জীবনধারা ডেস্ক
গত ২৬ অক্টোবর রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য়ে আটজন নারী ও আটজন পুরুষ।
মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই আয়োজনে পুরুষ মডেলদের মধ্য থেকে মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ নির্বাচিত হন রাজিউল ইসলাম স্বাধীন। অন্যদিকে মিস সেলেব্রিটি বাংলাদেশ হয়েছেন সারজিয়া তাবাসসুম প্রমা। রাজিউল ইসলাম স্বাধীন ও সারজিয়া তাবাসসুম প্রমা আগামী বছর ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি পেজেন্ট’ মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বিশ্বদরবারে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, প্রতিযোগীরা দেশের সীমানা পেরিয়ে নিজেদের যোগ্যতাকে আরও বিকশিত করার সুযোগ পান। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী আজরা মাহমুদ বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকে এই আয়োজন।’
এ বছর ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী মেহরিন মাহবুব, প্রথম আলোর হাল ফ্যাশনের কনটেন্ট কনসালটেন্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন, আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েঞ্জার নিবিড় আদনান নাহীদ এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
গত ২৬ অক্টোবর রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য়ে আটজন নারী ও আটজন পুরুষ।
মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই আয়োজনে পুরুষ মডেলদের মধ্য থেকে মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ নির্বাচিত হন রাজিউল ইসলাম স্বাধীন। অন্যদিকে মিস সেলেব্রিটি বাংলাদেশ হয়েছেন সারজিয়া তাবাসসুম প্রমা। রাজিউল ইসলাম স্বাধীন ও সারজিয়া তাবাসসুম প্রমা আগামী বছর ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি পেজেন্ট’ মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বিশ্বদরবারে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, প্রতিযোগীরা দেশের সীমানা পেরিয়ে নিজেদের যোগ্যতাকে আরও বিকশিত করার সুযোগ পান। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী আজরা মাহমুদ বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকে এই আয়োজন।’
এ বছর ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী মেহরিন মাহবুব, প্রথম আলোর হাল ফ্যাশনের কনটেন্ট কনসালটেন্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন, আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েঞ্জার নিবিড় আদনান নাহীদ এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
বাংলার রান্নাঘর শুধু খাবারের জায়গা নয়, এখানে ঘটে স্বাদ ও আবেগের মেলবন্ধন। বাংলার ঐতিহ্যবাহী রান্নায় মিষ্টি, টক আর ঝালের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। বাংলার রান্নায় এই তিনটি স্বাদের মিশেল এক অনন্য মুখরোচক অভিজ্ঞতা দেয়, যা বিশ্বের অন্য কোনো রান্নায় খুব কমই দেখা যায়।
৩ ঘণ্টা আগেখেজুর অত্যন্ত পুষ্টিকর ফল। আজকাল এটি ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত। সারা বিশ্বে খেজুরের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। প্রতিটির পুষ্টিগুণ কিছুটা আলাদা হলেও সব ধরনের খেজুর সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তবে খেজুরের গুণমান নিশ্চিত করার জন্য কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ।
১৯ ঘণ্টা আগেবলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
২ দিন আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২ দিন আগে