা খুলে) আস্সালামু আলাইকুম, স্যার। আমি কি আসতে পারি?
চেয়ারম্যান: ওয়ালাইকুম আসসালাম, আসুন। আপনি জাফর আহাম্মদ। পড়াশোনা চট্টগ্রাম বিদ্যালয় থেকে। বাড়ি হাতিয়া। আচ্ছা, বসুন।
আমি: জি স্যার, ধন্যবাদ।
চেয়ারম্যান: আপনাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয়? এত বেশি মারামারি কেন হয়?
আমি: স্যার, কিছু সীমাবদ্ধতা থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ভালো হয়, আর মারামারির মূল কারণ হলো গ্রুপিং।
চেয়ারম্যান: আপনি হলে ছিলেন?
আমি: না, স্যার।
চেয়ারম্যান: তাহলে আপনি মারামারির আসল কারণ জানবেন না। এখন কী করছেন? কোথাও জব করেন?
আমি: জি স্যার, জব করি।
চেয়ারম্যান: এনওসি কই আপনার?
আমি: স্যার, আবেদন করেছিলাম, কিন্তু এখনো হাতে পাইনি।
চেয়ারম্যান: ফরওয়ার্ডিং কই?
আমি: দুঃখিত স্যার, এনওসি পাইনি। তাই ফরওয়ার্ডিং আনা হয়নি।
চেয়ারম্যান: তাহলে আপনি আমাদের জবের কথা কেন বলতে গেলেন? আপনি জবের কথা না বললে তো আমরা জানতাম না, আপনি জব করেন।
আমি: সরি, স্যার।
চেয়ারম্যান: হাতিয়া একটি দ্বীপ, মাতারবাড়ীও একটি দ্বীপ। মাতারবাড়ীতে সরকারের কয়েকটা প্রকল্পের নাম বলুন।
আমি: স্যার, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র।
চেয়ারম্যান: গভীর সমুদ্রবন্দর বলা হয় কেন?
আমি: স্যার, এখানে বন্দরের গভীরতা অনেক বেশি। তাই বড় বড় জাহাজ সহজে ভিড়তে পারে। পানির অনেক নিচ অবধি জাহাজ ডুবে থাকতে পারে। এর জন্য গভীর সমুদ্রবন্দর বলা হয়।
চেয়ারম্যান: বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন হয় কত তারিখে?
আমি: স্যার, ২৮ অক্টোবর।
চেয়ারম্যান: টানেলটি করতে কোন দেশ সহযোগিতা করেছে?
আমি: (হঠাৎ মাথা কাজ করছিল না। চীন/জাপান নিয়ে কনফিউজড হয়ে গিয়েছিলাম)
চেয়ারম্যান: কনফিউজড আপনি? চিটাগং থাকেন এইটা পারা উচিত ছিল আপনার। আচ্ছা EPZ কী?
আমি: স্যার, Export processing Zone.
চেয়ারম্যান: বাংলাদেশে কয়টা EPZ আছে?
আমি: মোট ১০টি। এর মধ্যে সরকারি ৮টি, বেসরকারি ২টি।
চেয়ারম্যান: চট্টগ্রামে যেগুলো আছে, সেগুলোর নাম বলুন।
আমি: কর্ণফুলী ইপিজেড, কেইপিজেড।
চেয়ারম্যান: কেইপিজেড কোথায়?
আমি: আনোয়ারাতে, স্যার।
চেয়ারম্যান: গিয়েছেন এটাই? এটা কোন দেশ করেছে?
আমি: না স্যার, যাওয়া হয়নি। এটি কোরিয়ান।
চেয়ারম্যান: আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোন প্রজেক্ট আপনার সবচেয়ে ভালো লেগেছে?
আমি: স্যার, পদ্মা সেতু। কারণ, অনেক ষড়যন্ত্রের মোকাবিলা করেও বিশ্ববাসীকে আমরা আমাদের সক্ষমতার প্রমাণ দিয়েছি এই প্রকল্পের মাধ্যমে।
চেয়ারম্যান: গুড। পদ্মা সেতুর অবদান বলুন তো?
আমি: দক্ষিণবঙ্গে আমূল পরিবর্তন এনেছে। যোগাযোগব্যবস্থা, দারিদ্র্য দূরীকরণ, শিল্পায়ন, কৃষি ক্ষেত্রে অগ্রগতি। সর্বোপরি ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি আমাদের জাতীয় জিডিপিতেও অবদান রাখছে।
চেয়ারম্যান: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
আমি: ১৯ দশমিক সামথিং কিলোমিটার। দশমিকের পরের ফিগার আমার এক্স্যাক্ট মনে নাই, স্যার।
চেয়ারম্যান: আচ্ছা, আর কোথাও আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে?
আমি: হ্যাঁ স্যার, চট্টগ্রামে আছে।
চেয়ারম্যান: চট্টগ্রামের-টার দৈর্ঘ্য কত?
আমি: দুঃখিত স্যার। আমার জানা নেই।
চেয়ারম্যান: জাইকার কয়েকটা প্রকল্প বলেন?
আমি: স্যার, এই মুহূর্তে আমার মেট্রোরেলের কথা মনে পড়ছে শুধু।
চেয়ারম্যান: যুদ্ধের পর কোন দেশ আমাদের সাহায্য করেছে বেশি?
আমি: জাপান।
চেয়ারম্যান: ঠিক আছে। ওরা তো আমাদের বন্ধু, স্পেসিফিক আর কোন দেশ?
আমি: স্যার, ভারত।
চেয়ারম্যান: না যুক্তরাষ্ট্র। আচ্ছা বাংলাদেশ রপ্তানি কোন দেশে বেশি করে।
আমি: স্যার, যুক্তরাষ্ট্রে।
চেয়ারম্যান: আর কোন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে?
আমি: ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশের সঙ্গেই রয়েছে।
চেয়ারম্যান: ইউনেসকো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতটি?
আমি: সরি স্যার। সঠিক সংখ্যাটি ঠিক মনে নাই।
চেয়ারম্যান: ওকে, আমার প্রশ্ন শেষ। আপনারা করুন প্রশ্ন।
এক্সটার্নাল-১: চেয়ারম্যান স্যার যেহেতু EPZ নিয়ে প্রশ্ন করেছেন, আমি একটু ওই রিলেটেড প্রশ্নই করি।
এক্সটার্নাল-১: What is industrial relation, industrial dispute?
আমি: Sir, industrial relations indicates relationship among all parties (employees, employers) in an organisations and industrial dispute means conflict among those parties.
এক্সটার্নাল-১: What is CBA?
আমি: Collective Bargaining Agent.
এক্সটার্নাল-১: CBA এর কাজ কী?
আমি: ডিস্পুট সেটেলমেন্টে কাজ করে। রিলেশনশিপ মেনটেইন করে। সব পক্ষের ইন্টারেস্ট সংরক্ষণ করে থাকে।
এক্সটার্নাল-১: CBA and labour coart এর মাঝের পার্টি কে?
আমি: Sir, mediator.
এক্সটার্নাল-১: No, It’s arbitrator. আচ্ছা বলুন অর্গানাইজেশন হেলথ-সেফটি কী?
আমি: স্যার, প্রতিষ্ঠানে ওয়ার্কারদের নিরাপত্তা এবং সুস্থতার বিষয়টি নিশ্চিত করা। যেকোনো দুর্ঘটনায় এবং অসুস্থতায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। রিস্কের পরিমাণ কমিয়ে আনা।
এক্সটার্নাল-১: অর্গানাইজেশনগুলো, এটা কীভাবে নিশ্চিত করে?
আমি: যথাযথ নীতিমালা প্রণয়ন, ওয়ার্কারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা রাখা, রিস্ক অ্যানালাইসিস করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ফার্স্ট এইডের ব্যবস্থা রাখার মধ্য দিয়ে।
এক্সটার্নাল-১: হেলথ অ্যান্ড সেফটির বিষয়টি কোথায় বলা আছে?
আমি: স্যার, ল্যাবার ল’এ।
এক্সটার্নাল-১: ল্যাবার কোড। ল্যাবার ল’ কত সালের?
আমি: (২০০৬ মাথায় আসছিল, ভুল হবে ভেবে সরি বলেছি)
এক্সটার্নাল-১: ওকে, আমার প্রশ্নও শেষ।
এক্সটার্নাল-২: What is outsourcing?
আমি: It is the process of contracting with external supplier to do a specific task for business or any organisation.
এক্সটার্নাল-২: কাঠ থেকে টেবিল বানানো হয়েছে, এটা কী ধরনের ইউটিলিটি?
আমি: সরি স্যার, এটা আমার জানা নেই।
এক্সটার্নাল-২: ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোর নাম বলেন?
আমি: সরি স্যার। এই মুহূর্তে মনে পড়ছে না।
চেয়ারম্যান: ঠিক আছে। ওকে ছেড়ে দিই এইবার।
আমি: সালাম দিয়ে কাগজপত্র নিয়ে বের হয়ে আসলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক পাস করেন আহাম্মদ জাফর। পড়াশোনা শেষে ৪৩তম বিসিএসে পরীক্ষায় অংশ নিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রশাসন ক্যাডার হিসেবে। মেধাক্রম ২১তম। নিজের বিসিএসের ভাইভা অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি।
আমি: (দরজা খুলে) আস্সালামু আলাইকুম, স্যার। আমি কি আসতে পারি?
চেয়ারম্যান: ওয়ালাইকুম আসসালাম, আসুন। আপনি জাফর আহাম্মদ। পড়াশোনা চট্টগ্রাম বিদ্যালয় থেকে। বাড়ি হাতিয়া। আচ্ছা, বসুন।
আমি: জি স্যার, ধন্যবাদ।
চেয়ারম্যান: আপনাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয়? এত বেশি মারামারি কেন হয়?
আমি: স্যার, কিছু সীমাবদ্ধতা থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ভালো হয়, আর মারামারির মূল কারণ হলো গ্রুপিং।
চেয়ারম্যান: আপনি হলে ছিলেন?
আমি: না, স্যার।
চেয়ারম্যান: তাহলে আপনি মারামারির আসল কারণ জানবেন না। এখন কী করছেন? কোথাও জব করেন?
আমি: জি স্যার, জব করি।
চেয়ারম্যান: এনওসি কই আপনার?
আমি: স্যার, আবেদন করেছিলাম, কিন্তু এখনো হাতে পাইনি।
চেয়ারম্যান: ফরওয়ার্ডিং কই?
আমি: দুঃখিত স্যার, এনওসি পাইনি। তাই ফরওয়ার্ডিং আনা হয়নি।
চেয়ারম্যান: তাহলে আপনি আমাদের জবের কথা কেন বলতে গেলেন? আপনি জবের কথা না বললে তো আমরা জানতাম না, আপনি জব করেন।
আমি: সরি, স্যার।
চেয়ারম্যান: হাতিয়া একটি দ্বীপ, মাতারবাড়ীও একটি দ্বীপ। মাতারবাড়ীতে সরকারের কয়েকটা প্রকল্পের নাম বলুন।
আমি: স্যার, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র।
চেয়ারম্যান: গভীর সমুদ্রবন্দর বলা হয় কেন?
আমি: স্যার, এখানে বন্দরের গভীরতা অনেক বেশি। তাই বড় বড় জাহাজ সহজে ভিড়তে পারে। পানির অনেক নিচ অবধি জাহাজ ডুবে থাকতে পারে। এর জন্য গভীর সমুদ্রবন্দর বলা হয়।
চেয়ারম্যান: বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন হয় কত তারিখে?
আমি: স্যার, ২৮ অক্টোবর।
চেয়ারম্যান: টানেলটি করতে কোন দেশ সহযোগিতা করেছে?
আমি: (হঠাৎ মাথা কাজ করছিল না। চীন/জাপান নিয়ে কনফিউজড হয়ে গিয়েছিলাম)
চেয়ারম্যান: কনফিউজড আপনি? চিটাগং থাকেন এইটা পারা উচিত ছিল আপনার। আচ্ছা EPZ কী?
আমি: স্যার, Export processing Zone.
চেয়ারম্যান: বাংলাদেশে কয়টা EPZ আছে?
আমি: মোট ১০টি। এর মধ্যে সরকারি ৮টি, বেসরকারি ২টি।
চেয়ারম্যান: চট্টগ্রামে যেগুলো আছে, সেগুলোর নাম বলুন।
আমি: কর্ণফুলী ইপিজেড, কেইপিজেড।
চেয়ারম্যান: কেইপিজেড কোথায়?
আমি: আনোয়ারাতে, স্যার।
চেয়ারম্যান: গিয়েছেন এটাই? এটা কোন দেশ করেছে?
আমি: না স্যার, যাওয়া হয়নি। এটি কোরিয়ান।
চেয়ারম্যান: আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোন প্রজেক্ট আপনার সবচেয়ে ভালো লেগেছে?
আমি: স্যার, পদ্মা সেতু। কারণ, অনেক ষড়যন্ত্রের মোকাবিলা করেও বিশ্ববাসীকে আমরা আমাদের সক্ষমতার প্রমাণ দিয়েছি এই প্রকল্পের মাধ্যমে।
চেয়ারম্যান: গুড। পদ্মা সেতুর অবদান বলুন তো?
আমি: দক্ষিণবঙ্গে আমূল পরিবর্তন এনেছে। যোগাযোগব্যবস্থা, দারিদ্র্য দূরীকরণ, শিল্পায়ন, কৃষি ক্ষেত্রে অগ্রগতি। সর্বোপরি ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি আমাদের জাতীয় জিডিপিতেও অবদান রাখছে।
চেয়ারম্যান: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
আমি: ১৯ দশমিক সামথিং কিলোমিটার। দশমিকের পরের ফিগার আমার এক্স্যাক্ট মনে নাই, স্যার।
চেয়ারম্যান: আচ্ছা, আর কোথাও আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে?
আমি: হ্যাঁ স্যার, চট্টগ্রামে আছে।
চেয়ারম্যান: চট্টগ্রামের-টার দৈর্ঘ্য কত?
আমি: দুঃখিত স্যার। আমার জানা নেই।
চেয়ারম্যান: জাইকার কয়েকটা প্রকল্প বলেন?
আমি: স্যার, এই মুহূর্তে আমার মেট্রোরেলের কথা মনে পড়ছে শুধু।
চেয়ারম্যান: যুদ্ধের পর কোন দেশ আমাদের সাহায্য করেছে বেশি?
আমি: জাপান।
চেয়ারম্যান: ঠিক আছে। ওরা তো আমাদের বন্ধু, স্পেসিফিক আর কোন দেশ?
আমি: স্যার, ভারত।
চেয়ারম্যান: না যুক্তরাষ্ট্র। আচ্ছা বাংলাদেশ রপ্তানি কোন দেশে বেশি করে।
আমি: স্যার, যুক্তরাষ্ট্রে।
চেয়ারম্যান: আর কোন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে?
আমি: ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশের সঙ্গেই রয়েছে।
চেয়ারম্যান: ইউনেসকো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতটি?
আমি: সরি স্যার। সঠিক সংখ্যাটি ঠিক মনে নাই।
চেয়ারম্যান: ওকে, আমার প্রশ্ন শেষ। আপনারা করুন প্রশ্ন।
এক্সটার্নাল-১: চেয়ারম্যান স্যার যেহেতু EPZ নিয়ে প্রশ্ন করেছেন, আমি একটু ওই রিলেটেড প্রশ্নই করি।
এক্সটার্নাল-১: What is industrial relation, industrial dispute?
আমি: Sir, industrial relations indicates relationship among all parties (employees, employers) in an organisations and industrial dispute means conflict among those parties.
এক্সটার্নাল-১: What is CBA?
আমি: Collective Bargaining Agent.
এক্সটার্নাল-১: CBA এর কাজ কী?
আমি: ডিস্পুট সেটেলমেন্টে কাজ করে। রিলেশনশিপ মেনটেইন করে। সব পক্ষের ইন্টারেস্ট সংরক্ষণ করে থাকে।
এক্সটার্নাল-১: CBA and labour coart এর মাঝের পার্টি কে?
আমি: Sir, mediator.
এক্সটার্নাল-১: No, It’s arbitrator. আচ্ছা বলুন অর্গানাইজেশন হেলথ-সেফটি কী?
আমি: স্যার, প্রতিষ্ঠানে ওয়ার্কারদের নিরাপত্তা এবং সুস্থতার বিষয়টি নিশ্চিত করা। যেকোনো দুর্ঘটনায় এবং অসুস্থতায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। রিস্কের পরিমাণ কমিয়ে আনা।
এক্সটার্নাল-১: অর্গানাইজেশনগুলো, এটা কীভাবে নিশ্চিত করে?
আমি: যথাযথ নীতিমালা প্রণয়ন, ওয়ার্কারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা রাখা, রিস্ক অ্যানালাইসিস করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ফার্স্ট এইডের ব্যবস্থা রাখার মধ্য দিয়ে।
এক্সটার্নাল-১: হেলথ অ্যান্ড সেফটির বিষয়টি কোথায় বলা আছে?
আমি: স্যার, ল্যাবার ল’এ।
এক্সটার্নাল-১: ল্যাবার কোড। ল্যাবার ল’ কত সালের?
আমি: (২০০৬ মাথায় আসছিল, ভুল হবে ভেবে সরি বলেছি)
এক্সটার্নাল-১: ওকে, আমার প্রশ্নও শেষ।
এক্সটার্নাল-২: What is outsourcing?
আমি: It is the process of contracting with external supplier to do a specific task for business or any organisation.
এক্সটার্নাল-২: কাঠ থেকে টেবিল বানানো হয়েছে, এটা কী ধরনের ইউটিলিটি?
আমি: সরি স্যার, এটা আমার জানা নেই।
এক্সটার্নাল-২: ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোর নাম বলেন?
আমি: সরি স্যার। এই মুহূর্তে মনে পড়ছে না।
চেয়ারম্যান: ঠিক আছে। ওকে ছেড়ে দিই এইবার।
আমি: সালাম দিয়ে কাগজপত্র নিয়ে বের হয়ে আসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৮৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর ২০২৪।
১ দিন আগেসাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাসপাতালটিতে ইমারজেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৯ ধরনের পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
১ দিন আগেবাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র)-২০২৫ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেবাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৪ ধরনের পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।
১ দিন আগে