স্বাক্ষর ভিন্ন হলে

গাজী মিজানুর রহমান
প্রকাশ : ২৬ মে ২০২২, ০৮: ০৬
আপডেট : ২৬ মে ২০২২, ১৬: ৩৩

অনেক চাকরিপ্রার্থী দ্বিধাদ্বন্দ্বে কিংবা দুশ্চিন্তায় ভোগেন যে জাতীয় পরিচয়পত্র আর বিসিএসের বা অন্য কোনো সরকারি চাকরির আবেদনের স্বাক্ষর ভিন্ন হলে কি সমস্যা হবে? বিসিএসের আবেদনের সময় বা সরকারি চাকরির আবেদনের সময় কি প্যাঁচানো স্বাক্ষর দিতে হয়?

আশা করি, এ-সংক্রান্ত সব সমস্যার সমাধান খুঁজে পাবেন আজকের এ লেখায়।

  • NID আর বিসিএস স্বাক্ষর এক হওয়া লাগে না। আমার NID ও বিসিএস স্বাক্ষর ভিন্ন। 
  • পরীক্ষার খাতায় যেকোনোভাবে স্বাক্ষর দিতে পারেন। প্যাঁচানো স্বাক্ষর লাগে না। যেমন আমি শুধু নাম দিয়েছিলাম। তবে যে স্বাক্ষর দিয়ে আবেদন করবেন তা জয়েনিংয়ের আগ পর্যন্ত সবখানে একই রকম হতে হবে। 
  • আপনি ক্যাডার হওয়ার পর যে দিন জয়েন করবেন, জয়েনিংয়ের সময় যে স্বাক্ষর, যার ওপর আপনার বস সত্যায়িত করে দেবেন, সেটাই হবে বিসিএস ক্যাডার স্বাক্ষর; যা ক্যাডার হিসেবে সারা জীবন দিতে হবে। সেটা নতুন স্বাক্ষর হতে পারে বা আপনার আবেদনের মতো দিতে পারেন বা NID-এর মতো দিতে পারেন। সেটা আপনার ইচ্ছে। 

এবার আমার বিষয়টি শেয়ার করছি

  • আমার NID-এর স্বাক্ষর এক রকম
  • আবেদনের স্বাক্ষর এক রকম (শুধু নাম দিয়েছিলাম) 
  • বিসিএস ক্যাডার হিসেবে আরেক রকম স্বাক্ষর (যা অনেক প্যাঁচানো, জয়েনিংয়ের দিন দিয়েছিলাম, এখন ক্যাডার হিসেবে স্বাক্ষর করলে সবখানে অফিশিয়ালি এটাই দিই এবং এটাই দিতে হয়)।

আশা করি বুঝতে পেরেছেন। অতএব এসব ছোট বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এ নিয়ে চিন্তা করে পড়ার ক্ষতি করে লাভ কী? মনে রাখবেন, পড়াশোনা করে চাকরি হয়ে গেলে এসব ছোটখাটো বিষয় আর চাকরিটা আটকিয়ে রাখবে না। চাকরি পাওয়াটাই মূল বিষয়। তাই বলি, সব দুশ্চিন্তা বাদ দিয়ে পড়ুন, ক্যারিয়ার হয়ে গেলে দেখবেন সব সমস্যার সমাধান নিমেষেই হয়ে যাচ্ছে।

গাজী মিজানুর রহমান, ৩৫তম বিসিএস ক্যাডার

ক্যারিয়ার টিপস সম্পর্কিত খবর পড়ুন:

  • বিসিএস সম্পর্কিত সর্বশেষ জানতে- এখানে ক্লিক করুন

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত