Ajker Patrika

বিশেষ ক্যাম্পেইনে টিকা পেল ৭৮ লাখের বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশেষ ক্যাম্পেইনে টিকা পেল ৭৮ লাখের বেশি মানুষ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা ক্যাম্পেইনের দুই দিনে ৭৮ লাখের বেশি মানুষ টিকার আওতায় এসেছে। আগের দিন রেকর্ড ৬৬ লাখের বেশি টিকা দেওয়া হয়। গতকাল বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ক্যাম্পেইনের বর্ধিত অংশে গতকাল বুধবার ১১ লাখ ৮৬ হাজার ৯৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ৭৮ লাখ ১১ হাজার ২১৬ জনকে নতুন করে টিকার আওতায় আনা হলো। যারা নিবন্ধন করেও দীর্ঘদিন ধরে টিকার অপেক্ষায় ছিলেন। এর আগে গত মঙ্গলবার প্রথম দিনে টিকা দেওয়া হয়েছিল ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন নারী ও পুরুষকে। দেশে টিকাদান কর্মসূচি শুরুর পর যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। 

প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনকে ঘিরে দেওয়া হয় এই টিকা। পরিকল্পনা ছিল ৮০ লাখ টিকা দেওয়ার। নানা জটিলতায় প্রথম দিনে লক্ষ্যমাত্রা অনুযায়ী দিতে না পারায় একদিন সময় বাড়ানো হয়। 

এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের। 

এ ছাড়া বুধবার নিয়মিত টিকার অংশ হিসেবে ১ লাখ ৪৮ হাজার ১১৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। 

দেশের ৮০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারের কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত ৫ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার ৬০৭ ডোজ টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। 

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় দেশে টিকাদান কর্মসূচি। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৪ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৯৯৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৯২ হাজার ১১০ জন। আর পূর্ণ ডোজ পেয়েছেন এক কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৮৮৬ জন। 

টিকা পেতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৮১ লাখ ৪৯ হাজার ৭৮ জন। এর মধ্যে এখনো কোনো টিকাই পাননি এ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৯৬৮ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত