মেগা প্রকল্পে ২১ হাজার কোটি টাকা আত্মসাৎ
সৈয়দ ঋয়াদ, ঢাকা
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁর সরকারের আমলের পদ্মা সেতুসহ এক ডজনের বেশি মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও পুনঃ তদন্ত করতে চায় সংস্থাটি। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন।
শেখ হাসিনার বিরুদ্ধে আটটি প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এসব প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকাল মঙ্গলবার চিঠি পাঠিয়েছে দুদক।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে আড়াই শতাধিক মামলা করা হয়েছে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং গুমের অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাঁর বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করতে যাচ্ছে দুদক।
দুদক সূত্র জানায়, বিগত সরকারের আমলের সবচেয়ে আলোচিত প্রকল্প পদ্মা বহুমুখী সেতুতে দুর্নীতির অভিযোগের পুনঃ তদন্ত করতে যাচ্ছে দুদক। আওয়ামী লীগ আমলেই নিষ্পত্তি হওয়া পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ অনুসন্ধানের প্রক্রিয়া চলছে। কমিশনের অনুমোদনের অপেক্ষায় থাকা ফাইলটিতে অনুমোদন পেলেই ওই অভিযোগের পুনঃ তদন্ত শুরু হবে।
এ ছাড়া বিমানবন্দরের নতুন টার্মিনাল, রানওয়েসহ উন্নয়নে নেওয়া বিশেষ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক জ্যেষ্ঠ সচিব মহিবুল হকসহ আটজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর করা তিনটি মামলা আবার তদন্ত করবে দুদক। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো রাজধানীর তেজগাঁও থানায় মামলা তিনটি করেছিল।
এদিকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিকসহ অন্যদের নামে পরিচালিত অফশোর ব্যাংক হিসাবের নথি এবং দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে লেনদেনের বিস্তারিত বিবরণ চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক।
গত ৩ সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
গত রোববার শেখ হাসিনা ও তাঁর ছেলে জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর আগে ১৭ ডিসেম্বর বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, জয় ও টিউলিপের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
৮ প্রকল্পের নথি চেয়ে চিঠি: শেখ হাসিনার বিরুদ্ধে আট প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গতকাল জানান, এই আট প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠায় দুদক।
দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) প্রকল্পে এসব দুর্নীতি করা হয়েছে। এর মধ্যে রয়েছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প।
দুদকের সূত্র জানায়, চিঠিতে এসব প্রকল্পের প্রস্তাব প্রাক্কলন, বাজেট অনুমোদন, বরাদ্দ, অর্থছাড়করণ, ব্যয় করা অর্থের পরিমাণ ও এ-সংক্রান্ত সব নথিপত্র এবং এসব প্রকল্প নিয়ে কোনো তদন্ত হয়ে থাকলে প্রতিবেদন ও প্রকল্প সময়ের পৃথক সারসংক্ষেপের কপি চাওয়া হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁর সরকারের আমলের পদ্মা সেতুসহ এক ডজনের বেশি মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও পুনঃ তদন্ত করতে চায় সংস্থাটি। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন।
শেখ হাসিনার বিরুদ্ধে আটটি প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এসব প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকাল মঙ্গলবার চিঠি পাঠিয়েছে দুদক।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে আড়াই শতাধিক মামলা করা হয়েছে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং গুমের অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাঁর বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করতে যাচ্ছে দুদক।
দুদক সূত্র জানায়, বিগত সরকারের আমলের সবচেয়ে আলোচিত প্রকল্প পদ্মা বহুমুখী সেতুতে দুর্নীতির অভিযোগের পুনঃ তদন্ত করতে যাচ্ছে দুদক। আওয়ামী লীগ আমলেই নিষ্পত্তি হওয়া পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ অনুসন্ধানের প্রক্রিয়া চলছে। কমিশনের অনুমোদনের অপেক্ষায় থাকা ফাইলটিতে অনুমোদন পেলেই ওই অভিযোগের পুনঃ তদন্ত শুরু হবে।
এ ছাড়া বিমানবন্দরের নতুন টার্মিনাল, রানওয়েসহ উন্নয়নে নেওয়া বিশেষ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক জ্যেষ্ঠ সচিব মহিবুল হকসহ আটজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর করা তিনটি মামলা আবার তদন্ত করবে দুদক। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো রাজধানীর তেজগাঁও থানায় মামলা তিনটি করেছিল।
এদিকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিকসহ অন্যদের নামে পরিচালিত অফশোর ব্যাংক হিসাবের নথি এবং দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে লেনদেনের বিস্তারিত বিবরণ চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক।
গত ৩ সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
গত রোববার শেখ হাসিনা ও তাঁর ছেলে জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর আগে ১৭ ডিসেম্বর বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, জয় ও টিউলিপের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
৮ প্রকল্পের নথি চেয়ে চিঠি: শেখ হাসিনার বিরুদ্ধে আট প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গতকাল জানান, এই আট প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠায় দুদক।
দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) প্রকল্পে এসব দুর্নীতি করা হয়েছে। এর মধ্যে রয়েছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প।
দুদকের সূত্র জানায়, চিঠিতে এসব প্রকল্পের প্রস্তাব প্রাক্কলন, বাজেট অনুমোদন, বরাদ্দ, অর্থছাড়করণ, ব্যয় করা অর্থের পরিমাণ ও এ-সংক্রান্ত সব নথিপত্র এবং এসব প্রকল্প নিয়ে কোনো তদন্ত হয়ে থাকলে প্রতিবেদন ও প্রকল্প সময়ের পৃথক সারসংক্ষেপের কপি চাওয়া হয়েছে।
জনপ্রশাসন সংস্কারকে ভিন্নপথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভায় যোগ দিয়েছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক বিপুলসংখ্যক কর্মকর্তা। রাজধানীর বিয়াম মিলনায়তনে আজ বুধবার বেলা ১১টায় এই প্রতিবাদ সভা শুরু হয়েছে।
১ ঘণ্টা আগেভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের ওপর ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তিদের চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে তাঁকে ফেরত পেতে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে ভারতকে। রাষ্ট্রপক্ষ বলছে, তাঁকে আনা গেলে বিচারের কাজটি ভালোভাবে এগিয়ে নেওয়া যাবে।
৪ ঘণ্টা আগেবিগত সময়ের নির্বাচনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মাঠপর্যায়ের কর্মকর্তারা অনিয়ম করেছেন। এ জন্য তাঁরা নগদ টাকা পেয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে পুলিশের কয়েকজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। বৈঠক সূত্রে এসব জানা গেছে।
১১ ঘণ্টা আগেখ্রিষ্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ ২৫ ডিসেম্বর। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট আজকের এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদ্যাপন করে থাকে। দিনটি উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটি।
১১ ঘণ্টা আগে