Ajker Patrika

পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৪: ০৩
পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আজ বুধবার ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন। এর আগে গতকাল পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। 

এর আগে, ২০২০ সালের ৮ অক্টোবর এ এম আমিন উদ্দিনকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ সারা দেশের রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানান। 

সেই সঙ্গে গত ১৬ বছর যাঁরা আদালতে বসে রাজনীতি করেছেন, তাঁদেরও আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত