Ajker Patrika

চাইলেই চক্কর হেলিকপ্টারে

গণেশ দাস, বগুড়া
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৫৩
চাইলেই চক্কর হেলিকপ্টারে

পাখির চোখে পরিচিত জিনিস দেখার আলাদা এক মজা আছে। চাইলে এখন চেনা জগৎ পাখির চোখেই দেখা যাবে! 
হেলিকপ্টারে পরিচিত জায়গা ওপর থেকে দেখার সুযোগ করে দিচ্ছে বগুড়ার প্রতিষ্ঠান বিসিএল অ্যাভিয়েশন। টিএমএসএসের সহযোগী এ প্রতিষ্ঠানটি দুটি হেলিকপ্টার দিয়ে এই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২০১৭ সাল থেকে। ১০ ও ৮ মিনিটের প্যাকেজে নেওয়া যাবে এই সুযোগ। এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইন থেকে। 

১০ মিনিটের প্যাকেজ
১০ মিনিটের প্যাকেজে দেখা যাবে মহাস্থানগড়, বেহুলা-লখিন্দরের বাসরঘর এবং বগুড়া শহর। এক সঙ্গে চারজন ওঠা যাবে একবারে।  

ব্যয়
১০ মিনিট আকাশে হেলিকপ্টারে 
ঘুরতে ব্যয় করতে হবে জনপ্রতি ৪ 

হাজার ৪০০ টাকা। চারজনের এই প্যাকেজ হেলিকপ্টার রাইডে ব্যয় করতে হবে ১৭ হাজার ৬০০ টাকা।

৮ মিনিটের প্যাকেজ
৮ মিনিটের প্যাকেজটিও চারজনের। এই রাইডে আকাশ থেকে বগুড়া শহর ছাড়া অন্য জায়গাগুলো 
দেখা যাবে। 

 ব্যয়
চারজনের এই প্যাকেজে ব্যয় হবে ১৪ হাজার ৪০০ টাকা। 
এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার। 
অতি জরুরি পরিবহন বা পারিবারিক অনুষ্ঠানেও ভাড়া নেওয়া যায় এ হেলিকপ্টারগুলো। এ ছাড়া রয়েছে প্রতি বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে বগুড়া এবং শনিবার বগুড়া থেকে ঢাকা যাতায়াতের জন্য হেলিকপ্টার রাইডের ব্যবস্থা। চার আসনের হেলিকপ্টারের সিট অনুযায়ী রয়েছে ভাড়ার কম-বেশি।

ভাড়া
সামনের সিটের ভাড়া ১৪ হাজার, পেছনের সিট ১২ হাজার এবং মাঝখানের সিটের ভাড়া ১১ হাজার টাকা। সপ্তাহের এই দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যে কেউ হেলিকপ্টারে চড়ে ঢাকা-বগুড়া যাতায়াত করতে পারবেন।
বিসিএল সিভিল অ্যাভিয়েশনের ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানান, এই সুবিধাগুলো ছাড়াও জরুরি প্রয়োজনে যে কেউ হেলিকপ্টার নিয়ে ঢাকায় যেতে চাইলে গুনতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা। যদি শুক্রবার কিংবা যেকোনো সরকারি ছুটির দিন হয়, তাহলে আরও ১৫ হাজার টাকা যোগ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ