মোশারফ হোসেন
সুন্দরী প্রতিযোগিতা, কিন্তু মেকআপ-লিপগ্লস–মাসকারা পরা যাবে না। অদ্ভুত না? সম্প্রতি এমনই এক সুন্দরী প্রতিযোগিতা হয়ে গেল লন্ডনে। ৯৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মেকআপ ছাড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো। আর সেই প্রতিযোগিতায় ২৬ বছর বয়সী নাতাশা বেরেসফোর্ড ১৮ জন নারীকে পেছনে ফেলে জিতে নিলেন মিস লন্ডনের মুকুট।
গত বছর প্রতিযোগীদের ফিল্টার, গয়না এবং সম্পাদনা ছাড়া ছবি জমা দেওয়ার জন্য বলা হয়। তবে এ বছর প্রতিযোগীদের লিপগ্লস পরাও নিষিদ্ধ ছিল।
আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা নারীর ক্ষমতায়ন ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নারীদের প্রকৃত লুক তুলে আনতে সাহায্য করবে।
এবারের আসরে শিকোবা ব্রাইডের সাদা জরির পোশাক পরে বিচারকদের মন জিতে নেন নাতাশা। এ বছরের শেষ দিকে মিস ইংল্যান্ডের ফাইনালেও অংশ নেবেন তিনি। নাতাশা লন্ডনের একটি ডেন্টাল হাসপাতালে শিশুদের নার্স হিসেবে কাজ করেন। ছোটবেলা থেকে শেফিল্ডে থাকলেও হাসপাতালের চাকরির জন্য বর্তমানে লন্ডনে বাস করছেন তিনি। নাতাশা বলেন, ‘আমি আমার কাজ ভালোবাসি। এর আগে কয়েক বছর জাতীয় স্বাস্থ্যসেবায় কর্মরত ছিলাম। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে দাঁতের বিভিন্ন কোর্সে অংশ নিই। ভবিষ্যতে দাঁতের রেডিওগ্রাফি ও মুখের স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ নিতে চাই। গৃহহীন, বঞ্চিত, দরিদ্র, শরণার্থী, ক্যানসার রোগী এবং মাদকাসক্তদের ফ্রিতে দাঁত ও মুখের চিকিৎসা দেওয়ার ব্যাপারে নানা পরিকল্পনাও করছি।’ নাতাশা আরও বলেন, ‘মিস লন্ডন নির্বাচিত হয়ে আমি খুবই আনন্দিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা খুবই সুন্দরী এবং অনুপ্রেরণাদায়ী। সবার মধ্যে সেরা হওয়াটা সত্যিই সম্মানের। আশা করি, নারীরা আমাকে দেখে অনুপ্রাণিত হবেন। মেকআপ ছাড়াও যে আত্মবিশ্বাসী ও অনন্য হওয়া যায়, সবার মনে এই বিশ্বাস তৈরি হবে।’
১৯ জন প্রতিযোগী কোনো প্রকার মেকআপ ছাড়া নিজেদের পছন্দ করা বোহো থিমের পোশাক পরে রানওয়েতে ক্যাটওয়াক করেন। এতে রানার্সআপ হন ২৩ বছর বয়সী প্রকৌশলের শিক্ষার্থী আফরোজ আমিন। তিনি লন্ডনের ভূগর্ভস্থ ট্রেনসেবা এলিজাবেথ লাইনে কাজ করেন।
সেরা পাঁচে জায়গা করে নেন মিডলসেক্সের অ্যানফিল্ডে সহকারী হিসাবরক্ষক হিসেবে কাজ করা টেমি আদেয়েমি ও সৌন্দর্য থেরাপি নিয়ে পড়াশোনা করা ১৭ বছর বয়সী অ্যালান্টা রিচার্ডস।
সূত্র: ডেইলি মেইল
সুন্দরী প্রতিযোগিতা, কিন্তু মেকআপ-লিপগ্লস–মাসকারা পরা যাবে না। অদ্ভুত না? সম্প্রতি এমনই এক সুন্দরী প্রতিযোগিতা হয়ে গেল লন্ডনে। ৯৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মেকআপ ছাড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো। আর সেই প্রতিযোগিতায় ২৬ বছর বয়সী নাতাশা বেরেসফোর্ড ১৮ জন নারীকে পেছনে ফেলে জিতে নিলেন মিস লন্ডনের মুকুট।
গত বছর প্রতিযোগীদের ফিল্টার, গয়না এবং সম্পাদনা ছাড়া ছবি জমা দেওয়ার জন্য বলা হয়। তবে এ বছর প্রতিযোগীদের লিপগ্লস পরাও নিষিদ্ধ ছিল।
আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা নারীর ক্ষমতায়ন ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নারীদের প্রকৃত লুক তুলে আনতে সাহায্য করবে।
এবারের আসরে শিকোবা ব্রাইডের সাদা জরির পোশাক পরে বিচারকদের মন জিতে নেন নাতাশা। এ বছরের শেষ দিকে মিস ইংল্যান্ডের ফাইনালেও অংশ নেবেন তিনি। নাতাশা লন্ডনের একটি ডেন্টাল হাসপাতালে শিশুদের নার্স হিসেবে কাজ করেন। ছোটবেলা থেকে শেফিল্ডে থাকলেও হাসপাতালের চাকরির জন্য বর্তমানে লন্ডনে বাস করছেন তিনি। নাতাশা বলেন, ‘আমি আমার কাজ ভালোবাসি। এর আগে কয়েক বছর জাতীয় স্বাস্থ্যসেবায় কর্মরত ছিলাম। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে দাঁতের বিভিন্ন কোর্সে অংশ নিই। ভবিষ্যতে দাঁতের রেডিওগ্রাফি ও মুখের স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ নিতে চাই। গৃহহীন, বঞ্চিত, দরিদ্র, শরণার্থী, ক্যানসার রোগী এবং মাদকাসক্তদের ফ্রিতে দাঁত ও মুখের চিকিৎসা দেওয়ার ব্যাপারে নানা পরিকল্পনাও করছি।’ নাতাশা আরও বলেন, ‘মিস লন্ডন নির্বাচিত হয়ে আমি খুবই আনন্দিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা খুবই সুন্দরী এবং অনুপ্রেরণাদায়ী। সবার মধ্যে সেরা হওয়াটা সত্যিই সম্মানের। আশা করি, নারীরা আমাকে দেখে অনুপ্রাণিত হবেন। মেকআপ ছাড়াও যে আত্মবিশ্বাসী ও অনন্য হওয়া যায়, সবার মনে এই বিশ্বাস তৈরি হবে।’
১৯ জন প্রতিযোগী কোনো প্রকার মেকআপ ছাড়া নিজেদের পছন্দ করা বোহো থিমের পোশাক পরে রানওয়েতে ক্যাটওয়াক করেন। এতে রানার্সআপ হন ২৩ বছর বয়সী প্রকৌশলের শিক্ষার্থী আফরোজ আমিন। তিনি লন্ডনের ভূগর্ভস্থ ট্রেনসেবা এলিজাবেথ লাইনে কাজ করেন।
সেরা পাঁচে জায়গা করে নেন মিডলসেক্সের অ্যানফিল্ডে সহকারী হিসাবরক্ষক হিসেবে কাজ করা টেমি আদেয়েমি ও সৌন্দর্য থেরাপি নিয়ে পড়াশোনা করা ১৭ বছর বয়সী অ্যালান্টা রিচার্ডস।
সূত্র: ডেইলি মেইল
আশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
৯ ঘণ্টা আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
৯ ঘণ্টা আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
৯ ঘণ্টা আগেশীত আসার আগে থেকে চুলে খুশকি দেখা দেয়। এর জন্য মাথার ত্বকে ব্যবহার করি অ্যালোভেরা। এ ছাড়া রোজই চুলে শ্যাম্পু করি, কিন্তু খুশকি থেকে কোনোভাবে পরিত্রাণ পাচ্ছি না। কীভাবে সমস্যার সমাধান পেতে পারি?
৯ ঘণ্টা আগে