ফিচার ডেস্ক
গত পরশু ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে বাংলাদেশের পর্বতারোহী জাফর সাদেক ফ্রেন্ডশিপ পর্বতে সফল অভিযান চালিয়ছেনে। এটি ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলার পীর পাঞ্জাল রেঞ্জের ৫ হাজার ২৮৯ মিটার উঁচু পাহাড়।
ফ্রেন্ডশিপ পর্বতের আশপাশে ৫ হাজার ৪৯০ মিটার উচ্চতার হনুমান টিব্বা, ৫ হাজার ২৫০ মিটারের শেটিধর, ৫ হাজার ৫৩৬ মিটার উচ্চতার লাদাখি পাহাড় রয়েছে। এ ছাড়া আছে ৫ হাজার ৭০০ মিটারের মানালি চূড়া, ৬ হাজার ৭০ মিটারের মকর বেহ এবং ৬ হাজার ২০০ মিটার উচ্চতার শিকার বেহর মতো আরও বেশকিছু পর্বতশৃঙ্গ।
বিয়াস কুন্ড অববাহিকাসহ পীর পাঞ্জাল ও ধৌলাধর পর্বতমালার অপূর্ব মনোরম প্যানোরমিক দৃশ্য ফ্রেন্ডশিপ পর্বতের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চূড়ায় যাওয়ার পথে পর্বতের মোরাইন, হিমবাহ, ক্রেভাস, আইস প্যাচের মতো টোপোগ্রাফিক বৈশিষ্ট্যগুলোর দেখা পাওয়া যায়।
গত পরশু ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে বাংলাদেশের পর্বতারোহী জাফর সাদেক ফ্রেন্ডশিপ পর্বতে সফল অভিযান চালিয়ছেনে। এটি ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলার পীর পাঞ্জাল রেঞ্জের ৫ হাজার ২৮৯ মিটার উঁচু পাহাড়।
ফ্রেন্ডশিপ পর্বতের আশপাশে ৫ হাজার ৪৯০ মিটার উচ্চতার হনুমান টিব্বা, ৫ হাজার ২৫০ মিটারের শেটিধর, ৫ হাজার ৫৩৬ মিটার উচ্চতার লাদাখি পাহাড় রয়েছে। এ ছাড়া আছে ৫ হাজার ৭০০ মিটারের মানালি চূড়া, ৬ হাজার ৭০ মিটারের মকর বেহ এবং ৬ হাজার ২০০ মিটার উচ্চতার শিকার বেহর মতো আরও বেশকিছু পর্বতশৃঙ্গ।
বিয়াস কুন্ড অববাহিকাসহ পীর পাঞ্জাল ও ধৌলাধর পর্বতমালার অপূর্ব মনোরম প্যানোরমিক দৃশ্য ফ্রেন্ডশিপ পর্বতের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চূড়ায় যাওয়ার পথে পর্বতের মোরাইন, হিমবাহ, ক্রেভাস, আইস প্যাচের মতো টোপোগ্রাফিক বৈশিষ্ট্যগুলোর দেখা পাওয়া যায়।
১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
২ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
২ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
২ দিন আগেপঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
২ দিন আগে