Ajker Patrika

এডব্লিউএস এক্সপার্ট তৈরির উদ্যোগ

ক্যাম্পাস ডেস্ক
এডব্লিউএস এক্সপার্ট তৈরির উদ্যোগ

দেশে প্রথমবারের মতো আমাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) যৌথভাবে আয়োজন করে ‘আমাজন ওয়েব সার্ভিসেস ক্লাউড ডে-২০২৩’। সম্প্রতি ঢাকার ডিআইইউ ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এডব্লিউএসের সহযোগিতায় বাংলাদেশের তরুণ মেধাবী তথ্যপ্রযুক্তিপ্রেমীদের প্রশিক্ষণের মাধ্যমে ৫০ হাজার এডব্লিউএস এক্সপার্ট তৈরির ঘোষণা দেয় দীপ্তি।

এই আয়োজনের লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের আমাজন ওয়েব সার্ভিসের ক্যারিয়ার প্রোগ্রাম সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দেওয়া।

এডব্লিউএসের লক্ষ্য ৭ লাখ দক্ষ প্রযুক্তি পেশাদার তৈরি করা। এডব্লিউএস ও দীপ্তি বাংলাদেশে ডিজিটাল দক্ষতার ঘাটতি পূরণে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয়ভাবে কাজ করবে। শিল্প-নেতৃস্থানীয় জ্ঞান এবং দক্ষতার সঙ্গে পেশাদার ব্যক্তিদের ক্ষমতায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং দেশে প্রযুক্তিগত অগ্রগতি আনয়নে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এ ছাড়া এডব্লিউএসের লিডার, সলিউশন আর্কিটেকচার মোহাম্মদ মাহদী-উজ জামান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল পরিবারের সিইও মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান ছিলেন আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত