Ajker Patrika

ডাম্পিং ট্যুর নীতিমালা বদলাল দক্ষিণ কোরিয়া

ফিচার ডেস্ক
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৭: ৫৭
ডাম্পিং ট্যুর নীতিমালা বদলাল দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় চীনা ট্যুর অপারেটরগুলোকে আকৃষ্ট করতে নীতিমালা সংশোধন করেছে। এ ছাড়া ডাম্পিং ট্যুরের জন্যও নতুন নীতিমালা করেছে দেশটি।

ডাম্পিং ট্যুর বলতে এমন ভ্রমণ বোঝায়, যেখানে ট্যুর অপারেটররা শপিং মলগুলোর কাছ থেকে কমিশন নিয়ে বিদেশি পর্যটকদের জন্য সস্তায় ভ্রমণ প্যাকেজ দিয়ে থাকে। সাধারণত এ ধরনের ট্যুরে ট্রাভেল এজেন্সিগুলো দর্শনীয় জায়গা দেখানোর চেয়ে কেনাকাটাকে বেশি গুরুত্ব দেয়।

গত মে মাসে দক্ষিণ কোরিয়া ভ্রমণের সময় একটি চীনা ট্যুর গ্রুপকে কেনাকাটা করতে বাধ্য করায় একটি ট্রাভেল এজেন্সির লাইসেন্স স্থগিত করেছিল সে দেশের সরকার। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতে ডাম্পিং ট্যুরের ওপর নতুন নির্দেশনা জারি করেছে দেশটি।

দক্ষিণ কোরিয়ার পর্যটনশিল্প দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিয়াওনিং একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের বিশেষজ্ঞ লু চাও জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া তার পর্যটন খাতের ধারাবাহিক উন্নয়ন ও বৃদ্ধিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে।

গ্লোবাল টাইমস জানিয়েছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে দক্ষিণ কোরিয়ায় চীনা পর্যটকের সংখ্যা ছাড়িয়ে গেছে ২ মিলিয়ন বা ২০ লাখের ঘর। গ্রুপ ট্যুর ভিসায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশকারী চীনা পর্যটকদের অনুপাত ১২ শতাংশের কাছাকাছি চলে গেছে। দেশটির সরকার তাদের পর্যটন খাতের এই উন্নতি ধরে রাখতে চায়। ফলে ডাম্পিং ট্যুর বিষয়ে নতুন নিয়ম ভঙ্গকারী ট্যুর অপারেটরদের বিরুদ্ধে দেশটির প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে দ্য কোরিয়া টাইমস।

সূত্র ও ছবি: গ্লোবাল টাইমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত