মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশের নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মার্কিনিরা দেশ চালায় না এবং শেখ হাসিনাও বিদেশিদের পেছনে দৌড়ায় না।
আজ বুধবার মৌলভীবাজারের উন্নয়নবিষয়ক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘মার্কিনিরা দেশ চালায় না, এটা আমাদের দেশ, আমরা চালাই। কেন আপনি মার্কিনিদের কথা বলছেন? মার্কিনিরা আছে, জার্মানরা আছে, চীনারা আছে কিন্তু তারা আমাদের প্রতিবেশী বন্ধু। তারা কি দেশ চালায়? আমি যখন ভুখা (অভুক্ত) থাকি রাতে, তারা কি ভুখা থাকে? থাকে না। আমার এখানে যখন ঝড় হয়, আমার বাড়িঘর ভাঙে, মার্কিনিদের বাড়িঘর তো ভাঙে না। সুতরাং মার্কিনিরা বলছে, মার্কিনিরা বলছে, এটা গ্রহণযোগ্য নয়। আমরা বিদেশিদের পেছনে দৌড়াই না, শেখ হাসিনা দৌড়ায় না। যারা দৌড়ায় তার প্রশ্নের জবাব আমি দিতে যাব না। তাকে প্রশ্ন করেন সে কেন দৌড়ায়।’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, ‘শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়। পরিবেশের উন্নয়ন, জাতির মানসিকতার উন্নয়ন, সেগুলা আমাদের দায়িত্ব। যারা এই খেলায় (নির্বাচন) আছেন সবাইকে সহিষ্ণু হতে হবে। মাঠে নেমে খেলার মাঠের রুল অনুযায়ী খেলতে হবে। মাঠের বাইরে গিয়ে ফাউল করলে তো হবে না।’
এর আগে অধিকারকর্মী মোহাম্মদ মকিস মনসুরের সঞ্চালনায় ও জেলা প্রশাসক উর্মি বিনতে সালামের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে মন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে কিছুটা অর্থনৈতিক চাপে আছি। বৈশ্বিক মন্দাসহ নানা কারণে এই চাপ। তবে তা কেটে যাবে এবং উন্নয় আরও দ্রুতগতিতে হবে। সারা দেশের মতো পর্যায়ক্রমে মৌলভীবাজারেও মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় হবে। আজ আমরা সারা বিশ্বে মাথা উঁচু করে হাঁটি।’
আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘হাওরে আমরা বাঁধ নির্মাণ করব না। বাঁধ নির্মাণের কারণে বাড়িঘরে পানি উঠে যায়। টাঙ্গুয়ার হাওরের যে ক্ষতি হচ্ছে, প্লাস্টিক যাচ্ছে এবং ট্যুরিজম নিয়ে আমাদের সচেতনতার প্রয়োজন আছে, স্থানীয় প্রশাসন এ নিয়ে কাজ করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।
এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৌলভীবাজারের উন্নয়নের জন্য ১০ দফা দাবিসহ বিভিন্ন দাবিদাওয়া লিখিত বক্তব্যর মাধ্যমে তুলে ধরেন অনুষ্ঠানের সমন্বয়ক মকিস মনসুর।
বাংলাদেশের নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মার্কিনিরা দেশ চালায় না এবং শেখ হাসিনাও বিদেশিদের পেছনে দৌড়ায় না।
আজ বুধবার মৌলভীবাজারের উন্নয়নবিষয়ক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘মার্কিনিরা দেশ চালায় না, এটা আমাদের দেশ, আমরা চালাই। কেন আপনি মার্কিনিদের কথা বলছেন? মার্কিনিরা আছে, জার্মানরা আছে, চীনারা আছে কিন্তু তারা আমাদের প্রতিবেশী বন্ধু। তারা কি দেশ চালায়? আমি যখন ভুখা (অভুক্ত) থাকি রাতে, তারা কি ভুখা থাকে? থাকে না। আমার এখানে যখন ঝড় হয়, আমার বাড়িঘর ভাঙে, মার্কিনিদের বাড়িঘর তো ভাঙে না। সুতরাং মার্কিনিরা বলছে, মার্কিনিরা বলছে, এটা গ্রহণযোগ্য নয়। আমরা বিদেশিদের পেছনে দৌড়াই না, শেখ হাসিনা দৌড়ায় না। যারা দৌড়ায় তার প্রশ্নের জবাব আমি দিতে যাব না। তাকে প্রশ্ন করেন সে কেন দৌড়ায়।’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, ‘শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়। পরিবেশের উন্নয়ন, জাতির মানসিকতার উন্নয়ন, সেগুলা আমাদের দায়িত্ব। যারা এই খেলায় (নির্বাচন) আছেন সবাইকে সহিষ্ণু হতে হবে। মাঠে নেমে খেলার মাঠের রুল অনুযায়ী খেলতে হবে। মাঠের বাইরে গিয়ে ফাউল করলে তো হবে না।’
এর আগে অধিকারকর্মী মোহাম্মদ মকিস মনসুরের সঞ্চালনায় ও জেলা প্রশাসক উর্মি বিনতে সালামের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে মন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে কিছুটা অর্থনৈতিক চাপে আছি। বৈশ্বিক মন্দাসহ নানা কারণে এই চাপ। তবে তা কেটে যাবে এবং উন্নয় আরও দ্রুতগতিতে হবে। সারা দেশের মতো পর্যায়ক্রমে মৌলভীবাজারেও মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় হবে। আজ আমরা সারা বিশ্বে মাথা উঁচু করে হাঁটি।’
আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘হাওরে আমরা বাঁধ নির্মাণ করব না। বাঁধ নির্মাণের কারণে বাড়িঘরে পানি উঠে যায়। টাঙ্গুয়ার হাওরের যে ক্ষতি হচ্ছে, প্লাস্টিক যাচ্ছে এবং ট্যুরিজম নিয়ে আমাদের সচেতনতার প্রয়োজন আছে, স্থানীয় প্রশাসন এ নিয়ে কাজ করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।
এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৌলভীবাজারের উন্নয়নের জন্য ১০ দফা দাবিসহ বিভিন্ন দাবিদাওয়া লিখিত বক্তব্যর মাধ্যমে তুলে ধরেন অনুষ্ঠানের সমন্বয়ক মকিস মনসুর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আইন ও সংসদ বিষয়ক বিভাগ গতকাল রোববার রাতে অধ্যাদেশের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। গতকাল রোববার এই আবেদন করা হয়। আজ সোমবার চেম্বার বিচারপতির আদালতে এই বিষয়ে শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
১১ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আসছে। এই অবস্থায় নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে