Ajker Patrika

মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ‘বিশ্বরেকর্ড’ ৬ বছরের মেয়ের

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ মে ২০২৩, ০০: ৪১
মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ‘বিশ্বরেকর্ড’ ৬ বছরের মেয়ের

মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছানো অনেক সুস্থ সবল মানুষের জন্যই অসাধ্য ঘটনা। কারণ সাড়ে ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত ওই স্থানটিতে অক্সিজেনের স্বল্পতা ছাড়াও সব সময় মাইনাস তাপমাত্রা থাকে। মাত্র ছয় বছর বয়সে সেখানেই পা রেখে বিস্ময়ের জন্ম দিয়েছে ভারতের পুনের শিশু আরিশকা লাদ্ধা।

শুধু বিস্ময়ই নয়, এ ঘটনার মাধ্যমে সবচেয়ে কম বয়সী হিসেবে বেজক্যাম্পে পৌঁছানোর রেকর্ডও গড়েছে সে। এতো কম বয়সে এভারেস্টের এতো উঁচুতে ওঠার কোনো রেকর্ড নেই।

ইনস্টাগ্রামে ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরিশকার একটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে লেখা হয়েছে-‘ছয় বছরের আরিশকা মাত্র ১৫ দিনে ১৭ হাজার ৫০০ ফুট ওপরে অবস্থিত মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছে। গায়ে ছয়-সাত লেয়ারের জামা পড়ে তার এই তার এই অসাধ্য যাত্রা শুরু হয়েছিল। এগিয়ে যাও মেয়ে।’

এভারেস্টের বেজক্যাম্পে মায়ের সঙ্গে আরিশকা লাদ্ধাতবে এই যাত্রা পুনেকন্যার জন্য অসাধ্য নয় বলে মন্তব্য করেছেন তার মা ডিম্পল। কন্যাকে কোনো প্রশিক্ষণ না দিয়েই বেজক্যাম্পে নিয়ে গেছেন তিনি।

কন্যা সম্পর্কে ডিম্পল বলেন, ‘সে খুব কর্মঠ শিশু। বন্ধুদের সঙ্গে হাঁটতে এবং খেলতে ভালোবাসে সে। এমনকি এই বেজক্যাম্পে পৌঁছেও প্রাণশক্তিতে উচ্ছল সে। তাকে আমি এই সুন্দর অনুভূতিটি দিতে চেয়েছিলাম, অন্যদের কাছে যা অকল্পনীয়। আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।’

৩৪ বছর বয়সী ডিম্পল একজন ম্যারাথন দৌড়বিদ। মেয়েকে নিয়ে গত ৮ এপ্রিল বেজক্যাম্পের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেছিলেন। জানিয়েছেন, মাত্র চার বছর বয়সেই অনায়াসে ৭-৮ কিলোমিটার পথ হাঁটতে পারত আরিশকা। এ ছাড়া পুনের ছোট-বড় বিভিন্ন পাহাড়ে প্রায়ই হাইকিং করতে যায় সে।

উচ্ছ্বসিত ডিম্পল জানান, মেয়েকে সব ধরনের অভিজ্ঞতা দিতে চান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত