জনবল নেবে ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ১৩: ১৯

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে ৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় জনবল নিয়োগ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নিয়োগের মেয়াদ হবে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। 

১। উপ প্রকল্প পরিচালক
পদসংখ্যা: ২ 
গ্রেড: ৬ 
বেতনস্কেল: ৫৬,৫২৫ টাকা
বয়সসীমা: ৪০ বছর

২। সহকারী প্রকল্প পরিচালক
পদসংখ্যা: ৬৭ 
গ্রেড: ৯ 
বেতনস্কেল: ৩৫,৬০০ / ৩৩, ৪০০ / ৩২,৩০০ টাকা
বয়সসীমা: ৩০ বছর

৩। সহকারী প্রকল্প পরিচালক (আইসিটি) 
পদসংখ্যা: ১ 
গ্রেড: ৯ 
বেতনস্কেল: ৩৫,৬০০ টাকা
বয়সসীমা: ৩০ বছর। 

৪। মাস্টার ট্রেইনার কাম ফ্যাসিলিটেটর
পদসংখ্যা: ৮ 
গ্রেড: ১০ 
বেতনস্কেল: ২৭,১০০ / ২৫, ৫০০ টাকা
বয়সসীমা: ৩০ বছর। 

আবেদন ফি: পদভেদে ৫০০-৬০০ টাকা

বয়স সংক্রান্ত শর্তাবলি-
বয়স ২৫.০৩. ২০২০ তারিখ হতে গণনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ২৫.০৩. ২০২০ তারিখে ০৯ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ৪০ এবং ২-৪ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা ও পুত্রকন্যার পুত্র/কন্যা এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

আবেদনের নিয়মঃ 
১. জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফরমে সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ বরাবরে আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট (www.hindutrust.gov.bd) থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

২. আবেদনপত্র আগামী ৩০ নভেম্বরের মধ্যে মধ্যে অফিস চলাকালীন প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্প, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,১ /ভাই, পরিবাগ, শাহবাগ, ঢাকা-১০০০ ঠিকানায় জিইপি/রেজিস্ট্রি ডাকযোগে অবশ্যই পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

৩. বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে ১-৩ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ৬০০ /- (ছয়শত) টাকা এবং ০৪ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫০০ /- (পাঁচশত) টাকা ১-৩৫০১-০০০১-২০৩১ নং কোডে অথবা ০৭ ডিজিটের নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬’ এ অটোমেটেড চালানে জমা করতে হবে। চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

৪. অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনে বর্ণিত তথ্যের স্বপক্ষে সকল প্রকার মূল সনদপত্র (অভিজ্ঞতার মূল সনদসহ) মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। 

৫. আবেদন ফরমে বর্ণিত পরিমাপের সদ্য তোলা ০২ (দুই) কপি ছবি এবং আবেদনকারীর বর্তমান পত্র যোগাযোগের ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ ৪.৫ × ৯. ৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। 

৬. নির্ধারিত ফরম ব্যতিত অথবা ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। 

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে (www.hindutrust.gov.bd) পরীক্ষার তারিখ, সময় ও স্থান সম্পর্কে জানানো হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত