বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নির্বাচন কমিশনের পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৩: ০৫
Thumbnail image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আজ রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসির পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা পুষ্পস্তবক অর্পণ করেন। 

ইসি সচিবালয়ের পক্ষে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আইডিয়া, ইভিএম প্রকল্পসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত