দিতি আহমেদ
সুন্দর ত্বক বলতে বোঝায় পরিচ্ছন্ন ও দাগহীন ত্বক। সাদা কিংবা কালো যেকোনো ত্বকই হতে পারে সুন্দর। ত্বক উজ্জ্বল করতে রূপবিশেষজ্ঞ শারমিন কচির পরামর্শ জানাচ্ছেন দিতি আহমেদ।
য়েশ্চারাইজার ব্যবহার
তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বকের ধরন যেমনই হোক না কেন, নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ময়েশ্চারাইজার ব্যবহারের ফলে ত্বক থাকে আর্দ্র। ত্বকের আর্দ্রতা বলিরেখা মোকাবিলা সহজ করে দেয়। দিনে অন্তত দুবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
সানস্ক্রিন ব্যবহার
ত্বকের ধরন বুঝে মুখে ব্যবহার করুন সানস্ক্রিন। অ্যান্টি এজিং ও ময়েশ্চারাইজারসমৃদ্ধ সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
সিরাম ব্যবহার
ফেস সিরামকে বলা হয় ত্বকের তরল সোনা। পুষ্টি জোগানো, বলিরেখা প্রতিরোধ করাসহ ত্বকের নানা সমস্যা মেটানোর কাজ করে ফেস সিরাম।
পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দুই থেকে তিন ফোঁটা সিরাম মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে অবশ্যই সিরাম লাগাতে ভুলবেন না।
ঠোঁটের যত্ন
ঠোঁট মুখের সৌন্দর্যের বড় অংশ। ফাটা ও বিবর্ণ ঠোঁট গোটা চেহারাই নিষ্প্রাণ করে দেয়। ঠোঁট নিয়মিত স্ক্রাব করুন। এরপর ব্যবহার করুন লিপ মাস্ক এবং ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে করে ঠোঁট থাকবে কোমল।
চোখের যত্ন
চোখের চারপাশের ত্বক বেশ সংবেদনশীল। নানা রকম মানসিক চাপ, ঘুমের অভাব, প্রাকৃতিক দূষণের কারণে এ সংবেদনশীল ত্বকে খুব সহজে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত চোখের যত্ন নিতে হবে। আর এর জন্য ব্যবহার করতে পারেন চোখের মাস্ক। চোখের ফোলাভাব, ডার্ক সার্কেল, ঘুমের অভাব আর বলিরেখা দূর করতে রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের মাস্ক লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর তুলো দিয়ে হালকা হাতে চোখের মাস্ক মুছে ফেলে আই সিরাম লাগিয়ে নিন।
সুন্দর ত্বক বলতে বোঝায় পরিচ্ছন্ন ও দাগহীন ত্বক। সাদা কিংবা কালো যেকোনো ত্বকই হতে পারে সুন্দর। ত্বক উজ্জ্বল করতে রূপবিশেষজ্ঞ শারমিন কচির পরামর্শ জানাচ্ছেন দিতি আহমেদ।
য়েশ্চারাইজার ব্যবহার
তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বকের ধরন যেমনই হোক না কেন, নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ময়েশ্চারাইজার ব্যবহারের ফলে ত্বক থাকে আর্দ্র। ত্বকের আর্দ্রতা বলিরেখা মোকাবিলা সহজ করে দেয়। দিনে অন্তত দুবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
সানস্ক্রিন ব্যবহার
ত্বকের ধরন বুঝে মুখে ব্যবহার করুন সানস্ক্রিন। অ্যান্টি এজিং ও ময়েশ্চারাইজারসমৃদ্ধ সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
সিরাম ব্যবহার
ফেস সিরামকে বলা হয় ত্বকের তরল সোনা। পুষ্টি জোগানো, বলিরেখা প্রতিরোধ করাসহ ত্বকের নানা সমস্যা মেটানোর কাজ করে ফেস সিরাম।
পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দুই থেকে তিন ফোঁটা সিরাম মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে অবশ্যই সিরাম লাগাতে ভুলবেন না।
ঠোঁটের যত্ন
ঠোঁট মুখের সৌন্দর্যের বড় অংশ। ফাটা ও বিবর্ণ ঠোঁট গোটা চেহারাই নিষ্প্রাণ করে দেয়। ঠোঁট নিয়মিত স্ক্রাব করুন। এরপর ব্যবহার করুন লিপ মাস্ক এবং ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে করে ঠোঁট থাকবে কোমল।
চোখের যত্ন
চোখের চারপাশের ত্বক বেশ সংবেদনশীল। নানা রকম মানসিক চাপ, ঘুমের অভাব, প্রাকৃতিক দূষণের কারণে এ সংবেদনশীল ত্বকে খুব সহজে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত চোখের যত্ন নিতে হবে। আর এর জন্য ব্যবহার করতে পারেন চোখের মাস্ক। চোখের ফোলাভাব, ডার্ক সার্কেল, ঘুমের অভাব আর বলিরেখা দূর করতে রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের মাস্ক লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর তুলো দিয়ে হালকা হাতে চোখের মাস্ক মুছে ফেলে আই সিরাম লাগিয়ে নিন।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
২ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
২ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
২ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
২ দিন আগে