অনলাইন ডেস্ক
শীতকাল মানেই চা, স্যুপ, আর মজাদার খাবার। তবে শীতের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো খাবার খুব দ্রুত ঠান্ডা হয়ে যাওয়া। আর ঠান্ডা খাবার বা কার-ই ভালো লাগে? একদমই নয়! খাবার গরম রাখতে না পারলে শীতের আনন্দটাই যেন মাটি হয়ে যায়। তবে চিন্তা নেই—খাবার গরম রাখার জন্য রয়েছে সহজ কিছু কৌশল। চলুন, দেখে নেওয়া যাক শীতেও খাবার গরম আর তাজা রাখার ৫টি কার্যকর উপায়।
ইনসুলেটেড কন্টেইনার
একটি ভালো মানের ইনসুলেটেড কন্টেইনার বা থার্মাল ফ্লাস্কে অর্থ ব্যয় করুন। এটি ঘণ্টার পর ঘণ্টা খাবার গরম রাখতে সাহায্য করবে। আরও চমৎকার ফলাফলের জন্য কন্টেইনারটি আগে থেকেই গরম করে নিন। ফুটন্ত পানি দিয়ে কিছুক্ষণ ভরে রাখুন, এরপর পানি ফেলে খাবার ভরে দিন। এটি তাপ ধরে রাখতে সাহায্য করবে। স্যুপ, কারি বা বিরিয়ানির জন্য এটি দারুণ কাজ করে।
অ্যালুমিনিয়াম ফয়েলের জাদু
অ্যালুমিনিয়াম ফয়েল তাপ ধরে রাখতে সাহায্য করে। আরও ভালো ফল পেতে ফয়েলে মোড়ানো খাবার একটি কিচেন টাওয়েল দিয়ে মুড়িয়ে নিন। এটি স্যান্ডউইচ থেকে পরোটা কিংবা যেকোনো স্নাক্স গরম রাখার জন্য কার্যকর।
হট ওয়াটার বাথ
যদি অতিথি আপ্যায়নের জন্য খাবার দীর্ঘ সময় গরম রাখতে চান, তবে হট ওয়াটার বাথ ব্যবহার করুন। একটি বড় পাত্রে গরম পানি ভরে তার ওপর খাবারের পাত্রটি রাখুন। এটি খাবারকে গরম রাখবে কিন্তু অতিরিক্ত রান্না হতে দেবে না।
স্লো কুকার ও ইলেকট্রিক ওয়ার্মার
হাতের কাজ কমানোর জন্য স্লো কুকার বা ইলেকট্রিক ওয়ার্মার ব্যবহার করুন। এটি স্যুপ, স্ট্যু এবং কারি গরম রাখতে আদর্শ। শীতকালীন পার্টির জন্যও এটি বেশ কার্যকর।
থার্মাল ফুড ব্যাগ
থার্মাল ফুড ব্যাগ শুধু টেকআউটের জন্য নয়, বরং শীতকালের এক অব্যর্থ হাতিয়ার। এগুলো তাপ ধরে রাখে এবং খাবার দীর্ঘ সময় গরম রাখে। খাবারটি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ব্যাগে রাখুন, এতে আরও ভালো তাপ ধরে রাখা সম্ভব।
এখন থেকে শীতের ঠান্ডা খাবার নিয়ে আর উদ্বেগ নেই! এই টিপসগুলো মেনে চলুন এবং প্রতিবার গরম খাবার উপভোগ করুন।
শীতকাল মানেই চা, স্যুপ, আর মজাদার খাবার। তবে শীতের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো খাবার খুব দ্রুত ঠান্ডা হয়ে যাওয়া। আর ঠান্ডা খাবার বা কার-ই ভালো লাগে? একদমই নয়! খাবার গরম রাখতে না পারলে শীতের আনন্দটাই যেন মাটি হয়ে যায়। তবে চিন্তা নেই—খাবার গরম রাখার জন্য রয়েছে সহজ কিছু কৌশল। চলুন, দেখে নেওয়া যাক শীতেও খাবার গরম আর তাজা রাখার ৫টি কার্যকর উপায়।
ইনসুলেটেড কন্টেইনার
একটি ভালো মানের ইনসুলেটেড কন্টেইনার বা থার্মাল ফ্লাস্কে অর্থ ব্যয় করুন। এটি ঘণ্টার পর ঘণ্টা খাবার গরম রাখতে সাহায্য করবে। আরও চমৎকার ফলাফলের জন্য কন্টেইনারটি আগে থেকেই গরম করে নিন। ফুটন্ত পানি দিয়ে কিছুক্ষণ ভরে রাখুন, এরপর পানি ফেলে খাবার ভরে দিন। এটি তাপ ধরে রাখতে সাহায্য করবে। স্যুপ, কারি বা বিরিয়ানির জন্য এটি দারুণ কাজ করে।
অ্যালুমিনিয়াম ফয়েলের জাদু
অ্যালুমিনিয়াম ফয়েল তাপ ধরে রাখতে সাহায্য করে। আরও ভালো ফল পেতে ফয়েলে মোড়ানো খাবার একটি কিচেন টাওয়েল দিয়ে মুড়িয়ে নিন। এটি স্যান্ডউইচ থেকে পরোটা কিংবা যেকোনো স্নাক্স গরম রাখার জন্য কার্যকর।
হট ওয়াটার বাথ
যদি অতিথি আপ্যায়নের জন্য খাবার দীর্ঘ সময় গরম রাখতে চান, তবে হট ওয়াটার বাথ ব্যবহার করুন। একটি বড় পাত্রে গরম পানি ভরে তার ওপর খাবারের পাত্রটি রাখুন। এটি খাবারকে গরম রাখবে কিন্তু অতিরিক্ত রান্না হতে দেবে না।
স্লো কুকার ও ইলেকট্রিক ওয়ার্মার
হাতের কাজ কমানোর জন্য স্লো কুকার বা ইলেকট্রিক ওয়ার্মার ব্যবহার করুন। এটি স্যুপ, স্ট্যু এবং কারি গরম রাখতে আদর্শ। শীতকালীন পার্টির জন্যও এটি বেশ কার্যকর।
থার্মাল ফুড ব্যাগ
থার্মাল ফুড ব্যাগ শুধু টেকআউটের জন্য নয়, বরং শীতকালের এক অব্যর্থ হাতিয়ার। এগুলো তাপ ধরে রাখে এবং খাবার দীর্ঘ সময় গরম রাখে। খাবারটি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ব্যাগে রাখুন, এতে আরও ভালো তাপ ধরে রাখা সম্ভব।
এখন থেকে শীতের ঠান্ডা খাবার নিয়ে আর উদ্বেগ নেই! এই টিপসগুলো মেনে চলুন এবং প্রতিবার গরম খাবার উপভোগ করুন।
রসুন আমাদের রান্নাঘরের অপরিহার্য উপকরণ। এর ব্যবহার খাবারের ঘ্রাণ ও স্বাদ যেমন বাড়িয়ে দেয়, তেমনি রয়েছে ঔষধি গুণ। যদিও রসুন সারা বছর পাওয়া যায়। তবে ঝামেলা এড়াতে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন।
৩ ঘণ্টা আগেপাহাড়, ঝরনা, বন আর স্থানীয় মানুষের বর্ণিল কিন্তু শান্ত জীবনযাপন চিরকালই আকর্ষণ করে এসেছে পর্যটকদের। এ রূপের সঙ্গে রাঙামাটিতে এখন যুক্ত হয়েছে বিভিন্ন রিসোর্ট। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সমন্বয় করে তৈরি এসব রিসোর্ট এখন নজর কাড়ছে সবার। পর্যটকদের জন্য প্রায় সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায় এসব জায়গায়। এসব
১২ ঘণ্টা আগেখ্রিষ্টীয় নববর্ষে হবে নতুন নতুন ভ্রমণ পরিকল্পনা। ফলে স্বাভাবিকভাবে তৈরি হবে নতুন ভ্রমণ ট্রেন্ড। এমএমজিওয়াইয়ের ‘পোর্ট্রেট অব আমেরিকান ট্রাভেলার্স’-এর ফল এডিশন (সেপ্টেম্বর, ২০২৪) অনুসারে, ১০ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক ৮ জন আগামী ১২ মাসের মধ্যে একবারের জন্য হলেও ভ্রমণের পরিকল্পনা করছেন। নতুন গন্তব্যের অন
১২ ঘণ্টা আগেভ্রমণের জন্য নিরাপদ ১৫টি দেশের তালিকা প্রকাশ করেছে ‘বার্কশায়ার হ্যাথওয়ে ট্রাভেল প্রোটেকশন’। এতে এশিয়ার একমাত্র দেশ হিসেবে জায়গা করে নিয়েছে জাপান। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইতালির মতো ভ্রমণবান্ধব দেশগুলোর নাম নেই তালিকায়।
১২ ঘণ্টা আগে