শোভন সাহা
প্রশ্ন: কিছু কিছু মেটালের গয়নায় আমার অ্যালার্জি আছে। গয়না পরলে কানে, গলায় কখনো কখনো হাতেও চুলকানি হয় এবং ফুসকুড়ি ওঠে। সামনে বিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে গয়না পরতে হবে। তা ছাড়া জরি বা চুমকিওয়ালা শাড়ি, ব্লাউজ পরলেও শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল দানা ওঠে। নিরাপদ কোনো ঘরোয়া সমাধান আছে কি এই অ্যালার্জি থেকে বাঁচার?
হ্যাপি আক্তার, কুমিল্লা
এ ধরনের অ্যালার্জি অনেকেরই থাকে। সে ক্ষেত্রে বিকল্প উপায় বেছে নিতে হবে। খাঁটি সোনা ও রুপার গয়না পরে দেখতে পারেন। এ ধরনের গয়নায় অ্যালার্জি হওয়ার আশঙ্কা কম। এর বাইরে অন্যান্য মেটালের গয়নার পরিবর্তে কাপড়, ক্লে, পার্ল বা মাটির গয়না ব্যবহার করতে পারেন। কাপড়ের বেলায়ও নরম ও পরতে আরাম এমন বিকল্প বেছে নিতে হবে।
প্রশ্ন: আমার চুল বেশ লম্বা। কিন্তু চুলের ওপরের দিক ঘন আর নিচের দিকে একেবারেই পাতলা ও সরু। সমান ঘনত্বের জন্য কি কোনো সমাধান আছে? বছরে দুবার আমি চুলের আগা ছাঁটাই করি।
রেহেনা পারভীন, নোয়াখালী
চুল ভালো রাখার জন্য মাসে একবার ট্রিম করা জরুরি। দীর্ঘদিন ট্রিম না করলে চুলের আগা একেবারে লেজের মতো সরু হয়ে পড়ে। আর চুল পড়ার সমস্যা থাকলে মাসে একবার ভালো পারলার থেকে হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে।
প্রশ্ন: আমার থাই ও হাঁটুর পেছনে স্ট্রেচ মার্ক আছে। এগুলো দূর করতে কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
স্ট্রেচ মার্ক দূর করতে কোলাজেন ট্রিটমেন্ট নিতে পারেন। এ ছাড়া কোলাজেনসমৃদ্ধ ক্রিমও ব্যবহার করা যায়। এরপরও যদি কাজ না হয়, তাহলে লেজার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
পরামর্শ: শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
প্রশ্ন: কিছু কিছু মেটালের গয়নায় আমার অ্যালার্জি আছে। গয়না পরলে কানে, গলায় কখনো কখনো হাতেও চুলকানি হয় এবং ফুসকুড়ি ওঠে। সামনে বিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে গয়না পরতে হবে। তা ছাড়া জরি বা চুমকিওয়ালা শাড়ি, ব্লাউজ পরলেও শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল দানা ওঠে। নিরাপদ কোনো ঘরোয়া সমাধান আছে কি এই অ্যালার্জি থেকে বাঁচার?
হ্যাপি আক্তার, কুমিল্লা
এ ধরনের অ্যালার্জি অনেকেরই থাকে। সে ক্ষেত্রে বিকল্প উপায় বেছে নিতে হবে। খাঁটি সোনা ও রুপার গয়না পরে দেখতে পারেন। এ ধরনের গয়নায় অ্যালার্জি হওয়ার আশঙ্কা কম। এর বাইরে অন্যান্য মেটালের গয়নার পরিবর্তে কাপড়, ক্লে, পার্ল বা মাটির গয়না ব্যবহার করতে পারেন। কাপড়ের বেলায়ও নরম ও পরতে আরাম এমন বিকল্প বেছে নিতে হবে।
প্রশ্ন: আমার চুল বেশ লম্বা। কিন্তু চুলের ওপরের দিক ঘন আর নিচের দিকে একেবারেই পাতলা ও সরু। সমান ঘনত্বের জন্য কি কোনো সমাধান আছে? বছরে দুবার আমি চুলের আগা ছাঁটাই করি।
রেহেনা পারভীন, নোয়াখালী
চুল ভালো রাখার জন্য মাসে একবার ট্রিম করা জরুরি। দীর্ঘদিন ট্রিম না করলে চুলের আগা একেবারে লেজের মতো সরু হয়ে পড়ে। আর চুল পড়ার সমস্যা থাকলে মাসে একবার ভালো পারলার থেকে হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে।
প্রশ্ন: আমার থাই ও হাঁটুর পেছনে স্ট্রেচ মার্ক আছে। এগুলো দূর করতে কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
স্ট্রেচ মার্ক দূর করতে কোলাজেন ট্রিটমেন্ট নিতে পারেন। এ ছাড়া কোলাজেনসমৃদ্ধ ক্রিমও ব্যবহার করা যায়। এরপরও যদি কাজ না হয়, তাহলে লেজার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
পরামর্শ: শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
খাবার মজাদার করতে আমরা সাধারণভাবে তেল-মসলার খুব বাড়াবাড়ি করে ফেলি। সেখান থেকে বাদ যায় না পেঁয়াজ কিংবা রসুন। পেঁয়াজকে কায়দা করে সরিয়ে রাখলেও খাবার মজাদার হতে পারে। তেমনই কিছু রেসিপি...
১ দিন আগেবাংলা অঞ্চলে মিষ্টিজাতীয় প্রাচীন খাবারগুলোর মধ্যে সন্দেশের নাম আছে একেবারে প্রথম দিকে। সব মিষ্টির কিছু না কিছু বদল হলেও, এর বদল হয়েছে খুবই কম। যশোরের নলেন গুড়ের সন্দেশ, মানিকগঞ্জ বা নাগরপুরের প্যারা সন্দেশ, পাবনার মাছের পেটি সন্দেশ ইত্যাদি কে না খেতে পছন্দ করে!
১ দিন আগেজীবনানন্দ দাশের কবিতায় ঘুরেফিরে এসেছে দারুচিনি দ্বীপের কথা, তার রহস্যময় শ্যামলিমার কথা, সেই সবুজের গহিনে দিকহারা নাবিকের আশ্রয়-আকাঙ্ক্ষার কথা। এই দারুচিনি দ্বীপ কি আসলে কোনো সমুদ্রঘেরা ভূখণ্ড, নাকি বনলতা সেন নিজেই, তা নিয়ে কবিরা বিতর্ক করুক। আমরা বরং এই দ্বীপের তত্ত্বতালাশ করি।
১ দিন আগে‘প্রসেসেস’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভাতের মাড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য একটি হজমযোগ্য স্বাস্থ্যকর পানীয় হিসেবে কাজ করে। এমনকি এটি ওজন কমাতে পারে।
১ দিন আগে