জাতিসংঘের ইরান বিষয়ক তথ্যানুসন্ধান মিশনের প্রধান হলেন সারা হোসেন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ১৯: ২৬

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ইরান বিষয়ক তথ্যানুসন্ধান মিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন।

মানবাধিকার পরিষদ গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মিশনে তাঁর এই নিয়োগের কথা জানিয়েছে।

তিন সদস্যের এই মিশনের অন্য দুই সদস্য হলেন—আর্জেন্টিনার ভিভিয়ানা ক্রিস্টিসেভিচ ও পাকিস্তানের শাহীন সরকার আলী।

তিনজনই নিজ নিজ স্বাধীন অবস্থান থেকে মিশনে দায়িত্ব পালন করবেন বলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, আর্জেন্টিনা ও পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তাঁদের কার্যক্রমে প্রভাব ফেলবে না বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

মিশন গত ১৬ সেপ্টেম্বর থেকে ইরানে নাগরিক আন্দোলনে যুক্ত ব্যক্তিদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না, সে বিষয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ করবে। তদন্তের ভিত্তিতে প্রণীত দু’টি প্রতিবেদন ২০২৩ ও ২০২৪ সালে জাতিসংঘের কাছে জমা দেবে।

ইরানে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গত কয়েক মাসে ৪০০ জনের বেশি নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে প্রায় ১৮ হাজার নাগরিক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত