নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে বিদেশে যেতে দেওয়া হয়নি। কানাডার ফ্লাইট ধরতে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যান। কিন্তু তাঁকে ফেরত পাঠানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান গোলাম রসুল।
তিনি আজকের পত্রিকাকে বলেন, বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম কানাডা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাঁকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। তাঁকে আটক করা হয়নি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কানাডা যাওয়ার জন্য বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, তার স্ত্রী ও সন্তান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে তাঁকে থামান ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করা হয়। এরপর তার স্ত্রী সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা দেন। আর বিজিবি সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বাসায় চলে যান।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা এবং বেসামরিক লোকসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান তৎকালীন মেজর জেনারেল মইনুল ইসলাম।
তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।
২০১৫ সালের জুলাইয়ে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে বিদেশে যেতে দেওয়া হয়নি। কানাডার ফ্লাইট ধরতে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যান। কিন্তু তাঁকে ফেরত পাঠানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান গোলাম রসুল।
তিনি আজকের পত্রিকাকে বলেন, বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম কানাডা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাঁকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। তাঁকে আটক করা হয়নি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কানাডা যাওয়ার জন্য বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, তার স্ত্রী ও সন্তান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে তাঁকে থামান ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করা হয়। এরপর তার স্ত্রী সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা দেন। আর বিজিবি সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বাসায় চলে যান।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা এবং বেসামরিক লোকসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান তৎকালীন মেজর জেনারেল মইনুল ইসলাম।
তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।
২০১৫ সালের জুলাইয়ে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।
বিগত সময়ের নির্বাচনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মাঠপর্যায়ের কর্মকর্তারা অনিয়ম করেছেন। এ জন্য তাঁরা নগদ টাকা পেয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে পুলিশের কয়েকজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। বৈঠক সূত্রে এসব জানা গেছে।
৭ ঘণ্টা আগেখ্রিষ্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ ২৫ ডিসেম্বর। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট আজকের এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদ্যাপন করে থাকে। দিনটি উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটি।
৭ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁর সরকারের আমলের পদ্মা সেতুসহ এক ডজনের বেশি মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও পুনঃ তদন্ত করতে চায় সংস্থাটি। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজক
৯ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে পাঠানো কূটনৈতিক নোটের বিষয়ে কোনো জবাব না দিলে নয়াদিল্লিকে আরেকটি অনুস্মারক চিঠি পাঠাবে ঢাকা। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমনটি জানান।
১০ ঘণ্টা আগে