সুগন্ধির সঠিক ব্যবহার

দিতি আহমেদ, ঢাকা
আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১১: ৩৩
Thumbnail image

যদি সে সুগন্ধি শিশি, তবে তাকে নিয়ে যাক অন্য প্রেমিক!
আতরের উষ্ণ ঘ্রাণে একটি মানুষ তবু ফিরে পাবে পুষ্পবোধ পুনঃ
কিছুক্ষণ শুভ্র এক স্নিগ্ধ গন্ধ স্বাস্থ্য ও প্রণয় দেবে তাঁকে। [...]
–কল্যাণ মাধুরী, আবুল হাসান

সুগন্ধি, পারফিউম যা–ই বলি না কেন, বস্তুটিকে নিয়ে আভিজাত্যের শেষ নেই। কোথায়, কীভাবে ব্যবহার করবেন, সেসব নিয়ে তৈরি হওয়া দর্শনেরও শেষ নেই। কিন্তু কিছু সাধারণ নিয়ম আছে, যেগুলো মেনে চললে দীর্ঘ সময় সুগন্ধ ধরে রাখা যায়। এ ছাড়া পারফিউমের ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাওয়া যায়।

কোথায় ব্যবহার করবেন

  • কবজি, কনুইয়ের ভেতরের অংশ, কলার বোন, হাঁটুর পেছনে, পায়ের গোড়ালি, নাভির কাছে, কানের পেছনে পারফিউম লাগালে সেই সুগন্ধ স্থায়ী হয়।
  • চুল পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে অনেকক্ষণ। চিরুনিতে পারফিউম স্প্রে করে এরপর সেই চিরুনি দিয়ে চুল আঁচড়ালে পারফিউমের সুগন্ধ স্থায়ী হয় এবং চুলের কোনো ক্ষতি হয় না।
  • সুগন্ধ দীর্ঘস্থায়ী করতে গলার দুপাশে পারফিউম লাগাতে পারেন।
  • বুকে পারফিউম সরাসরি স্প্রে না করে ইঞ্চি দশেক দূর থেকে স্প্রে করুন।

কীভাবে ব্যবহার করবেন

দূরত্ব বজায় রাখুন

পাঁচ থেকে সাত ইঞ্চি দূর থেকে শরীরে সুগন্ধি স্প্রে করুন। কখনোই কাছ থেকে স্প্রে করবেন না। 

স্নানের পর সুগন্ধি ব্যবহার 
স্নানের পর শরীরের লোমকূপগুলো খুলে যায়। তাই এ সময় সুগন্ধি ব্যবহার করুন। সুগন্ধ থাকবে অনেকক্ষণ। 

মডেল: লামিয়া, মেকআপ: পার্সোনা, স্টুডিও: ক্যানভাস, ছবি: সৈয়দ মাহামুদুর রহমানআগে ময়েশ্চারাইজার ব্যবহার 
সুগন্ধি ব্যবহারের আগে হাতে–পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক মসৃণ আর নরম থাকলে সুগন্ধি স্থায়ী হয়।

কাপড়ের ওপরে ব্যবহার নয়
কখনোই কাপড়ের ওপরে সুগন্ধি ব্যবহার করবেন না। কাপড়ের ওপরে সুগন্ধি ব্যবহার করলে বেশিক্ষণ স্থায়ী হয় না। এতে অনেক সময় কাপড়ের ওপরে দাগ বসে যায়। 

ব্যবহারের পর ঘষবেন না
সুগন্ধি ব্যবহারের পর কখনোই ঘষবেন না। সুগন্ধিকে নিজে নিজে শুকাতে দিন। এতে সুগন্ধ অনেকটাই কমে যায়। আঙুল দিয়ে পারফিউমের ভেজা অংশ ঘষারও মানে হয় না। 

পরিমাণে কম ব্যবহার করুন 
বেশি পরিমাণে পারফিউম ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর। সঠিক জায়গায় অল্প পরিমাণে ব্যবহার করুন। দরকার হলে চার-পাঁচ ঘণ্টা পরপরও কিছুটা পারফিউম দিয়ে নিতে পারেন।

রাত ও দিনের আলাদা সুগন্ধি 
কিছু কিছু পারফিউম আছে, যেগুলো নির্দিষ্টভাবে ব্যবহার করা হয় রাতের জন্য এবং কিছু আছে দিনের জন্য। দিনের বেলায় তুলনামূলক ভারী সুগন্ধিগুলো ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাতের বেলায় হালকা পারফিউম ব্যবহার করুন। কারণ, দিনের বেলায় অনেকটা সময় ধরে সুগন্ধের প্রয়োজন।

সূত্র: উইকি হাউ ও ডেইলি মেইল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত