সানজিদা সামরিন, ঢাকা
সম্প্রতি বলিউডের যেসব তারকার জীবনযাপন নিয়ে চর্চা হচ্ছে, তাঁদের মধ্যে ক্যাটরিনা কাইফ রয়েছেন প্রথম সারিতে। সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা তাঁর স্বচ্ছ, মসৃণ ত্বকের রহস্য জানতে উদ্গ্রীব।
সম্প্রতি ভোগ ম্যাগাজিনের বরাতে জানা গেল এই তারকা রূপ রুটিনে যে প্যাক ব্যবহার করেন তা নিতান্তই ঘরোয়া। ওটমিল ও মধুর মিশ্রণে তৈরি এ প্যাক সপ্তাহে একদিন ত্বকে মাখেন তিনি।
ক্যাটরিনা জানান, ঘরোয়া রূপচর্চাতেই তিনি ভরসা পান বেশি। কড়া রোদে শুটিংয়ের পর ত্বক ঠান্ডা রাখতে ও ত্বককে আরাম দিতে তিনি ওটমিল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন। ব্যথানাশক এই প্যাক তাঁর ত্বক কোমল রাখতেও সহায়তা করে।
ক্যাটরিনা যে উপায়ে ওটমিলের প্যাক তৈরি করেন তা মূলত শুষ্ক ত্বকে ব্যবহারের উপযোগী। এক টেবিল চামচ ওটমিল গুঁড়ের সঙ্গে এক টেবিল চামচ মধু, আধা টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ও আধা টেবিল চামচ গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নেন তিনি। মুখ পরিষ্কার করে এই প্যাক লাগিয়ে ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলেন। ফেসপ্যাকের মধ্যকার এই উপাদানগুলো ত্বক আর্দ্র রাখে ও ত্বকের মরা কোষ ঝরাতে সাহায্য করে।
সূত্র: ভোগ ম্যাগাজিন
সম্প্রতি বলিউডের যেসব তারকার জীবনযাপন নিয়ে চর্চা হচ্ছে, তাঁদের মধ্যে ক্যাটরিনা কাইফ রয়েছেন প্রথম সারিতে। সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা তাঁর স্বচ্ছ, মসৃণ ত্বকের রহস্য জানতে উদ্গ্রীব।
সম্প্রতি ভোগ ম্যাগাজিনের বরাতে জানা গেল এই তারকা রূপ রুটিনে যে প্যাক ব্যবহার করেন তা নিতান্তই ঘরোয়া। ওটমিল ও মধুর মিশ্রণে তৈরি এ প্যাক সপ্তাহে একদিন ত্বকে মাখেন তিনি।
ক্যাটরিনা জানান, ঘরোয়া রূপচর্চাতেই তিনি ভরসা পান বেশি। কড়া রোদে শুটিংয়ের পর ত্বক ঠান্ডা রাখতে ও ত্বককে আরাম দিতে তিনি ওটমিল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন। ব্যথানাশক এই প্যাক তাঁর ত্বক কোমল রাখতেও সহায়তা করে।
ক্যাটরিনা যে উপায়ে ওটমিলের প্যাক তৈরি করেন তা মূলত শুষ্ক ত্বকে ব্যবহারের উপযোগী। এক টেবিল চামচ ওটমিল গুঁড়ের সঙ্গে এক টেবিল চামচ মধু, আধা টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ও আধা টেবিল চামচ গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নেন তিনি। মুখ পরিষ্কার করে এই প্যাক লাগিয়ে ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলেন। ফেসপ্যাকের মধ্যকার এই উপাদানগুলো ত্বক আর্দ্র রাখে ও ত্বকের মরা কোষ ঝরাতে সাহায্য করে।
সূত্র: ভোগ ম্যাগাজিন
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
২ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
২ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
২ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
২ দিন আগে