মেহরাব মাসাঈদ হাবিব
ঢাকা শহর তো বটেই, ঢাকার বাইরের শহরগুলোতেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে স্কুটার। অনেকটা মোটরসাইকেলের মতো হলেও ডিজাইনের দিক থেকে কিছুটা ব্যতিক্রম। স্কুটারের একটি আদুরে নাম আছে, তা হলো ‘স্কুটি’। নারী–পুরুষ সবাই পছন্দ করলেও বিশেষত নারীদের পছন্দের তালিকায় এটি এক নম্বরে। আজ থেকে প্রায় ৬৮ বছর আগে, ১৯৫৩ সালে ‘রোমান হলিডে’ নামের একটি হলিউডের ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবিতে ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন ও মার্কিন অভিনেতা গ্রেগরি পেক ‘ভেসপা’ নামের স্কুটারে দাপিয়ে বেড়িয়েছিলেন রোমের রাস্তা। সেই থেকে স্কুটার বা হালের স্কুটি নারী–পুরুষের মন কেড়েছে। সময় অনেক বদলেছে। পরিবর্তন হয়েছে স্কুটারে। কিন্তু কেন এটি জনপ্রিয়, সেটা একটা প্রশ্নই বটে।
জ্বালানি সাশ্রয়ী
স্কুটার জ্বালানি সাশ্রয়ী একটি বাহন। ইঞ্জিনের ক্ষমতার ওপর নির্ভর করে স্কুটারের জ্বালানি খরচ। সাধারণত ৫০ সিসি ইঞ্জিনের একটি স্কুটার প্রতি গ্যালনে প্রায় ১০০ মাইল চলে।
দামে সস্তা
গাড়ি বা মোটরসাইকেলের চেয়ে অনেক কম দামে পাওয়া যায় স্কুটার। সেটা নতুন আর সেকেন্ড হ্যান্ড, যা–ই হোক না কেন।
পরিবেশবান্ধব
স্কুটার জনপ্রিয় হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো, এটি পরিবেশবান্ধব বাহন। অন্যান্য বাহনের চেয়ে প্রায় ৭২ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড নির্গত হয় স্কুটার থেকে। অন্যান্য যানবাহনের চেয়ে জ্বালানিও অনেক কম ব্যবহৃত হয়।
কম বয়স থেকেই চালানোর অনুমতি
কিছু কিছু দেশে ১৬ বছর বয়স হলেই স্কুটার চালানোর অনুমতি ও লাইসেন্স মেলে। আর ১৬ বছর বয়সে কে না চায় একটু উড়ে বেড়াতে? তখন যদি হাতে আসে স্কুটি, আর পায় কে!
কম ক্ষমতার ইঞ্জিন
স্কুটার মোটরসাইকেলের তুলনায় কম ক্ষমতাসম্পন্ন। এটি একজন নতুন চালকের জন্য সুবিধাজনক। সাধারণত মোটরসাইকেলের ইঞ্জিনগুলো ১৫০ থেকে ২০০০ সিসি পর্যন্ত হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে ক্ষমতা আরও বেশিও হয়। অথচ স্কুটারের ইঞ্জিন ৫০ থেকে ৩০০ সিসির মধ্যে হয়ে থাকে।
নিয়ন্ত্রণ করা সহজ
নতুন চালকদের জন্য স্কুটার সহজে নিয়ন্ত্রণযোগ্য একটি বাহন। এটি সহজে নিয়ন্ত্রণ হারায় না। এ ছাড়া স্কুটার হালকা হওয়ার কারণে রাস্তাঘাটে চালানোও বেশ সহজ।
রাস্তায় চালানো সহজ
অন্যান্য যানবাহনের তুলনায় স্কুটার আকারে ছোট হওয়ায় রাস্তায় অল্প জায়গা নিয়ে চলতে পারে। এর ফলে এটি চালানো সহজ।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল
ঢাকা শহর তো বটেই, ঢাকার বাইরের শহরগুলোতেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে স্কুটার। অনেকটা মোটরসাইকেলের মতো হলেও ডিজাইনের দিক থেকে কিছুটা ব্যতিক্রম। স্কুটারের একটি আদুরে নাম আছে, তা হলো ‘স্কুটি’। নারী–পুরুষ সবাই পছন্দ করলেও বিশেষত নারীদের পছন্দের তালিকায় এটি এক নম্বরে। আজ থেকে প্রায় ৬৮ বছর আগে, ১৯৫৩ সালে ‘রোমান হলিডে’ নামের একটি হলিউডের ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবিতে ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন ও মার্কিন অভিনেতা গ্রেগরি পেক ‘ভেসপা’ নামের স্কুটারে দাপিয়ে বেড়িয়েছিলেন রোমের রাস্তা। সেই থেকে স্কুটার বা হালের স্কুটি নারী–পুরুষের মন কেড়েছে। সময় অনেক বদলেছে। পরিবর্তন হয়েছে স্কুটারে। কিন্তু কেন এটি জনপ্রিয়, সেটা একটা প্রশ্নই বটে।
জ্বালানি সাশ্রয়ী
স্কুটার জ্বালানি সাশ্রয়ী একটি বাহন। ইঞ্জিনের ক্ষমতার ওপর নির্ভর করে স্কুটারের জ্বালানি খরচ। সাধারণত ৫০ সিসি ইঞ্জিনের একটি স্কুটার প্রতি গ্যালনে প্রায় ১০০ মাইল চলে।
দামে সস্তা
গাড়ি বা মোটরসাইকেলের চেয়ে অনেক কম দামে পাওয়া যায় স্কুটার। সেটা নতুন আর সেকেন্ড হ্যান্ড, যা–ই হোক না কেন।
পরিবেশবান্ধব
স্কুটার জনপ্রিয় হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো, এটি পরিবেশবান্ধব বাহন। অন্যান্য বাহনের চেয়ে প্রায় ৭২ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড নির্গত হয় স্কুটার থেকে। অন্যান্য যানবাহনের চেয়ে জ্বালানিও অনেক কম ব্যবহৃত হয়।
কম বয়স থেকেই চালানোর অনুমতি
কিছু কিছু দেশে ১৬ বছর বয়স হলেই স্কুটার চালানোর অনুমতি ও লাইসেন্স মেলে। আর ১৬ বছর বয়সে কে না চায় একটু উড়ে বেড়াতে? তখন যদি হাতে আসে স্কুটি, আর পায় কে!
কম ক্ষমতার ইঞ্জিন
স্কুটার মোটরসাইকেলের তুলনায় কম ক্ষমতাসম্পন্ন। এটি একজন নতুন চালকের জন্য সুবিধাজনক। সাধারণত মোটরসাইকেলের ইঞ্জিনগুলো ১৫০ থেকে ২০০০ সিসি পর্যন্ত হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে ক্ষমতা আরও বেশিও হয়। অথচ স্কুটারের ইঞ্জিন ৫০ থেকে ৩০০ সিসির মধ্যে হয়ে থাকে।
নিয়ন্ত্রণ করা সহজ
নতুন চালকদের জন্য স্কুটার সহজে নিয়ন্ত্রণযোগ্য একটি বাহন। এটি সহজে নিয়ন্ত্রণ হারায় না। এ ছাড়া স্কুটার হালকা হওয়ার কারণে রাস্তাঘাটে চালানোও বেশ সহজ।
রাস্তায় চালানো সহজ
অন্যান্য যানবাহনের তুলনায় স্কুটার আকারে ছোট হওয়ায় রাস্তায় অল্প জায়গা নিয়ে চলতে পারে। এর ফলে এটি চালানো সহজ।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল
ঘুম থেকে উঠেই ফেসবুক স্ক্রল করে মন খারাপ হলো নাকি ঠোঁটে ছড়িয়ে পড়ল হাসি? হুম, ঘটনা সত্য়। লাখো নারী ভক্তদের মন ভেঙে ভারতীয় সঙ্গীত তারকা দর্শন রাভাল গতকাল শনিবার গাঁটছড়া বেঁধেছেন। কনে আর কেউ না, তারই প্রিয় বন্ধু। তবে শোনা যাচ্ছে, সদ্য় বিয়ে করা স্ত্রী ধারাল সুরেলিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন...
২ ঘণ্টা আগে১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
৩ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
৩ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
৩ দিন আগে