নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বসন্ত ও ভালোবাসা দিবসের জন্য রঙ বাংলাদেশ এনেছে নতুন পোশাক।
পাখির রং প্রেরণা হয়েছে রঙ বাংলাদেশের এবারের ভালোবাসা সংগ্রহে। পাখিদের রং অসংখ্য। এর মধ্য থেকে বেছে নিয়ে বিন্যাস ঘটানো হয়েছে চমৎকারভাবে। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী।
মূল রং লাল ও মেরুন আর সহকারী হিসেবে সোনালি ও বাদামির ব্যবহার করা হয়েছে। পেপার সিল্ক, কটন, লিনেন, টাফেটা সিল্ক কাপড়ে পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানান ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট ও হাতের কাজ।
ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও এই সংগ্রহের বিশেষ আকর্ষণ। রয়েছে কাপল পোশাক শাড়ি, পাঞ্জাবি, সিঙ্গেল কামিজ, টি-শার্ট। এ ছাড়া রয়েছে থ্রিপিস, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, স্কার্ট। রয়েছে মগ, গয়না ও নানান উপহারসামগ্রী।
রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটে পাবেন চমৎকার এই ভালোবাসার সংগ্রহ। আউটলেট ছাড়াও কেনাকাটার সহজ উপায় রঙ বাংলাদেশের ওয়েবসাইট। অনলাইন অর্ডারে থাকছে দারুণ অফার।
বসন্ত ও ভালোবাসা দিবসের জন্য রঙ বাংলাদেশ এনেছে নতুন পোশাক।
পাখির রং প্রেরণা হয়েছে রঙ বাংলাদেশের এবারের ভালোবাসা সংগ্রহে। পাখিদের রং অসংখ্য। এর মধ্য থেকে বেছে নিয়ে বিন্যাস ঘটানো হয়েছে চমৎকারভাবে। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী।
মূল রং লাল ও মেরুন আর সহকারী হিসেবে সোনালি ও বাদামির ব্যবহার করা হয়েছে। পেপার সিল্ক, কটন, লিনেন, টাফেটা সিল্ক কাপড়ে পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানান ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট ও হাতের কাজ।
ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও এই সংগ্রহের বিশেষ আকর্ষণ। রয়েছে কাপল পোশাক শাড়ি, পাঞ্জাবি, সিঙ্গেল কামিজ, টি-শার্ট। এ ছাড়া রয়েছে থ্রিপিস, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, স্কার্ট। রয়েছে মগ, গয়না ও নানান উপহারসামগ্রী।
রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটে পাবেন চমৎকার এই ভালোবাসার সংগ্রহ। আউটলেট ছাড়াও কেনাকাটার সহজ উপায় রঙ বাংলাদেশের ওয়েবসাইট। অনলাইন অর্ডারে থাকছে দারুণ অফার।
বাংলার রান্নাঘর শুধু খাবারের জায়গা নয়, এখানে ঘটে স্বাদ ও আবেগের মেলবন্ধন। বাংলার ঐতিহ্যবাহী রান্নায় মিষ্টি, টক আর ঝালের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। বাংলার রান্নায় এই তিনটি স্বাদের মিশেল এক অনন্য মুখরোচক অভিজ্ঞতা দেয়, যা বিশ্বের অন্য কোনো রান্নায় খুব কমই দেখা যায়।
২ ঘণ্টা আগেখেজুর অত্যন্ত পুষ্টিকর ফল। আজকাল এটি ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত। সারা বিশ্বে খেজুরের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। প্রতিটির পুষ্টিগুণ কিছুটা আলাদা হলেও সব ধরনের খেজুর সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তবে খেজুরের গুণমান নিশ্চিত করার জন্য কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ।
১৯ ঘণ্টা আগেবলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
২ দিন আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২ দিন আগে