মুহাম্মদ শফিকুর রহমান
ফুলের নাম পিটুনিয়া, ডায়ান্থাস, সালভিয়া, গ্যাজেনিয়া, ভারবেনা, গাঁদা, এস্টার, প্যানজি, ইমপেশন, চন্দ্রমল্লিকা, স্টক এন্টিরিনাম। শীতেই এদের রূপ দেখা যায়। কিন্তু এ জন্য চাই ফুল গাছের যত্নআত্তি।
পিটুনিয়া
মাল্টিকালার ফুল পিটুনিয়া ঝুলন্ত টবে মুগ্ধতা ছড়ায়। এর জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। তাই একটু বড় টবে এই গাছ রোপণ করতে হবে। পিটুনিয়ার টবের মাটি শুকিয়ে নিতে হয়। তারপর মাটির সঙ্গে গোবর কিংবা নিম খোল মিশিয়ে নিন। ঝুরঝুরে মাটি টবে দিয়ে চারা রোপণ করতে হবে। এর গোড়ার মাটিতে পানি জমতে দেওয়া যাবে না। অসময়ে কুঁড়ি এলে ছেঁটে ফেলতে হবে। তা হলেই শীতে দেখা পাওয়া যাবে গাছভর্তি রঙিন পিটুনিয়ার।
ডায়ান্থাস
একটু বড় চারা কিনে এনে চার দিন রেখে দিতে হবে। তারপর যেকোনো আকারের টবে ডায়ান্থাস গাছ লাগানো যাবে। পানি যেন কম বা বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চারা লাগানোর ১৫ দিন পর, সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। এর বদলে ডিএপি সার দেওয়া যেতে পারে। সূর্যের আলোয় এ গাছ ভালো হয়। সাধারণত এ গাছে তেমন পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না। ছোট অবস্থায় কুঁড়ি দেখা গেলে, তা কেটে দিলে গাছ ঝোপালো হয়ে উঠবে। ১৫ দিন পরপর ১০-২৬-২৬ অথবা ১৯-১৯-১৯ সার দিতে হবে ফুল আসার পর থেকে। ফুল ফুটে শুকিয়ে গেলে ডাঁটাসহ কেটে ফেলে দিতে হবে।
সালভিয়া
এ গাছের ডালের ডগা থেকে বের হওয়া স্টিকে ফুল ফোটে। পাঁচ রঙের ফুল পাওয়া যায়। বাগানের ৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ বালু এবং ২৫ শতাংশ কেঁচো সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। ৮ ইঞ্চি টবে এই গাছ ভালো হয়। চারা লাগানোর ১০ দিন পর থেকে সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। সূর্যের আলোয় এ গাছ রাখতে হবে। গাছের পাতায় নিয়মিত টাফগর ও নিম কীটনাশক স্প্রে করলে রোগ ও পোকার আক্রমণ কম হবে। ফুল ফোটা শুরু করলে ১৫ দিন পরপর এনপিকে ১০-২৬-২৬ সার দিতে হবে।
ভারবেনা
সব ধরনের টবে এর চারা লাগানো যায়। এই গাছ নিয়মিত পিঞ্চিং করতে হয়। পাউডারি মিলডিউ রোগে ভারবেনা আক্রান্ত হতে পারে। এ জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা বিটারটেনল ব্যবহারের পরামর্শ দেন। তবে মাঝেমধ্যে ছত্রাকনাশক স্প্রে করা উত্তম।
এস্টার
বেগুনি ছাড়া আরও চার রঙের হয় এই ফুল। টব নির্বাচনের বেলায় ৪, ৬ ও ৮ ইঞ্চি বেছে নেওয়া যেতে পারে। ১০ ইঞ্চি টব হলে দুটি গাছ বসানো যায়। দুই ভাগ বাগানের মাটি, এক ভাগ বালু, এক ভাগ কেঁচো সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। গাছ একটু বড় হলে রোদে রাখতে হবে। গাছ লাগানোর ১৫ দিন পর সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। কুঁড়ি দেখা গেলে ১৫ দিন পরপর এনপিকে ১৯-১৯-১৯ এক গ্রাম এক লিটার পানিতে গুলে গাছের পাতায় স্প্রে করতে হবে। এ গাছ লম্বা হয়। তাই লাঠি বেঁধে দিতে হবে। এস্টার গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ হতে পারে। এ জন্য এক লিটার পানিতে দুই মিলিলিটার টাফগর মিশিয়ে স্প্রে করতে হবে।
ফুলের নাম পিটুনিয়া, ডায়ান্থাস, সালভিয়া, গ্যাজেনিয়া, ভারবেনা, গাঁদা, এস্টার, প্যানজি, ইমপেশন, চন্দ্রমল্লিকা, স্টক এন্টিরিনাম। শীতেই এদের রূপ দেখা যায়। কিন্তু এ জন্য চাই ফুল গাছের যত্নআত্তি।
পিটুনিয়া
মাল্টিকালার ফুল পিটুনিয়া ঝুলন্ত টবে মুগ্ধতা ছড়ায়। এর জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। তাই একটু বড় টবে এই গাছ রোপণ করতে হবে। পিটুনিয়ার টবের মাটি শুকিয়ে নিতে হয়। তারপর মাটির সঙ্গে গোবর কিংবা নিম খোল মিশিয়ে নিন। ঝুরঝুরে মাটি টবে দিয়ে চারা রোপণ করতে হবে। এর গোড়ার মাটিতে পানি জমতে দেওয়া যাবে না। অসময়ে কুঁড়ি এলে ছেঁটে ফেলতে হবে। তা হলেই শীতে দেখা পাওয়া যাবে গাছভর্তি রঙিন পিটুনিয়ার।
ডায়ান্থাস
একটু বড় চারা কিনে এনে চার দিন রেখে দিতে হবে। তারপর যেকোনো আকারের টবে ডায়ান্থাস গাছ লাগানো যাবে। পানি যেন কম বা বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চারা লাগানোর ১৫ দিন পর, সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। এর বদলে ডিএপি সার দেওয়া যেতে পারে। সূর্যের আলোয় এ গাছ ভালো হয়। সাধারণত এ গাছে তেমন পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না। ছোট অবস্থায় কুঁড়ি দেখা গেলে, তা কেটে দিলে গাছ ঝোপালো হয়ে উঠবে। ১৫ দিন পরপর ১০-২৬-২৬ অথবা ১৯-১৯-১৯ সার দিতে হবে ফুল আসার পর থেকে। ফুল ফুটে শুকিয়ে গেলে ডাঁটাসহ কেটে ফেলে দিতে হবে।
সালভিয়া
এ গাছের ডালের ডগা থেকে বের হওয়া স্টিকে ফুল ফোটে। পাঁচ রঙের ফুল পাওয়া যায়। বাগানের ৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ বালু এবং ২৫ শতাংশ কেঁচো সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। ৮ ইঞ্চি টবে এই গাছ ভালো হয়। চারা লাগানোর ১০ দিন পর থেকে সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। সূর্যের আলোয় এ গাছ রাখতে হবে। গাছের পাতায় নিয়মিত টাফগর ও নিম কীটনাশক স্প্রে করলে রোগ ও পোকার আক্রমণ কম হবে। ফুল ফোটা শুরু করলে ১৫ দিন পরপর এনপিকে ১০-২৬-২৬ সার দিতে হবে।
ভারবেনা
সব ধরনের টবে এর চারা লাগানো যায়। এই গাছ নিয়মিত পিঞ্চিং করতে হয়। পাউডারি মিলডিউ রোগে ভারবেনা আক্রান্ত হতে পারে। এ জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা বিটারটেনল ব্যবহারের পরামর্শ দেন। তবে মাঝেমধ্যে ছত্রাকনাশক স্প্রে করা উত্তম।
এস্টার
বেগুনি ছাড়া আরও চার রঙের হয় এই ফুল। টব নির্বাচনের বেলায় ৪, ৬ ও ৮ ইঞ্চি বেছে নেওয়া যেতে পারে। ১০ ইঞ্চি টব হলে দুটি গাছ বসানো যায়। দুই ভাগ বাগানের মাটি, এক ভাগ বালু, এক ভাগ কেঁচো সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। গাছ একটু বড় হলে রোদে রাখতে হবে। গাছ লাগানোর ১৫ দিন পর সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। কুঁড়ি দেখা গেলে ১৫ দিন পরপর এনপিকে ১৯-১৯-১৯ এক গ্রাম এক লিটার পানিতে গুলে গাছের পাতায় স্প্রে করতে হবে। এ গাছ লম্বা হয়। তাই লাঠি বেঁধে দিতে হবে। এস্টার গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ হতে পারে। এ জন্য এক লিটার পানিতে দুই মিলিলিটার টাফগর মিশিয়ে স্প্রে করতে হবে।
জীবন ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা কাঁথার ঐতিহ্য আমাদের এই জনপদে যে বহু প্রাচীন, তা বলার অপেক্ষা রাখে না। প্রায় সাড়ে চার শ বছর আগে কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত বইয়ে প্রথম কাঁথার কথা পাওয়া যায়। লহরি, সুজনি, লেপ-কাঁথা, রুমাল-কাঁথা, আসন-কাঁথা, বস্তানী বা গাত্রী ইত্যাদি...
১৬ ঘণ্টা আগেকেক, কুকিজ কিংবা পেস্ট্রি। বড়দিন রাঙাতে এসবের বিকল্প নেই। মূলত ইউরোপের আদলে বড়দিনে কেক বা পেস্ট্রি বানানোর চল আছে আমাদের দেশে।
১৬ ঘণ্টা আগেশীতকাল সজীব করে তোলে লাল রঙের টমেটো। বিভিন্নভাবে টমেটো খাওয়া হয় এ সময়। তবে টমেটো শুধু খাবার জিনিসই নয়; এটি দিয়ে ত্বক আর চুলের যত্নও নেওয়া যায়। ‘জার্নাল অব ফার্মাকোগনোসি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি’ প্রকাশিত এক গবেষণায় পাওয়া গেছে, চুলের যত্নে টমেটোর প্যাক এবং মাস্ক ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে।
১৬ ঘণ্টা আগেরয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, কফি ত্বকের স্বাস্থ্যকর বৃদ্ধিকে উন্নত করতে সাহায্য করে। আবার ইন্টারন্যাশনাল জার্নাল অব ডার্মাটোলজিতে প্রকাশিত তথ্য বলছে, যাঁরা নিয়মিত কফি পান কিংবা কফি ব্যবহার করেন, শরীরে তাঁদের বয়সজনিত দাগ কম।
১৬ ঘণ্টা আগে