প্রিয়া দাশ শান্তা
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৮ অক্টোবর। এবার বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) পদে ২২৫ জন নেওয়া হবে।
দেশের চাকরির বাজারে অন্যতম আকর্ষণীয় চাকরি হলো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদ। প্রতিবছর বিপুলসংখ্যক পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। যাঁরা স্মার্ট এবং কৌশলী প্রস্তুতি গ্রহণ করেন কেবল তাঁরাই তুমুল প্রতিযোগিতায় টিকে থাকেন। স্বচ্ছ ও দিকনির্দেশনা এবং প্রস্তুতির অভাবে এই আকাঙ্ক্ষিত চাকরি অনেকের কাছেই অধরা থেকে যায়। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষা তিনটি পর্যায়ে হয়ে থাকে—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক। ১ ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের হয়ে থাকে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি এই ৫টি বিষয়ে পরীক্ষা হয়। ১ ঘণ্টা সময়ের মধ্যে ৮০-১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়।
এটি মূলত একটি বাছাই-প্রক্রিয়া, যেখানে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর মধ্য থেকে অল্পসংখ্যক লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। তাই প্রথম ধাপ অতিক্রম করা বেশ চ্যালেঞ্জিং এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণও।
বাংলা: সাধারণত বাংলায় ১৫-২০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। এ ক্ষেত্রে ব্যাকরণ ও বিরচন অংশ থেকে বেশির ভাগ প্রশ্ন হয়ে থাকে। তা ছাড়া সাহিত্য অংশ থেকেও অনেক সময় প্রশ্ন আসতে পারে। বর্ণ, ধ্বনি প্রকরণ, পদ প্রকরণ, শব্দতত্ত্ব, সমাস, কারক, বাক্য, বানান ও বাক্য শুদ্ধি, প্রয়োগ-অপপ্রয়োগ, বাগধারা, সন্ধি, সমার্থক শব্দ, প্রকৃতি প্রত্যয়, এক কথায় প্রকাশ ইত্যাদি বিষয় ভালোভাবে দেখতে হবে। সাহিত্যে প্রাচীন যুগ, মধ্য যুগ ও পিএসসি নির্ধারিত সাহিত্যিকদের সাহিত্যকর্ম, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে। ব্যাকরণের জন্য ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বইটি ভালোভাবে পড়তে হবে। তা ছাড়া বাজারে প্রাপ্ত অন্যান্য ব্যাকরণ বইও অনুসরণ করতে পারেন।
ইংরেজি: অনেকের মধ্যে ইংরেজি ভীতি দেখা যায়, তবে ব্যাংকের পরীক্ষার জন্য ইংরেজি ভীতি নয়, ইংরেজি প্রীতি আবশ্যক। তাই নিয়মিত সময় নিয়ে ইংরেজির অনুশীলন করতে হবে। ইংরেজিতে ২০-২৫ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। গ্রামার এবং ভোকাবুলারি মিলিয়ে প্রশ্ন হয়ে থাকে। ভোকাবুলারিতে one word substitution synonym, antonym, group verb, analogy থেকে প্রশ্ন আসে। ভোকাবুলারি অংশের জন্য word smart 1 & 2 বইটি বেশ সহায়ক, বুঝে বুঝে পড়লে বেশ কাজ দেয়। গ্রামার অংশের জন্য error detection, subject verb agreement, conditionals subjunctive, causative verb, parts of speech, parallel structure ভালোভাবে আয়ত্ত করতে হবে। cliffs toefl ও অন্যান্য বই থেকে গ্রামার অংশটি পড়তে পারেন।
গণিত: গণিত অনেকের কাছে দুর্বোধ্য। তবে ব্যাংকের প্রিলিমিনারি সফলতার সঙ্গে অতিক্রমের ট্রাম কার্ড হতে পারে গণিত। গণিত প্রশ্ন ইংরেজি ভাষায় হয়, তাই প্রশ্ন বোঝার জন্য পূর্ব অনুশীলন প্রয়োজন। গণিতে ২৫-৩০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। শতকরা, ঐকিক নিয়ম, সুদকষা, নৌকা ও স্রোত, চৌবাচ্চা, কাজ ও দূরত্ব মিশ্রণ, অনুপাত-সমানুপাত, মান নির্ণয় ইত্যাদি অধ্যায় বুঝে বুঝে করতে হবে। ইদানীং বিন্যাস সমাবেশ, সম্ভাবনা থেকেও প্রশ্ন আসে। তাই সম্ভব হলে এগুলোও দেখে যাওয়া ভালো। পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়াই অনেক অঙ্ক অল্প সময়ে সমাধান করতে হয়। তাই বাসায় নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার সময় দ্রুত সমাধান করতে পারবেন।
সাধারণ জ্ঞান: পরীক্ষায় মাত্র
১৫-২০ নম্বরের প্রশ্ন হলেও এ অংশের সিলেবাসটা বেশ বড়। সমসাময়িক ঘটনাপ্রবাহ জানা থাকা আবশ্যক। তা ছাড়া মুক্তিযুদ্ধ, সংবিধান, বাংলাদেশ ও ব্যাংকিং বিষয়াবলি ইত্যাদি থেকেও প্রশ্ন হয়। এ অংশে ভালো করতে হলে অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, ব্যাংকের কাজ, সংখ্যা, কেন্দ্রীয় ব্যাংক, পুরস্কার দিবস ও বর্ষ, মুদ্রা ইত্যাদি পড়তে হবে।
আইসিটি: ১০-১৫ নম্বরের এই অংশে ভালো করার জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির বইটি বেশ সহায়ক। হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট ও আউটপুট ডিভাইস, ভাইরাস ও আন্টি ভাইরাস, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ই-কমার্স, ইন্টারনেট, অপারেটিং সিস্টেম, আধুনিক প্রযুক্তি, শর্টকাট ইত্যাদি সম্পর্কে জানা থাকা আবশ্যক। অনেক সময় প্রশ্ন ইংরেজিতে হয়ে থাকে, সে ক্ষেত্রে টেকনিক্যাল টার্মগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে।
গুরুত্বপূর্ণ কিছু কথা
প্রিয়া দাশ শান্তা, সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৮ অক্টোবর। এবার বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) পদে ২২৫ জন নেওয়া হবে।
দেশের চাকরির বাজারে অন্যতম আকর্ষণীয় চাকরি হলো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদ। প্রতিবছর বিপুলসংখ্যক পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। যাঁরা স্মার্ট এবং কৌশলী প্রস্তুতি গ্রহণ করেন কেবল তাঁরাই তুমুল প্রতিযোগিতায় টিকে থাকেন। স্বচ্ছ ও দিকনির্দেশনা এবং প্রস্তুতির অভাবে এই আকাঙ্ক্ষিত চাকরি অনেকের কাছেই অধরা থেকে যায়। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষা তিনটি পর্যায়ে হয়ে থাকে—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক। ১ ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের হয়ে থাকে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি এই ৫টি বিষয়ে পরীক্ষা হয়। ১ ঘণ্টা সময়ের মধ্যে ৮০-১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়।
এটি মূলত একটি বাছাই-প্রক্রিয়া, যেখানে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর মধ্য থেকে অল্পসংখ্যক লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। তাই প্রথম ধাপ অতিক্রম করা বেশ চ্যালেঞ্জিং এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণও।
বাংলা: সাধারণত বাংলায় ১৫-২০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। এ ক্ষেত্রে ব্যাকরণ ও বিরচন অংশ থেকে বেশির ভাগ প্রশ্ন হয়ে থাকে। তা ছাড়া সাহিত্য অংশ থেকেও অনেক সময় প্রশ্ন আসতে পারে। বর্ণ, ধ্বনি প্রকরণ, পদ প্রকরণ, শব্দতত্ত্ব, সমাস, কারক, বাক্য, বানান ও বাক্য শুদ্ধি, প্রয়োগ-অপপ্রয়োগ, বাগধারা, সন্ধি, সমার্থক শব্দ, প্রকৃতি প্রত্যয়, এক কথায় প্রকাশ ইত্যাদি বিষয় ভালোভাবে দেখতে হবে। সাহিত্যে প্রাচীন যুগ, মধ্য যুগ ও পিএসসি নির্ধারিত সাহিত্যিকদের সাহিত্যকর্ম, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে। ব্যাকরণের জন্য ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বইটি ভালোভাবে পড়তে হবে। তা ছাড়া বাজারে প্রাপ্ত অন্যান্য ব্যাকরণ বইও অনুসরণ করতে পারেন।
ইংরেজি: অনেকের মধ্যে ইংরেজি ভীতি দেখা যায়, তবে ব্যাংকের পরীক্ষার জন্য ইংরেজি ভীতি নয়, ইংরেজি প্রীতি আবশ্যক। তাই নিয়মিত সময় নিয়ে ইংরেজির অনুশীলন করতে হবে। ইংরেজিতে ২০-২৫ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। গ্রামার এবং ভোকাবুলারি মিলিয়ে প্রশ্ন হয়ে থাকে। ভোকাবুলারিতে one word substitution synonym, antonym, group verb, analogy থেকে প্রশ্ন আসে। ভোকাবুলারি অংশের জন্য word smart 1 & 2 বইটি বেশ সহায়ক, বুঝে বুঝে পড়লে বেশ কাজ দেয়। গ্রামার অংশের জন্য error detection, subject verb agreement, conditionals subjunctive, causative verb, parts of speech, parallel structure ভালোভাবে আয়ত্ত করতে হবে। cliffs toefl ও অন্যান্য বই থেকে গ্রামার অংশটি পড়তে পারেন।
গণিত: গণিত অনেকের কাছে দুর্বোধ্য। তবে ব্যাংকের প্রিলিমিনারি সফলতার সঙ্গে অতিক্রমের ট্রাম কার্ড হতে পারে গণিত। গণিত প্রশ্ন ইংরেজি ভাষায় হয়, তাই প্রশ্ন বোঝার জন্য পূর্ব অনুশীলন প্রয়োজন। গণিতে ২৫-৩০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। শতকরা, ঐকিক নিয়ম, সুদকষা, নৌকা ও স্রোত, চৌবাচ্চা, কাজ ও দূরত্ব মিশ্রণ, অনুপাত-সমানুপাত, মান নির্ণয় ইত্যাদি অধ্যায় বুঝে বুঝে করতে হবে। ইদানীং বিন্যাস সমাবেশ, সম্ভাবনা থেকেও প্রশ্ন আসে। তাই সম্ভব হলে এগুলোও দেখে যাওয়া ভালো। পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়াই অনেক অঙ্ক অল্প সময়ে সমাধান করতে হয়। তাই বাসায় নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার সময় দ্রুত সমাধান করতে পারবেন।
সাধারণ জ্ঞান: পরীক্ষায় মাত্র
১৫-২০ নম্বরের প্রশ্ন হলেও এ অংশের সিলেবাসটা বেশ বড়। সমসাময়িক ঘটনাপ্রবাহ জানা থাকা আবশ্যক। তা ছাড়া মুক্তিযুদ্ধ, সংবিধান, বাংলাদেশ ও ব্যাংকিং বিষয়াবলি ইত্যাদি থেকেও প্রশ্ন হয়। এ অংশে ভালো করতে হলে অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, ব্যাংকের কাজ, সংখ্যা, কেন্দ্রীয় ব্যাংক, পুরস্কার দিবস ও বর্ষ, মুদ্রা ইত্যাদি পড়তে হবে।
আইসিটি: ১০-১৫ নম্বরের এই অংশে ভালো করার জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির বইটি বেশ সহায়ক। হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট ও আউটপুট ডিভাইস, ভাইরাস ও আন্টি ভাইরাস, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ই-কমার্স, ইন্টারনেট, অপারেটিং সিস্টেম, আধুনিক প্রযুক্তি, শর্টকাট ইত্যাদি সম্পর্কে জানা থাকা আবশ্যক। অনেক সময় প্রশ্ন ইংরেজিতে হয়ে থাকে, সে ক্ষেত্রে টেকনিক্যাল টার্মগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে।
গুরুত্বপূর্ণ কিছু কথা
প্রিয়া দাশ শান্তা, সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৮৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর ২০২৪।
১ দিন আগেসাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাসপাতালটিতে ইমারজেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৯ ধরনের পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
২ দিন আগেবাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র)-২০২৫ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগেবাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৪ ধরনের পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।
২ দিন আগে