অনলাইন ডেস্ক
বিদেশে পাড়ি জমাতে চান অনেকেই। তাঁদের প্রায় প্রত্যেকেরই চাওয়া থাকে যে শহরটিতে থাকবেন, সেখানকার পরিবেশ ভালো হওয়ার পাশাপাশি আবাসন, খাবারসহ অন্যান্য খরচও হবে কম। বিজনেস ইনসাইডার এমন ১২টি চমৎকার শহরের তালিকা তৈরি করেছে, যেগুলোর জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম। নুমেবো নামের একটি ওয়েবসাইটের ডেটা এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
পৃথিবীর বড় বড় শহরের মানুষের তথ্যের ভিত্তিতে সেখানকার জীবনযাত্রার ব্যয় বের করেছে ওয়েবসাইটটি। তারা যেসব বিষয়ে তথ্য সংগ্রহ করেছে তা হলো, শহরের কেন্দ্রে বাসা ভাড়া কিংবা কেনার খরচ, কফির দাম, দুজনের খাওয়ার খরচ, জিমের মেম্বার হওয়ার খরচ ইত্যাদি।
এই প্রতিবেদনে শহরের জনসংখ্যার ব্যাপারে বেশির ভাগ ক্ষেত্রে জাতিসংঘের ডেটা ব্যবহার করা হয়েছে। অন্য কোনো সূত্র ব্যবহার করা হলে সেই তথ্যও দেওয়া হয়েছে।
বুখারেস্ট, রোমানিয়া
জনসংখ্যা: ১৮ লাখ ২০ হাজার (২০২১)
যে কারণে বিখ্যাত: রোমানিয়ার রাজধানী ও সবচেয়ে বড় শহর। দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রও বুখারেস্ট। ‘লিটল প্যারিস’ নামে পরিচিত শহরটির স্থাপত্যে ফরাসি প্রভাব প্রকট। সাম্প্রতিক বছরগুলোতে নাইট লাইফ ডেসটিনেশনস বা নৈশকালীন জীবনের জন্য নাম কামিয়েছে শহরটি।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৪৬৮.২৫ ডলার বা ৫০ হাজার টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ২ লাখ ৩৯ হাজার ৯৯০ ডলার বা ২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৬৩৮.৮০ ডলার বা ৬৮ হাজার ৩৬২ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ২২৩৭.৪০ ডলার বা ২ লাখ ৩৯ হাজার ৪৪১ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ২ ডলার ৮৩ সেন্ট বা ৩০৩ টাকা।
দুজনের তিনবেলা খাওয়ার খরচ: ৪৭.৯২ ডলার বা ৫ হাজার ১২৮ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৪৫.৬৫ ডলার বা ৪ হাজার ৮৮৫ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: কৃষি, যাতায়াত, প্রকৌশল ও হসপিটালিটি।
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: রোমানিয়ান এক্সপেরিয়েন্স ওয়েবসাইটের মতে যানজট বেশি, বায়ুর মান ভালো নয় ও ময়লা ফুটপাত এখানকার বড় সমস্যা। তা ছাড়া ইউক্রেন যুদ্ধের কারণে শরণার্থী আসার প্রবণতা বাড়ায় এখানকার সম্পদের ওপর চাপ পড়ছে।
কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
জনসংখ্যা: ২০২১-এর হিসাবে ৪৭ লাখ ৬০ হাজার (ওয়েস্টার্ন কেপ গভর্নমেন্টের জরিপ অনুসারে)
যে কারণে বিখ্যাত: প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য পরিচিত। বিখ্যাত টেবল পর্বত ও অসংখ্য সৈকত এর বড় আকর্ষণ। পেঙ্গুইন ও তিমি দেখার জন্যও পরিচিতি আছে জায়গাটির।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৬৪২ ডলার বা ৬৮ হাজার ৭০৫ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৮২ হাজার ৯৮০ ডলার বা ১ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৮০ টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৫১২.৬ ডলার বা ৫৪ হাজার টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১,৭৮২. ৪০ ডলার বা ১ লাখ ৯০ হাজার ৭০৫ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ২ ডলার ৮৩ সেন্ট বা ৩০৩ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ৩২.৪২ ডলার বা ৩ হাজার ৪৭০ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৩৬.১৯ ডলার বা ৩ হাজার ৮৭২ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: পর্যটন, হসপিটালিটি, খনি ও খনিজ প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন সেক্টরে।
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: যুক্তরাষ্ট্র এবং উত্তর ইউরোপের তুলনায় কম ব্যয়বহুল হলেও দক্ষিণ আফ্রিকার অন্য এলাকাগুলোর তুলনায় খরচটা বেশি। মূল শহর থেকে দূরে শহরতলিতে অনেকে বাসা ভাড়া নেন না, কেনেন খরচ কমাতে। বিদ্যুৎ একটা বড় সমস্যা। রয়টার্স জানিয়েছে, ডিসেম্বর থেকে কেপটাউন ও অন্যান্য এলাকায় বিদ্যুদ্বিভ্রাট প্রকট। বিদ্যুদ্বিভ্রাট ১০ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
কার্টাগেনা, কলম্বিয়া
জনসংখ্যা: ৮ লাখ ৮৭ হাজার ৬৪৬ (২০২০)
যে কারণে বিখ্যাত: স্পেনের হাতে গোড়াপত্তন হওয়া শহরটির পুরোনো অংশের গম্বুজময় দালানকোঠাসহ স্থাপনাগুলো চোখ জুড়াবে। এটি এখন ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ক্যারিবিয়ান সাগরতীরের শহরটিতে চমৎকার কিছু সৈকত আছে।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৪৭৩.৬৬ ডলার বা ৫০ হাজার ৬৯০ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৯৩ হাজার ৯৫০ ডলার বা ২ কোটি ৭ লাখ ৫৬ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৪০৭ ডলার বা ৪৩ হাজার ৫৫৬ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১৩৫০ ডলার বা ১ লাখ ৪৪ হাজার ৪৭৩ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ১ ডলার ৪ সেন্ট বা ১৫২ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ১৯.২৭ ডলার বা ২ হাজার ৬২ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ২০.১০ ডলার বা ২ হাজার ১৫১ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: কৃষি, শিক্ষকতা, হসপিটালিটি ও বিপণন।
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: ট্রাভেলের একটি ভ্লগ থেকে জানা যায়, এখানকার রাস্তা ও সৈকতে বিক্রেতারা বেশ বিরক্ত করে। তা ছাড়া কলম্বিয়ায় ট্যুরিস্ট ভিসায় কাজ করতে পারবেন না। পেশা অনুযায়ী লাইসেন্স কিংবা শ্রমভিসা নিতে হবে।
চিয়াং মাই, থাইল্যান্ড
জনসংখ্যা: ২০২৩ এর হিসেবে ১২ লাখ ১০ হাজার (সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুসারে)
যে কারণে বিখ্যাত: বছরজুড়ে ৫৯ ডিগ্রি থেকে ৯৭ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে এখানকার তাপমাত্রা। উত্তর থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর। চমৎকারভাবে সজ্জিত পুরোনো মন্দির আর শহরময় ছড়িয়ে থাকা রাত্রিকালীন বাজারের জন্য পরিচিত। এ বাজারগুলো মুখরোচক স্ট্রিট ফুড, স্থানীয় হস্তশিল্পসহ আরও নানা ধরনের টুকিটাকি জিনিসের জন্য বিখ্যাত।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৩৫১.৮২ ডলার বা ৩৭ হাজার ৬৫০ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৫৫ হাজার ২৬০ ডলার বা ১ কোটি ৬৬ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৫০৯.৮০ ডলার বা ৫৪ হাজার ৫৫৭ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১ হাজার ৮০৮.৫০ ডলার বা ১ লাখ ৯৩ হাজার ৫৪০ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ১.৫৯ ডলার বা ১৭০ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ১৫.৩৭ ডলার বা ১ হাজার ৬৪৪ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৩৭.৭২ ডলার বা ৪ হাজার ৩৬ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: পর্যটন, খামার, খাবার।
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: অনেক বিশেষজ্ঞের মত জায়গাটি অতিরিক্ত গরম। ভাষার বাধা কাটিয়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ কঠিন। বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বায়ু মান খারাপ, কারণ এ সময় কৃষকেরা মাঠে আগুন দেন নতুন চারা লাগানোর জন্য। নাগরিকত্ব পাওয়ার জন্য শহরের স্থায়ী বাসিন্দা হিসেবে অন্তত পাঁচ বছর থাকতে হবে।
জর্জ টাউন, মালয়েশিয়া
জনসংখ্যা: ২ লাখ ২৮ হাজার ২৫০ (২০২১)
যে কারণে বিখ্যাত: জর্জ টাউন পেনাং রাজ্যের রাজধানী ও মালয়েশিয়ার উত্তর–পশ্চিম উপকূলে এর অবস্থান। ছোট্ট, উষ্ণমণ্ডলীয় দ্বীপটি ভোজনরসিক বা খাবারপ্রমীদের খুব প্রিয় জায়গা। এখানকার সাগরসৈকত, পর্বত, গ্রামগুলোও টানবে আপনাকে।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৩২৭.৪৬ ডলার বা ৩৫ হাজার টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৩৫ হাজার ১২০ ডলার বা ১ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৪৮৫.১০ ডলার বা ৫১ হাজার ৯০০ টাকা
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১৭০১.৭০ ডলার বা ১ লাখ ৮২ হাজার টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ২.২৯ ডলার বা ২৪৫ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ১০.১৬ ডলার বা ১০৮৭ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ২৬.৫৪ ডলার বা ২ হাজার ৮৪০ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: চাকরি, বিপণন, পর্যটন, হসপিটালিটি।
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: পেনাংয়ে বসবাস শুরু করা এক নারী এর কিছু সমস্যা তুলে ধরেছেন, এখানকার স্ট্রিট ফুড খুব বিখ্যাত হলেও সব ধরনের খাবার পাওয়া যায় এমন রেস্তোরাঁ কম। সৈকতগুলো চমৎকার হলেও সাগরের পানি পরিষ্কার নয়। বিদেশি নাগরিক ও তাঁর প্রতি নির্ভরশীলেরা ১০ বছরের ভিসা পেলেও এ জন্য তাঁদের মালয়েশিয়ার ব্যাংকে বড় অঙ্কের অর্থ রাখতে হয় নতুবা আবাসন খাতে বিনিয়োগ করতে হয়। নাগরিক হতে চাইলে আগে যে নাগরিকত্ব আছে সেটি পরিত্যাগ করতে হয়।
একজন ব্যক্তি ও পরিবারের মাসিক খরচটা মূলত জর্জ টাউনের নয় পেনাং প্রদেশের হিসেবে করা হয়েছে।
জয়পুর, ভারত
জনসংখ্যা: ৩০ লাখ ৫০ হাজার (২০১৭)
যে কারণে বিখ্যাত: ভারতের সবচেয়ে সুন্দর ও অলংকৃত রাজপ্রাসাদ, দুর্গ ও মন্দিরের দেখা মিলবে শহরটিতে। উনিশ শতকে এক মহারাজা রানি ভিক্টোরিয়ার সফরের আগে শহরের দালান–কোঠা গোলাপি রঙে রাঙিয়ে দেওয়ায় এটি এখনো পরিচিত গোলাপি শহর নামে। রাজস্থান রাজ্যের রাজধানী ও সবচেয়ে বড় শহরটি অলংকার, বস্ত্র, শিল্পকর্মের জন্যও মশহুর।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ১৪৫.৩৬ ডলার বা ১৫ হাজার ৫৫৬ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৫১ হাজার ২৩০ ডলার বা ১ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৩২১.৮০ ডলার বা ৩৪ হাজার ৪৩৮ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১,০৭৬. ৫০ ডলার বা ১ লাখ ১৫ হাজার ২০৪ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ১.৫১ ডলার বা ১৬০ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ১২.১১ ডলার বা ১২৯৫ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ১৮.৭৪ ডলার বা ২০০০ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: পর্যটন, রত্নপাথর কাটা, বস্ত্রশিল্প, উৎপাদন।
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: দূষণ, অপরাধ এখানকার বড় চ্যালেঞ্জ। নাগরিকত্ব পেতে লাগবে নিদেনপক্ষে ১২ বছর।
লাগোস, নাইজেরিয়া
জনসংখ্যা: ২০২৩ এ ১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার (সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুযায়ী)
যে কারণে বিখ্যাত: দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে। নলিউড নামে পরিচিত চলচ্চিত্র নির্মাণ শিল্পের প্রসারের পাশাপাশি টেক স্টার্টআপের জন্যও চমৎকার এক জায়গায় পরিণত হয়েছে। নাইজেরিয়ার সেরা বিশ্ববিদ্যালয় ও স্কুলের অনেকগুলোই এখানে।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ১৫৫০.৮০ ডলার বা ১ লাখ ৬৬ হাজার টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ৮৩,২৪০ ডলার বা ৮৯ লাখ ৮ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৬০২.২০ ডলার বা ৬৪ হাজার ৪৫০ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ২১৮৮.৯০ ডলার বা ২ লাখ ৪৩ হাজার ২৫০ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ৩.৩২ ডলার বা ৩৫৫ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ৪৩.৪৪ ডলার বা ৪ হাজার ৬৫০ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৩৯.৬৯ ডলার বা ৪ হাজার ২৫০ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: হিসাবরক্ষণ, বিপণন, বিজ্ঞাপন
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: ২০১৮ সালে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বসবাসের জন্য লাগোসকে পৃথিবীর খারাপ জায়গাগুলোর একটি হিসেবে ঘোষণা করে। কারণ হিসেবে উল্লেখ করে তুলনামূলক বেশি অপরাধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার দুরবস্থার কারণে। জনসংখ্যা বেশি হওয়ায় আবাসন দুষ্প্রাপ্য।
লারিসা, গ্রিস
জনসংখ্যা: ১ লাখ ৬২ হাজার (২০১৭), ইউনেসকো ইনস্টিটিউটের তথ্য
যে কারণে বিখ্যাত: শহরটি ঘিরে আছে উর্বর উপত্যকা ও পার্বত্যভূমি। রোমানদের সময়ের একটি অ্যাম্ফিথিয়েটার এখানকার অন্যতম আকর্ষণ। শহরটির প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস তুলে ধরা হয়েছে দিয়াক্রনিক জাদুঘরে।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ২৮৬.৯০ ডলার বা ৩০ হাজার ৭০০ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৮৪ হাজার ৩৩০ ডলার বা ১ কোটি ৯৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৭২১.৫০ ডলার বা ৭৭ হাজার ২১৩ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ২,৪২০. ৭০ ডলার বা ২ লাখ ৫৯ হাজার ৫০ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ৩.১৬ ডলার বা ৩৩৮ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ৩৪.৮৬ ডলার বা ৩ হাজার ৭৩০ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৪৫.৫৮ ডলার বা ৪ হাজার ৮৭৭ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: কৃষি, পর্যটন
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশগুলোর নাগরিকেরা ডিজিটাল নোমাড ভিসা (এক জায়গায় কাজ করে অন্য জায়গায় বসবাস করা) পেতে পারেন, তবে এজন্য কিছু শর্তপূরণ করতে হয়। এর মধ্যে আছে স্বাস্থ্য বিমা ও মাসিক বেতন ৩ হাজার ৫০০ ইউরো হতে হয়।
পুয়েবালা, মেক্সিকো
জনসংখ্যা: ৩৩ লাখ (২০২২)
যে কারণে বিখ্যাত: মেক্সিকোর চতুর্থ বৃহত্তম শহরটির চারপাশে পর্বত এমনকি আগ্নেয়গিরিও আছে। মেক্সিকো সিটি থেকে কেবল দুই ঘণ্টায় পৌঁছাতে পারবেন। পুয়াবেলা শহরের কিছু অংশ ষোলো ও শতকের বিভিন্ন ঐতিহাসিক কাঠামোর কারণে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৩৩৫.৮১ ডলার বা ৩৫ হাজার ৯৩৭ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ৭২ হাজার ৭৯০ ডলার বা ৭৭ লাখ ৯০ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৫২৪.২০ ডলার বা ৫৬ হাজার টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১৮৫১.২০ ডলার বা ১ লাখ ৯৮ হাজার ১০০ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ২.৬০ ডলার বা ২৭৮ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ২৬.৫৮ ডলার বা ২ হাজার ৮৪৪ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ২৮.৩৫ ডলার বা ৩ হাজার টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: খুচরা ব্যবসা, হসপিটালিটি, উৎপাদন
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: ডিজিটাল নোমাড হিসেবে পর্যটন কিংবা অস্থায়ী রেসিডেন্স ভিসা পাওয়া যায়। চার বছর পর্যন্ত থাকা যায় এভাবে। তবে স্থায়ীভাবে থাকতে চাইলে দীর্ঘস্থায়ী প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মধ্যে আছে স্প্যানিশে দক্ষতা অর্জন।
রাবাত, মরক্কো
জনসংখ্যা: ২০২৩ এ ১৯ লাখ ৫০ম হাজার (সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক)
যে কারণে বিখ্যাত: কাসাব্লাংকা থেকে ৫৪ মাইল দূরে অবস্থিত শহরটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত ও মরক্কোর রাজধানী। দেশের ঐতিহাসিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাদুঘরটি আছে এখানে। এর প্রচুর সংখ্যক সরকারি ভবন, দূতাবাস, সবুজ জমি ও প্রশস্ত রাস্তার কারণে অনেকে একে ডাকেন উত্তর আফ্রিকার ওয়াশিংটন ডিসি নামে।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৪৩৩.৫১ ডলার বা ৪৬ হাজার ৩৯০ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১.৮৮. ৭৭০ ডলার বা ২ কোটি ২ লাখ টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৪৫২.২০ ডলার বা ৪৮ হাজার ৪০০ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১,৫৮৯. ২০ ডলার বা ১ লাখ ৭০ হাজার টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ১.৮০ ডলার বা ১৯২ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ২৬.০৯ ডলার বা ২ হাজার ৭৯০ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ২৩.১৪ ডলার বা ২ হাজার ৪৭৬ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: পর্যটন, কৃষি, খনি, টেক্সটাইল, নির্মাণ
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: মরক্কোয় ২০২১ সালে এসে থাকা শুরু করা এক আমেরিকান দম্পতি এখানকার দুর্নীতি ও স্বাস্থ্যসেবার খারাপ অবস্থার কথা তুলে ধরেছেন।
সান্তা ক্রুজ, বলিভিয়া
জনসংখ্যা: ২০২২ সালে ১৮ লাখ ২০ হাজার (সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক)
যে কারণে বিখ্যাত: দেশটির প্রধান বাণিজ্যকেন্দ্র। দ্রুত আধুনিক একটি শহর হয়ে ওঠা শহরটি সাংস্কৃতিক দিক থেকেও উন্নত। এখানে অবস্থিত এল ফুয়েরেতে নামে প্রাচীন এক গ্রামের ধ্বংসাবশেষ ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৪০১.৬০ ডলার বা ৪৩ হাজার টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৬ হাজার ২৫০ ডলার বা ১ কোটি ১৩ লাখ ৭১ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৪৮৬.৯০ ডলার বা ৫২ হাজার ১০০ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১৭২১.৭০ ডলার বা ১ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ২.২৬ ডলার বা ২৪২ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ২৮.৯৯ ডলার বা ৩ হাজার ১০০ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৪০.৭৬ ডলার বা ৪ হাজার ৩৬০ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: কৃষি, খনি, প্রাকৃতিক গ্যাস
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: বিদেশিদের জন্য চাকরির সুযোগ কম। অপরাধের মাত্রা বেশি এবং অবকাঠামোর সংখ্যা কম।
সান্তা ক্রুজ দে তেনেরিফি, স্পেন
জনসংখ্যা: ২ লাখ ৮ হাজার ৮৭৮ (২০২০)
যে কারণে বিখ্যাত: আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত শহরটি ছুটি ও অবসর কাটানোর জন্য খুব জনপ্রিয় এক জায়গা। এখানকার সৈকত, সুন্দর গ্রামগুলো পর্যটক টানে বেশি।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৭০৯.৬৮ ডলার বা ৭৬ হাজার টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ২ লাখ ৭ হাজার ৮০ ডলার বা ২ কোটি ২১ লাখ ৬১ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৬১৭.৯০ ডলার বা ৬৬ হাজার ১২৬ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ২,২১৭. ৯০ ডলার বা ২ লাখ ৩৭ হাজার ৩৫০ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ১.৮১ ডলার বা ১৯৩ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ৪২.৮৭ ডলার বা ৪ হাজার ৫৮৭ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৪১.৭৯ ডলার বা ৪ হাজার ৪৭২ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: পর্যটন, কৃষি, বিজ্ঞাপন
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: স্পেনে নাগরিকত্বের আগের ধাপ গোল্ডেন ভিসার জন্য আবাসন খাতে ৫ লাখ ৩৭ হাজার ডলার বিনিয়োগ করতে হয়। লিসবন ও লন্ডনের পর এ শহরে বসতি গাড়া এক নারী জানান জ্যাম থাকে, ট্যাক্সি ভাড়া অত্যধিক ও স্বাস্থ্যসেবার মান ভালো নয়।
বিদেশে পাড়ি জমাতে চান অনেকেই। তাঁদের প্রায় প্রত্যেকেরই চাওয়া থাকে যে শহরটিতে থাকবেন, সেখানকার পরিবেশ ভালো হওয়ার পাশাপাশি আবাসন, খাবারসহ অন্যান্য খরচও হবে কম। বিজনেস ইনসাইডার এমন ১২টি চমৎকার শহরের তালিকা তৈরি করেছে, যেগুলোর জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম। নুমেবো নামের একটি ওয়েবসাইটের ডেটা এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
পৃথিবীর বড় বড় শহরের মানুষের তথ্যের ভিত্তিতে সেখানকার জীবনযাত্রার ব্যয় বের করেছে ওয়েবসাইটটি। তারা যেসব বিষয়ে তথ্য সংগ্রহ করেছে তা হলো, শহরের কেন্দ্রে বাসা ভাড়া কিংবা কেনার খরচ, কফির দাম, দুজনের খাওয়ার খরচ, জিমের মেম্বার হওয়ার খরচ ইত্যাদি।
এই প্রতিবেদনে শহরের জনসংখ্যার ব্যাপারে বেশির ভাগ ক্ষেত্রে জাতিসংঘের ডেটা ব্যবহার করা হয়েছে। অন্য কোনো সূত্র ব্যবহার করা হলে সেই তথ্যও দেওয়া হয়েছে।
বুখারেস্ট, রোমানিয়া
জনসংখ্যা: ১৮ লাখ ২০ হাজার (২০২১)
যে কারণে বিখ্যাত: রোমানিয়ার রাজধানী ও সবচেয়ে বড় শহর। দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রও বুখারেস্ট। ‘লিটল প্যারিস’ নামে পরিচিত শহরটির স্থাপত্যে ফরাসি প্রভাব প্রকট। সাম্প্রতিক বছরগুলোতে নাইট লাইফ ডেসটিনেশনস বা নৈশকালীন জীবনের জন্য নাম কামিয়েছে শহরটি।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৪৬৮.২৫ ডলার বা ৫০ হাজার টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ২ লাখ ৩৯ হাজার ৯৯০ ডলার বা ২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৬৩৮.৮০ ডলার বা ৬৮ হাজার ৩৬২ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ২২৩৭.৪০ ডলার বা ২ লাখ ৩৯ হাজার ৪৪১ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ২ ডলার ৮৩ সেন্ট বা ৩০৩ টাকা।
দুজনের তিনবেলা খাওয়ার খরচ: ৪৭.৯২ ডলার বা ৫ হাজার ১২৮ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৪৫.৬৫ ডলার বা ৪ হাজার ৮৮৫ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: কৃষি, যাতায়াত, প্রকৌশল ও হসপিটালিটি।
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: রোমানিয়ান এক্সপেরিয়েন্স ওয়েবসাইটের মতে যানজট বেশি, বায়ুর মান ভালো নয় ও ময়লা ফুটপাত এখানকার বড় সমস্যা। তা ছাড়া ইউক্রেন যুদ্ধের কারণে শরণার্থী আসার প্রবণতা বাড়ায় এখানকার সম্পদের ওপর চাপ পড়ছে।
কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
জনসংখ্যা: ২০২১-এর হিসাবে ৪৭ লাখ ৬০ হাজার (ওয়েস্টার্ন কেপ গভর্নমেন্টের জরিপ অনুসারে)
যে কারণে বিখ্যাত: প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য পরিচিত। বিখ্যাত টেবল পর্বত ও অসংখ্য সৈকত এর বড় আকর্ষণ। পেঙ্গুইন ও তিমি দেখার জন্যও পরিচিতি আছে জায়গাটির।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৬৪২ ডলার বা ৬৮ হাজার ৭০৫ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৮২ হাজার ৯৮০ ডলার বা ১ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৮০ টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৫১২.৬ ডলার বা ৫৪ হাজার টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১,৭৮২. ৪০ ডলার বা ১ লাখ ৯০ হাজার ৭০৫ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ২ ডলার ৮৩ সেন্ট বা ৩০৩ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ৩২.৪২ ডলার বা ৩ হাজার ৪৭০ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৩৬.১৯ ডলার বা ৩ হাজার ৮৭২ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: পর্যটন, হসপিটালিটি, খনি ও খনিজ প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন সেক্টরে।
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: যুক্তরাষ্ট্র এবং উত্তর ইউরোপের তুলনায় কম ব্যয়বহুল হলেও দক্ষিণ আফ্রিকার অন্য এলাকাগুলোর তুলনায় খরচটা বেশি। মূল শহর থেকে দূরে শহরতলিতে অনেকে বাসা ভাড়া নেন না, কেনেন খরচ কমাতে। বিদ্যুৎ একটা বড় সমস্যা। রয়টার্স জানিয়েছে, ডিসেম্বর থেকে কেপটাউন ও অন্যান্য এলাকায় বিদ্যুদ্বিভ্রাট প্রকট। বিদ্যুদ্বিভ্রাট ১০ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
কার্টাগেনা, কলম্বিয়া
জনসংখ্যা: ৮ লাখ ৮৭ হাজার ৬৪৬ (২০২০)
যে কারণে বিখ্যাত: স্পেনের হাতে গোড়াপত্তন হওয়া শহরটির পুরোনো অংশের গম্বুজময় দালানকোঠাসহ স্থাপনাগুলো চোখ জুড়াবে। এটি এখন ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ক্যারিবিয়ান সাগরতীরের শহরটিতে চমৎকার কিছু সৈকত আছে।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৪৭৩.৬৬ ডলার বা ৫০ হাজার ৬৯০ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৯৩ হাজার ৯৫০ ডলার বা ২ কোটি ৭ লাখ ৫৬ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৪০৭ ডলার বা ৪৩ হাজার ৫৫৬ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১৩৫০ ডলার বা ১ লাখ ৪৪ হাজার ৪৭৩ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ১ ডলার ৪ সেন্ট বা ১৫২ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ১৯.২৭ ডলার বা ২ হাজার ৬২ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ২০.১০ ডলার বা ২ হাজার ১৫১ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: কৃষি, শিক্ষকতা, হসপিটালিটি ও বিপণন।
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: ট্রাভেলের একটি ভ্লগ থেকে জানা যায়, এখানকার রাস্তা ও সৈকতে বিক্রেতারা বেশ বিরক্ত করে। তা ছাড়া কলম্বিয়ায় ট্যুরিস্ট ভিসায় কাজ করতে পারবেন না। পেশা অনুযায়ী লাইসেন্স কিংবা শ্রমভিসা নিতে হবে।
চিয়াং মাই, থাইল্যান্ড
জনসংখ্যা: ২০২৩ এর হিসেবে ১২ লাখ ১০ হাজার (সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুসারে)
যে কারণে বিখ্যাত: বছরজুড়ে ৫৯ ডিগ্রি থেকে ৯৭ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে এখানকার তাপমাত্রা। উত্তর থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর। চমৎকারভাবে সজ্জিত পুরোনো মন্দির আর শহরময় ছড়িয়ে থাকা রাত্রিকালীন বাজারের জন্য পরিচিত। এ বাজারগুলো মুখরোচক স্ট্রিট ফুড, স্থানীয় হস্তশিল্পসহ আরও নানা ধরনের টুকিটাকি জিনিসের জন্য বিখ্যাত।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৩৫১.৮২ ডলার বা ৩৭ হাজার ৬৫০ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৫৫ হাজার ২৬০ ডলার বা ১ কোটি ৬৬ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৫০৯.৮০ ডলার বা ৫৪ হাজার ৫৫৭ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১ হাজার ৮০৮.৫০ ডলার বা ১ লাখ ৯৩ হাজার ৫৪০ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ১.৫৯ ডলার বা ১৭০ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ১৫.৩৭ ডলার বা ১ হাজার ৬৪৪ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৩৭.৭২ ডলার বা ৪ হাজার ৩৬ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: পর্যটন, খামার, খাবার।
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: অনেক বিশেষজ্ঞের মত জায়গাটি অতিরিক্ত গরম। ভাষার বাধা কাটিয়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ কঠিন। বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বায়ু মান খারাপ, কারণ এ সময় কৃষকেরা মাঠে আগুন দেন নতুন চারা লাগানোর জন্য। নাগরিকত্ব পাওয়ার জন্য শহরের স্থায়ী বাসিন্দা হিসেবে অন্তত পাঁচ বছর থাকতে হবে।
জর্জ টাউন, মালয়েশিয়া
জনসংখ্যা: ২ লাখ ২৮ হাজার ২৫০ (২০২১)
যে কারণে বিখ্যাত: জর্জ টাউন পেনাং রাজ্যের রাজধানী ও মালয়েশিয়ার উত্তর–পশ্চিম উপকূলে এর অবস্থান। ছোট্ট, উষ্ণমণ্ডলীয় দ্বীপটি ভোজনরসিক বা খাবারপ্রমীদের খুব প্রিয় জায়গা। এখানকার সাগরসৈকত, পর্বত, গ্রামগুলোও টানবে আপনাকে।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৩২৭.৪৬ ডলার বা ৩৫ হাজার টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৩৫ হাজার ১২০ ডলার বা ১ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৪৮৫.১০ ডলার বা ৫১ হাজার ৯০০ টাকা
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১৭০১.৭০ ডলার বা ১ লাখ ৮২ হাজার টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ২.২৯ ডলার বা ২৪৫ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ১০.১৬ ডলার বা ১০৮৭ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ২৬.৫৪ ডলার বা ২ হাজার ৮৪০ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: চাকরি, বিপণন, পর্যটন, হসপিটালিটি।
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: পেনাংয়ে বসবাস শুরু করা এক নারী এর কিছু সমস্যা তুলে ধরেছেন, এখানকার স্ট্রিট ফুড খুব বিখ্যাত হলেও সব ধরনের খাবার পাওয়া যায় এমন রেস্তোরাঁ কম। সৈকতগুলো চমৎকার হলেও সাগরের পানি পরিষ্কার নয়। বিদেশি নাগরিক ও তাঁর প্রতি নির্ভরশীলেরা ১০ বছরের ভিসা পেলেও এ জন্য তাঁদের মালয়েশিয়ার ব্যাংকে বড় অঙ্কের অর্থ রাখতে হয় নতুবা আবাসন খাতে বিনিয়োগ করতে হয়। নাগরিক হতে চাইলে আগে যে নাগরিকত্ব আছে সেটি পরিত্যাগ করতে হয়।
একজন ব্যক্তি ও পরিবারের মাসিক খরচটা মূলত জর্জ টাউনের নয় পেনাং প্রদেশের হিসেবে করা হয়েছে।
জয়পুর, ভারত
জনসংখ্যা: ৩০ লাখ ৫০ হাজার (২০১৭)
যে কারণে বিখ্যাত: ভারতের সবচেয়ে সুন্দর ও অলংকৃত রাজপ্রাসাদ, দুর্গ ও মন্দিরের দেখা মিলবে শহরটিতে। উনিশ শতকে এক মহারাজা রানি ভিক্টোরিয়ার সফরের আগে শহরের দালান–কোঠা গোলাপি রঙে রাঙিয়ে দেওয়ায় এটি এখনো পরিচিত গোলাপি শহর নামে। রাজস্থান রাজ্যের রাজধানী ও সবচেয়ে বড় শহরটি অলংকার, বস্ত্র, শিল্পকর্মের জন্যও মশহুর।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ১৪৫.৩৬ ডলার বা ১৫ হাজার ৫৫৬ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৫১ হাজার ২৩০ ডলার বা ১ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৩২১.৮০ ডলার বা ৩৪ হাজার ৪৩৮ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১,০৭৬. ৫০ ডলার বা ১ লাখ ১৫ হাজার ২০৪ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ১.৫১ ডলার বা ১৬০ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ১২.১১ ডলার বা ১২৯৫ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ১৮.৭৪ ডলার বা ২০০০ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: পর্যটন, রত্নপাথর কাটা, বস্ত্রশিল্প, উৎপাদন।
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: দূষণ, অপরাধ এখানকার বড় চ্যালেঞ্জ। নাগরিকত্ব পেতে লাগবে নিদেনপক্ষে ১২ বছর।
লাগোস, নাইজেরিয়া
জনসংখ্যা: ২০২৩ এ ১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার (সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুযায়ী)
যে কারণে বিখ্যাত: দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে। নলিউড নামে পরিচিত চলচ্চিত্র নির্মাণ শিল্পের প্রসারের পাশাপাশি টেক স্টার্টআপের জন্যও চমৎকার এক জায়গায় পরিণত হয়েছে। নাইজেরিয়ার সেরা বিশ্ববিদ্যালয় ও স্কুলের অনেকগুলোই এখানে।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ১৫৫০.৮০ ডলার বা ১ লাখ ৬৬ হাজার টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ৮৩,২৪০ ডলার বা ৮৯ লাখ ৮ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৬০২.২০ ডলার বা ৬৪ হাজার ৪৫০ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ২১৮৮.৯০ ডলার বা ২ লাখ ৪৩ হাজার ২৫০ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ৩.৩২ ডলার বা ৩৫৫ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ৪৩.৪৪ ডলার বা ৪ হাজার ৬৫০ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৩৯.৬৯ ডলার বা ৪ হাজার ২৫০ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: হিসাবরক্ষণ, বিপণন, বিজ্ঞাপন
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: ২০১৮ সালে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বসবাসের জন্য লাগোসকে পৃথিবীর খারাপ জায়গাগুলোর একটি হিসেবে ঘোষণা করে। কারণ হিসেবে উল্লেখ করে তুলনামূলক বেশি অপরাধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার দুরবস্থার কারণে। জনসংখ্যা বেশি হওয়ায় আবাসন দুষ্প্রাপ্য।
লারিসা, গ্রিস
জনসংখ্যা: ১ লাখ ৬২ হাজার (২০১৭), ইউনেসকো ইনস্টিটিউটের তথ্য
যে কারণে বিখ্যাত: শহরটি ঘিরে আছে উর্বর উপত্যকা ও পার্বত্যভূমি। রোমানদের সময়ের একটি অ্যাম্ফিথিয়েটার এখানকার অন্যতম আকর্ষণ। শহরটির প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস তুলে ধরা হয়েছে দিয়াক্রনিক জাদুঘরে।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ২৮৬.৯০ ডলার বা ৩০ হাজার ৭০০ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৮৪ হাজার ৩৩০ ডলার বা ১ কোটি ৯৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৭২১.৫০ ডলার বা ৭৭ হাজার ২১৩ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ২,৪২০. ৭০ ডলার বা ২ লাখ ৫৯ হাজার ৫০ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ৩.১৬ ডলার বা ৩৩৮ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ৩৪.৮৬ ডলার বা ৩ হাজার ৭৩০ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৪৫.৫৮ ডলার বা ৪ হাজার ৮৭৭ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: কৃষি, পর্যটন
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশগুলোর নাগরিকেরা ডিজিটাল নোমাড ভিসা (এক জায়গায় কাজ করে অন্য জায়গায় বসবাস করা) পেতে পারেন, তবে এজন্য কিছু শর্তপূরণ করতে হয়। এর মধ্যে আছে স্বাস্থ্য বিমা ও মাসিক বেতন ৩ হাজার ৫০০ ইউরো হতে হয়।
পুয়েবালা, মেক্সিকো
জনসংখ্যা: ৩৩ লাখ (২০২২)
যে কারণে বিখ্যাত: মেক্সিকোর চতুর্থ বৃহত্তম শহরটির চারপাশে পর্বত এমনকি আগ্নেয়গিরিও আছে। মেক্সিকো সিটি থেকে কেবল দুই ঘণ্টায় পৌঁছাতে পারবেন। পুয়াবেলা শহরের কিছু অংশ ষোলো ও শতকের বিভিন্ন ঐতিহাসিক কাঠামোর কারণে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৩৩৫.৮১ ডলার বা ৩৫ হাজার ৯৩৭ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ৭২ হাজার ৭৯০ ডলার বা ৭৭ লাখ ৯০ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৫২৪.২০ ডলার বা ৫৬ হাজার টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১৮৫১.২০ ডলার বা ১ লাখ ৯৮ হাজার ১০০ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ২.৬০ ডলার বা ২৭৮ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ২৬.৫৮ ডলার বা ২ হাজার ৮৪৪ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ২৮.৩৫ ডলার বা ৩ হাজার টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: খুচরা ব্যবসা, হসপিটালিটি, উৎপাদন
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: ডিজিটাল নোমাড হিসেবে পর্যটন কিংবা অস্থায়ী রেসিডেন্স ভিসা পাওয়া যায়। চার বছর পর্যন্ত থাকা যায় এভাবে। তবে স্থায়ীভাবে থাকতে চাইলে দীর্ঘস্থায়ী প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মধ্যে আছে স্প্যানিশে দক্ষতা অর্জন।
রাবাত, মরক্কো
জনসংখ্যা: ২০২৩ এ ১৯ লাখ ৫০ম হাজার (সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক)
যে কারণে বিখ্যাত: কাসাব্লাংকা থেকে ৫৪ মাইল দূরে অবস্থিত শহরটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত ও মরক্কোর রাজধানী। দেশের ঐতিহাসিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাদুঘরটি আছে এখানে। এর প্রচুর সংখ্যক সরকারি ভবন, দূতাবাস, সবুজ জমি ও প্রশস্ত রাস্তার কারণে অনেকে একে ডাকেন উত্তর আফ্রিকার ওয়াশিংটন ডিসি নামে।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৪৩৩.৫১ ডলার বা ৪৬ হাজার ৩৯০ টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১.৮৮. ৭৭০ ডলার বা ২ কোটি ২ লাখ টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৪৫২.২০ ডলার বা ৪৮ হাজার ৪০০ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১,৫৮৯. ২০ ডলার বা ১ লাখ ৭০ হাজার টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ১.৮০ ডলার বা ১৯২ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ২৬.০৯ ডলার বা ২ হাজার ৭৯০ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ২৩.১৪ ডলার বা ২ হাজার ৪৭৬ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: পর্যটন, কৃষি, খনি, টেক্সটাইল, নির্মাণ
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: মরক্কোয় ২০২১ সালে এসে থাকা শুরু করা এক আমেরিকান দম্পতি এখানকার দুর্নীতি ও স্বাস্থ্যসেবার খারাপ অবস্থার কথা তুলে ধরেছেন।
সান্তা ক্রুজ, বলিভিয়া
জনসংখ্যা: ২০২২ সালে ১৮ লাখ ২০ হাজার (সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক)
যে কারণে বিখ্যাত: দেশটির প্রধান বাণিজ্যকেন্দ্র। দ্রুত আধুনিক একটি শহর হয়ে ওঠা শহরটি সাংস্কৃতিক দিক থেকেও উন্নত। এখানে অবস্থিত এল ফুয়েরেতে নামে প্রাচীন এক গ্রামের ধ্বংসাবশেষ ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৪০১.৬০ ডলার বা ৪৩ হাজার টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ১ লাখ ৬ হাজার ২৫০ ডলার বা ১ কোটি ১৩ লাখ ৭১ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৪৮৬.৯০ ডলার বা ৫২ হাজার ১০০ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ১৭২১.৭০ ডলার বা ১ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ২.২৬ ডলার বা ২৪২ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ২৮.৯৯ ডলার বা ৩ হাজার ১০০ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৪০.৭৬ ডলার বা ৪ হাজার ৩৬০ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: কৃষি, খনি, প্রাকৃতিক গ্যাস
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: বিদেশিদের জন্য চাকরির সুযোগ কম। অপরাধের মাত্রা বেশি এবং অবকাঠামোর সংখ্যা কম।
সান্তা ক্রুজ দে তেনেরিফি, স্পেন
জনসংখ্যা: ২ লাখ ৮ হাজার ৮৭৮ (২০২০)
যে কারণে বিখ্যাত: আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত শহরটি ছুটি ও অবসর কাটানোর জন্য খুব জনপ্রিয় এক জায়গা। এখানকার সৈকত, সুন্দর গ্রামগুলো পর্যটক টানে বেশি।
শহরের কেন্দ্রে এক বেডরুমের একটি বাসার গড় ভাড়া: ৭০৯.৬৮ ডলার বা ৭৬ হাজার টাকা।
শহরের কেন্দ্রে ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম: ২ লাখ ৭ হাজার ৮০ ডলার বা ২ কোটি ২১ লাখ ৬১ হাজার টাকা।
একজন ব্যক্তির মাসিক খরচ (আবাসন বাদে) : ৬১৭.৯০ ডলার বা ৬৬ হাজার ১২৬ টাকা।
চারজনের পরিবারের মাসিক খরচ (আবাসন বাদে) : ২,২১৭. ৯০ ডলার বা ২ লাখ ৩৭ হাজার ৩৫০ টাকা।
এক কাপ ক্যাপাচিনো কফির দাম: ১.৮১ ডলার বা ১৯৩ টাকা।
দুজনের তিনবেলা খাবার খরচ: ৪২.৮৭ ডলার বা ৪ হাজার ৫৮৭ টাকা।
এক মাসের জন্য জিমের সদস্য হওয়ার খরচ: ৪১.৭৯ ডলার বা ৪ হাজার ৪৭২ টাকা।
সবচেয়ে সাধারণ পেশা: পর্যটন, কৃষি, বিজ্ঞাপন
এখানে পাকাপাকিভাবে আস্তানা গাড়া কঠিন যে কারণে: স্পেনে নাগরিকত্বের আগের ধাপ গোল্ডেন ভিসার জন্য আবাসন খাতে ৫ লাখ ৩৭ হাজার ডলার বিনিয়োগ করতে হয়। লিসবন ও লন্ডনের পর এ শহরে বসতি গাড়া এক নারী জানান জ্যাম থাকে, ট্যাক্সি ভাড়া অত্যধিক ও স্বাস্থ্যসেবার মান ভালো নয়।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
১৩ ঘণ্টা আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
১৩ ঘণ্টা আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
১৪ ঘণ্টা আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
১৪ ঘণ্টা আগে