Ajker Patrika

বিসিএস পরামর্শ: বাংলা ও গণিতে ভালো করতে চাইলে

মানসূরা আক্তার মৌ
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১০: ০৭
বিসিএস পরামর্শ: বাংলা ও গণিতে ভালো করতে চাইলে

বাংলা বিষয়ে যত বেশি সাহিত্য সুসজ্জিত করতে পারবেন ততটই বেশি নম্বর পাবেন। গণিতের ক্ষেত্রে যাঁরা পারদর্শী তাঁদের জন্য সবচেয়ে সহজ আর নম্বর ওঠানোর ট্রাম্প কার্ড এই গণিত। আজ থাকছে বাংলা ও গণিতের ওপর পরামর্শ।
 
বাংলা বিষয় প্রস্তুতি প্রসঙ্গে

  • বাংলায় দুটি বিষয় খুব লক্ষ রাখতে হবে। সাহিত্যিক ভাষা আর সময়। ৯টা টপিকের জন্য সময় ভাগ করে নেবেন। আর সাহিত্যের ভাষা? এটা যত পড়বেন ততই রপ্ত করবেন।
  • বাংলা প্রথম পত্রে নম্বর ওঠানো দ্বিতীয় পত্রের চেয়ে তুলনামূলক সহজ। কারণ, ব্যাকরণ আর সাহিত্য অংশের ৬০ মার্ক এখানে। ব্যাকরণ ভালো করার জন্য বিগত সালের সব প্রশ্ন, বানান, বাগধারা খুব ভালো করে পড়তে হবে। সবচেয়ে ভালো হয়, এগুলো লিখে লিখে এবং সময় ধরে প্রস্তুতি নেওয়া।
  • সাহিত্য অংশ ভালো করার জন্য পিএসসি কর্তৃক যে নির্ধারিত সাহিত্যিক আছেন তাঁদের সাহিত্যকর্ম থেকে শুরু করে উল্লেখযোগ্য সাহিত্যের উপজীব্য বিষয় পড়া। এ ক্ষেত্রে যেকোনো একটা রিটেনের গাইড অনুসরণ করলে ভালো হয়।
  •  ভাবসম্প্রসারণ ও সারমর্ম সহজ বলে আমরা চর্চা করি না। কিন্তু মডেল টেস্টের মতো এগুলো সময়মতো চর্চা করতে হবে। এদের কাঠামো দেখার জন্য রিটেনের যেকোনো বই কিংবা হায়াৎ মাহমুদের বই পড়া যেতে পারে।
  • বাংলায় অনুবাদ আক্ষরিক নয় বরং সম্পূর্ণটাই ভাবানুবাদ করতে হবে। সহজ, সুন্দর ও সাবলীল ভাষায় অনুবাদ হলে ভালো হয়।
  • সংলাপের প্রশ্নগুলো যেন মানসম্মত হয় সেদিকে নজর রাখতে হবে।
  • গ্রন্থ সমালোচনা কমন পড়ুক বা না পড়ুক একটা কাঠামো মুখস্থ রাখবেন। কিছু সংজ্ঞা উদ্ধৃতি মুখস্থ রেখে প্রয়োজনমাফিক ব্যবহার করবেন।
  • রচনা অবশ্যই একটা কোটেশন দিয়ে শুরু করবেন। মুক্তিযুদ্ধ, নারী এবং উন্নয়ন এই বিষয়গুলো রচনার সাজেশনে রাখবেন। 

গণিত বিষয় প্রস্তুতি প্রসঙ্গে
বিসিএসের সবচেয়ে কঠিন ধাপ গণিত। যেহেতু গণিতকে নম্বর পাওয়ার ট্রাম্পকার্ড হিসেবে ধরা যায়, তাই প্রস্তুতিতে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। 

  • প্রথমেই বিগত বিসিএস বিশেষ করে ৩৫-৪৩-এর প্রশ্নাবলি সমাধান করতে হবে।
  • সিলেবাস অনুযায়ী বোর্ড বইয়ের অধ্যায়গুলো সমাধান করবেন।
  • জ্যামিতির জন্য বিশেষ করে উপপাদ্য সাধারণ গণিত বই থেকে বেশ কমন পড়ে। জ্যামিতি এবং ত্রিকোণমিতির জন্য দেবব্রত চাকরির গাইড ফলো করতে পারেন। ওনার বইয়ের সমাধান আমার কাছে বেশ সহজ লাগত এরপর যেকোনো একটা বিসিএসের লিখিত বই সমাধান করবেন।
  • গণিত, সবচেয়ে ভালো হয় সকালে ঘুম থেকে উঠে প্র্যাকটিস করা। আর প্র্যাকটিসকৃত সেই অংশ রাতে ঘুমানোর আগে চোখ বোলালে তা ব্রেনে খুব ভালোভাবে গেঁথে যায়।
  • গণিত একটা চর্চার বিষয়। এ ক্ষেত্রে মনোযোগ, প্রতিজ্ঞা আর অনেক অনেক প্র্যাকটিস বিশেষ ভূমিকা পালন করে। যেহেতু গণিতে ইন্টারমিডিয়েটের ম্যাথ যেমন: বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা যা আমরা ইন্টারে করেছি সেগুলো যুক্ত করেছে।
  • তাই নন-সায়েন্সের স্টুডেন্টদের একটু বেশি-ই সময় দিতে হবে।
  • মেন্টাল এবিলিটির জন্য প্রিলিমিনারি এবং লিখিত দুটোর প্রশ্নই সমাধান করতে হবে।
  • সর্বশেষ সিলেবাস অনুযায়ী মেন্টাল এবিলিটির জন্য ওরাকল/এসিওরেন্স গাইড সমাধান করতে পারেন।

অনুলিখন: জেলি খাতুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

পাগল বেশে মেয়েদের উত্ত্যক্তকারী সেই তরুণ গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত