জীবনধারা ডেস্ক
গত ২৬ অক্টোবর রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য়ে আটজন নারী ও আটজন পুরুষ।
মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই আয়োজনে পুরুষ মডেলদের মধ্য থেকে মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ নির্বাচিত হন রাজিউল ইসলাম স্বাধীন। অন্যদিকে মিস সেলেব্রিটি বাংলাদেশ হয়েছেন সারজিয়া তাবাসসুম প্রমা। রাজিউল ইসলাম স্বাধীন ও সারজিয়া তাবাসসুম প্রমা আগামী বছর ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি পেজেন্ট’ মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বিশ্বদরবারে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, প্রতিযোগীরা দেশের সীমানা পেরিয়ে নিজেদের যোগ্যতাকে আরও বিকশিত করার সুযোগ পান। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী আজরা মাহমুদ বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকে এই আয়োজন।’
এ বছর ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী মেহরিন মাহবুব, প্রথম আলোর হাল ফ্যাশনের কনটেন্ট কনসালটেন্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন, আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েঞ্জার নিবিড় আদনান নাহীদ এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
গত ২৬ অক্টোবর রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য়ে আটজন নারী ও আটজন পুরুষ।
মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই আয়োজনে পুরুষ মডেলদের মধ্য থেকে মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ নির্বাচিত হন রাজিউল ইসলাম স্বাধীন। অন্যদিকে মিস সেলেব্রিটি বাংলাদেশ হয়েছেন সারজিয়া তাবাসসুম প্রমা। রাজিউল ইসলাম স্বাধীন ও সারজিয়া তাবাসসুম প্রমা আগামী বছর ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি পেজেন্ট’ মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বিশ্বদরবারে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, প্রতিযোগীরা দেশের সীমানা পেরিয়ে নিজেদের যোগ্যতাকে আরও বিকশিত করার সুযোগ পান। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী আজরা মাহমুদ বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকে এই আয়োজন।’
এ বছর ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী মেহরিন মাহবুব, প্রথম আলোর হাল ফ্যাশনের কনটেন্ট কনসালটেন্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন, আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েঞ্জার নিবিড় আদনান নাহীদ এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
১ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
১ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
১ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
১ দিন আগে