Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-১৪

গাজী মিজানুর রহমান
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১০: ৪৪
প্রাথমিক শিক্ষক নিয়োগ  বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-১৪

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। 
আজ বাংলা বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১। কোন শব্দের পুরুষবাচক হয় না?
    ক) কবিরাজ    খ) সবধা
    গ) পাখি    ঘ) ঢাকী

২। ‘বাগাড়ম্বর’-এর সন্ধি বিচ্ছেদ কী? 
    ক) বাক্+অড়ম্বর
    খ) বাগ্+আরাম্বড়
    গ) বাক্+আড়ম্বর

৩। কোনটি শুদ্ধ বাক্য? 
    ক) তুমি কি ঢাকা যাবে? 
    খ) তুমি কী ঢাকা যাবে? 
    গ) তোমারা কী ঢাকা যাবে? 
    ঘ) তোমার কি ঢাকায় যাবে?

৪। কেন বাক্যটি অশুদ্ধ? 
    ক) আপনি সপরিবারে আমন্ত্রিত। 
    খ) আপনি স্বপরিবারে আমন্ত্রিত। 
    গ) ছেলেটি অতন্ত্য মেধাবী। 
    ঘ) ছেলেটি ভয়ংকর মেধাবী।

৫। কোনটা শুদ্ধ? 
    ক) সংবাদ সম্মেলন
    খ) সাংবাদিক সম্মেলন
    গ) ছেলেটা ভয়ানক মেধাবী    
    ঘ) আমি আপমান হয়েছি

৬। কোনটি স্ত্রী বাচক?
    ক) কবিনী    খ) এঁড়ে বাছুর
    গ) মহিলা কবি    ঘ) ডাক্তারনি

৭। ‘বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’—বাক্যটির শুদ্ধ রূপ কী? 
    ক) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। 
    খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। 
    গ) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
    ঘ) বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

৮। ‘লবণ’-এর সন্ধি বিচ্ছেদ
    ক) ল+বন    খ) লো+বণ
    গ) লো+অন    ঘ) লো+আন

৯। ‘রশ্মি’র সমার্থক শব্দ কোনটি? 
    ক) ক্ষণদা    খ) ময়ূখ
    গ) শর্বরি    ঘ) দিনমণি

১০। ‘সরিৎ’-এর প্রতিশব্দ কী? 
    ক) মহীধ্র    খ) তোয়
    গ) পয়স্বিনী    ঘ) নগ

১১। ‘অটবি’র প্রতিশব্দ কোনটি? 
    ক) কুঞ্জ    খ) হয়
    গ) ঢেউ    ঘ) শৈল

১২। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? 
    ক) ৭ খ) ৮ গ) ৪    ঘ) ৩

 ১৩। সন্ধি কয় প্রকার? 
    ক) তিন প্রকার    খ) দুই প্রকার
    গ) চার প্রকার    ঘ) ছয় প্রকার

১৪। গবাক্ষ-এর সন্ধি বিচ্ছেদ কী? 
    ক) গো+আক্ষ    খ) গবা+ক্ষ
    গ) গো+অক্ষ    ঘ) গৌ+অক্ষ

১৫। ‘বাড়ি থেকে নদী দেখা যায়,’ এখানে ‘বাড়ি থেকে’ কোন কারক? 
    ক) করণ কারক খ) অপাদান কারক
    গ) অধিকরণ কারক ঘ) কর্মকারক

১৬। ‘বর্ধমান’-এর বিপরীত শব্দ কোনটি? 
    ক) বর্তমান    খ) ক্ষীয়মাণ
    গ) খীয়মাণ    ঘ) ক্ষীয়মান

১৭। ‘বিষাদ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? 
    ক) দুঃখ    খ) কষ্ট
    গ) আনন্দ    ঘ) অনন্দ

১৮। প্রভু শব্দের বিপরীত শব্দ কী? 
    ক) ভৃত্য    খ) প্রভু
    গ) ভুত    ঘ) ভূত্য

১৯। ‘ঞ্জ’ যুক্তবর্ণ সঠিক কোনটি? 
    ক) জ্+গ    খ) ঞ্+জ
    গ) ঙ্+গ    ঘ) জ্+ঞ

২০। নিচের কোনটি সঠিক?    
    ক) আর্ধাঙ্গী    খ) অর্ধাঙ্গীনী
    গ) অর্ধাঙ্গী    ঘ) আর্ধাঙ্গ

উত্তরমালা-১৪: ১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. গ     ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. ক     ১৯. খ ২০. গ।

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনাসহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনে নীতিগত সিদ্ধান্ত, অধ্যাদেশ চূড়ান্তের অপেক্ষা

২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট জারি

হঠাৎ বেশ কটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ডাউন, যা জানা গেল

এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

কর্মী নেবে আকিজ গ্রুপ, নিয়োগ ঢাকায়

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে অ্যাসোসিয়েট সফটওয়্যার ডেভেলপার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসোসিয়েট সফটওয়্যার ডেভেলপার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্সে বিএসসি।

অন্যান্য যোগ্যতা: সফটওয়্যার প্রোগ্রাম তৈরিতে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ২–৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২৫–৩০ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনাসহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনে নীতিগত সিদ্ধান্ত, অধ্যাদেশ চূড়ান্তের অপেক্ষা

২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট জারি

হঠাৎ বেশ কটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ডাউন, যা জানা গেল

এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পাবলিক রিলেশনস অফিসার পদে চাকরি দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। প্রতিষ্ঠানটিতে ‘পাবলিক রিলেশনস অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৩ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: পাবলিক রিলেশনস অফিসার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

দক্ষতা: মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো ইত্যাদির মতোডিজাইন সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

কর্মস্থল: ঢাকা।

কর্মক্ষেত্র: অফিসে।

বেতন: ৩০,০০০-৪০,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনাসহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনে নীতিগত সিদ্ধান্ত, অধ্যাদেশ চূড়ান্তের অপেক্ষা

২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট জারি

হঠাৎ বেশ কটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ডাউন, যা জানা গেল

এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আট জেলায় নিয়োগ দেবে ব্র্যাক এন্টারপ্রাইজ, এসএসসি পাসে আবেদন

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। একাধিক জেলায় প্রতিষ্ঠানটির ল্যাব অ্যাসিসটেন্ট (আড়ং ডেইরি) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল ১৭ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ল্যাব অ্যাসিসটেন্ট (আড়ং ডেইরি)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে।

কাজের ধরন: খামারীদের নিকট হতে দুধের নমুনা গ্রহণ করে পরীক্ষা করা, গুনগত মাণ নিশ্চিত করণের মাধ্যমে দুধ ওজন ও সংগ্রহ করা, দুধের ক্যান, মিল্ক ট্যাংক ও চিলিং সেন্টার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদাহ, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ।

বেতন: ১৪,৪৪৫ টাকা।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব ভাতা, ও প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৪ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনাসহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনে নীতিগত সিদ্ধান্ত, অধ্যাদেশ চূড়ান্তের অপেক্ষা

২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট জারি

হঠাৎ বেশ কটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ডাউন, যা জানা গেল

এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অগ্রণী ব্যাংক চাকরির সুযোগ, ৫৫ বছরেও করা যাবে আবেদন

চাকরি ডেস্ক 
অগ্রণী ব্যাংক চাকরির সুযোগ, ৫৫ বছরেও করা যাবে আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে উপমহাব্যবস্থাপক পদমর্যাদার একটি পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। গত ১৬ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: চিফ সিকিউরিটি অফিসার, (উপমহাব্যবস্থাপক পদমর্যাদায়)।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর অথবা সমপদমর্যাদা সম্পন্ন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

বয়সসীমা: ৪ ডিসেম্বরের মধ্যে বয়সসীমা সর্বোচ্চ ৫৫ বছরে মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এসএসসি/সমতুল্য পরীক্ষায় মূল সার্টিফিকেটের সত্যায়িত কপি (সাময়িক সার্টিফিকেট, এডমিট কার্ড, টেষ্টিমোনিয়াল বা এফিডেভিট এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না)।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২ বছর)।

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠানোর পাশাপাশি ই-মেইলেও আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ; অভিজ্ঞতাসংক্রান্ত প্রত্যয়নপত্র ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘মহাব্যবস্থাপক, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৯/ডি, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা’। ডাকযোগে আবেদনপত্র পাঠানোর পর সঙ্গে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র স্ক্যান করে সফট কপি ঠিকানায় ই-মেইলে অবশ্যই পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনাসহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনে নীতিগত সিদ্ধান্ত, অধ্যাদেশ চূড়ান্তের অপেক্ষা

২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট জারি

হঠাৎ বেশ কটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ডাউন, যা জানা গেল

এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত