হারানো বিকেলের গল্প 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

গত ১৮ অক্টোবর ছিল আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী। গত ৪ নভেম্বর আইয়ুব বাচ্চু স্মরণে তাঁর স্মৃতি বিজড়িত বাদ্যযন্ত্র ও পোশাকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করে অনলাইনভিত্তিক পোশাক ব্র্যান্ড বাংলার গঞ্জি। ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে ৪ ও ৫ নভেম্বর দুই দিনব্যাপী এ আয়োজন চলে।

বাংলার গঞ্জি প্রতি বছরই টি-শার্টের প্রদর্শনী বা মেলার আয়োজন করে থাকে। এবারের বাংলার গঞ্জি মেলায় বিশেষ প্রদর্শনী ‘হারানো বিকেলের গল্প’। এতে এলআরবি তারকার ব্যবহৃত কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ও টি-শার্ট প্রদর্শন করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন আইয়ুব বাচ্চুর সহধর্মিণী ফেরদৌস আখতার চন্দনা।

এলআরবি ভক্তসহ তরুণ প্রজন্মের অনেকেই এই প্রদর্শনী দেখতে আসেন।

ছবি: আজকের পত্রিকাছবি: আজকের পত্রিকাছবি: আজকের পত্রিকাছবি: আজকের পত্রিকাছবি: আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত