নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে জনপ্রিয় নাম স্বস্তিকা মুখার্জি। তাঁকে বলা হয় ‘বিউটি উইদ ব্রেইন’। কঠিন ব্যক্তিত্বের অধিকারী এই সেলিব্রিটির অসাধারণ সব লুক দেখার জন্য বরাবরই ভক্তরা ইনস্টাগ্রামে স্ক্রল করে যান। মেকআপসহ বা মেকআপ ছাড়া; সব সময়ই যেন লাস্যময়ী এ তারকা। কী আছে তার রূপ রুটিনে?
ত্বকের যত্নে
বাজারের নামীদামি পণ্য়ে খুব একটা ভরসা পান না তিনি। তার বদলে আয়ুর্বেদিক উপাদান চন্দনই তাঁর ভরসা। স্বস্তিকা প্রতিদিনের ত্বকের যত্নে চন্দন ব্যবহার করেন। এতে তাঁর ত্বক ট্যান ও দাগমুক্ত থাকে। বাজারে সহজলভ্য চন্দন গুঁড়োয় খুব একটা বিশ্বাস করেন না তিনি। বরং পাটায় চন্দনকাঠ ঘষে সেটাই মুখে মেখে নেন।
একদম কিশোরী বয়স থেকেই তাঁর মা তাঁকে ত্বকচর্চায় উৎসাহী করে তুলেছেন। সে সময় থেকেই সপ্তাহে দুই বার ত্বকে মুলতানি মাটির প্যাক লাগাতেন। তাতে মেশান গোলাপজল।
এ ছাড়াও দুধের সর ফ্রিজে রেখে ঠান্ডা করে ত্বকে মাখেন তিনি। ১৫ মিনিট রেখে আলতো করে ম্যাসাজ করে ধুয়ে নেন। এতে ত্বক হয় আরও নমনীয়।
মিনিমাল মেকআপ
একেবারে মিনিমাল মেকআপে থাকতেই ভালোবাসেন স্বস্তিকা। তাঁর ভাষ্য়,‘তুমি যদি ব্যাগে লিপস্টিক ও আইলাইনার রাখতে ভুলে যাও, তাতে ক্ষতি নেই। তবে মেকআপ ছাড়াই থেকো, নিজের ত্বক নিয়েই তো সুন্দর অনুভব করা যায়।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে জনপ্রিয় নাম স্বস্তিকা মুখার্জি। তাঁকে বলা হয় ‘বিউটি উইদ ব্রেইন’। কঠিন ব্যক্তিত্বের অধিকারী এই সেলিব্রিটির অসাধারণ সব লুক দেখার জন্য বরাবরই ভক্তরা ইনস্টাগ্রামে স্ক্রল করে যান। মেকআপসহ বা মেকআপ ছাড়া; সব সময়ই যেন লাস্যময়ী এ তারকা। কী আছে তার রূপ রুটিনে?
ত্বকের যত্নে
বাজারের নামীদামি পণ্য়ে খুব একটা ভরসা পান না তিনি। তার বদলে আয়ুর্বেদিক উপাদান চন্দনই তাঁর ভরসা। স্বস্তিকা প্রতিদিনের ত্বকের যত্নে চন্দন ব্যবহার করেন। এতে তাঁর ত্বক ট্যান ও দাগমুক্ত থাকে। বাজারে সহজলভ্য চন্দন গুঁড়োয় খুব একটা বিশ্বাস করেন না তিনি। বরং পাটায় চন্দনকাঠ ঘষে সেটাই মুখে মেখে নেন।
একদম কিশোরী বয়স থেকেই তাঁর মা তাঁকে ত্বকচর্চায় উৎসাহী করে তুলেছেন। সে সময় থেকেই সপ্তাহে দুই বার ত্বকে মুলতানি মাটির প্যাক লাগাতেন। তাতে মেশান গোলাপজল।
এ ছাড়াও দুধের সর ফ্রিজে রেখে ঠান্ডা করে ত্বকে মাখেন তিনি। ১৫ মিনিট রেখে আলতো করে ম্যাসাজ করে ধুয়ে নেন। এতে ত্বক হয় আরও নমনীয়।
মিনিমাল মেকআপ
একেবারে মিনিমাল মেকআপে থাকতেই ভালোবাসেন স্বস্তিকা। তাঁর ভাষ্য়,‘তুমি যদি ব্যাগে লিপস্টিক ও আইলাইনার রাখতে ভুলে যাও, তাতে ক্ষতি নেই। তবে মেকআপ ছাড়াই থেকো, নিজের ত্বক নিয়েই তো সুন্দর অনুভব করা যায়।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
৩ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
৩ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
৩ দিন আগেপঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
৩ দিন আগে