বিসিএস পরামর্শ: ইংরেজি বিষয়ের লিখিত প্রস্তুতি

মানসূরা আক্তার মৌ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০: ০৯
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০: ১৭

বিসিএস লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেতে ইংরেজি বিষয়টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০০ নম্বরের মধ্যে ১৪০ নম্বর যেন তোলা যায় এমন একটা প্রস্তুতি নিতে হবে। নিজের প্রস্তুতির ক্ষেত্রে যেসব বিষয় গুরুত্ব দিয়েছিলেন সেগুলো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেছেন ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) মানসূরা আক্তার মৌ। 

  • ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রথমে আপনার সময়টাকে বণ্টন করে নিতে হবে। অর্থাৎ কোন অংশ কোন সময়ের মধ্যে শেষ করবেন। যেমনঃ Essay-এর জন্য আপনারা ১ ঘণ্টা সময় বরাদ্দ রাখবেন। Thematic অংশের জন্য ৪০ বা ৫০ মিনিট রাখবেন। এভাবে আপনার সুবিধামতো সম্পূর্ণ প্রশ্নের জন্য সময় বিভাজন করে রাখবেন। বিভাজিত সময়ের মধ্যেই আপনার প্রশ্নের উত্তর শেষ করবেন।
  • প্রশ্নপত্র হাতে পেয়েই মূল প্যাসেজ পড়তে শুরু করবেন না। বরং ১ থেকে ৬ পর্যন্ত প্রশ্নটা একবার চোখ বোলাবেন। এরপর মূল প্যাসেজ পড়ার সময় যে শব্দগুলো প্রশ্নে পেয়েছেন তা পেনসিল দিয়ে হালকা দাগ দিয়ে রাখবেন। তাহলে প্রশ্নোত্তর করতে সহজ হবে।
  • সামারি প্যাসেজের এক-তৃতীয়াংশ করবেন। হুবহু প্যাসেজের লাইন তুলবেন না। বরং ওয়ার্ড এবং বাক্যের স্ট্রাকচার পরিবর্তন করে লিখবেন।
  • লেটার টু এডিটোরিয়ালের জন্য সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করে রাখবেন
  • অনুবাদের ক্ষেত্রে প্যাসেজ খুব ভালো করে কয়েকবার পড়তে হবে। বড় আকৃতির বাক্যকে ছোট ছোট ভাগ করে অনুবাদ করা বেশ সহজ হয়।
  •  অনুবাদে অনেক অচেনা এবং অজানা শব্দ এলেও ভাবানুবাদ করে উত্তর করতে হবে। আর চর্চার কোনো বিকল্প নাই। তাই বিগত সালের বিসিএস এবং ব্যাংকের সব প্রশ্ন সমাধান করতে পারেন।
  • Subject, Verb, Tense এবং Voice Change-এর ভালো ধারণা থাকলে ট্রান্সলেশন করা অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যায়।
  • গ্রামাটিকাল পার্টে ভালো করার জন্য Parts of Speech, Changing Sentence ভালোভাবে জানতে হবে। এ ক্ষেত্রে মিরাকল পাবলিকেশন থেকে বের হওয়া Applied Grammar বইয়ের ৯৯ রুলস খুব কাজে দিয়েছে।
  • রচনা বা Essay-এর ক্ষেত্রে অবশ্যই রিলেভেন্ট ইশুর একটা কোটেশন দিয়ে শুরু করতে হবে। আর এ জন্য পজিটিভ এবং নেগেটিভ কিছু কোটেশন মুখস্থ রাখবেন। রচনা আনকমন হলেও একটা স্বাভাবিক ফ্রেম নিজে তৈরি করবেন, তাতে যেই রচনাই আসুক না কেন আপনি যেন উত্তর করতে পারেন।
  • সর্বোপরি মাথা ঠান্ডা রেখে উত্তর দেবেন। কালো এবং নীল কালি ব্যবহার করবেন। সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কাটাকাটি করবেন না। ভুল হলে এক টানে কেটে দেবেন। 

অনুলিখন: মোছা. জেলি খাতুন

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত