সেন্ট মার্টিনে টহল বোটে গুলি মিয়ানমার করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১৮: ২১
আপডেট : ১৩ জুন ২০২৪, ১২: ১১

টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফ নদে বাংলাদেশের ট্রলার ও স্পিডবোটে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে। তবে কারা গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে গুলি করার ব্যাপারে অস্বীকার করেছে মিয়ানমার সরকার।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে। মিয়ানমারের সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। বেশ কিছুদিন ধরে লেগে থাকা যুদ্ধে আরাকানের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। এখন নাফ নদের নিচের অংশটায় যুদ্ধ চলছে। যুদ্ধ চলাকালে কার গুলি আসছে, দু-একটা সময় আমাদের জেলেদের ট্রলার কিংবা আমাদের টহল বোটে গুলি এসেছে লেগেছে। কে গুলি করেছে? সেটি আমরা এখনো সুনিশ্চিত নই।’

আসাদুজ্জামান খান বলেন, ‘মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মিয়ানমার অস্বীকার করে বলেছে, তারা গুলি করেনি, কিন্তু গুলি তো হয়েছে।’

তবে মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে গুলি ছোড়া হলেও সেন্ট মার্টিনে পণ্য সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে গতকাল দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ও আসছে, ওর আবেগের কথা বলে গিয়েছে। তাঁর বাবা হত্যার শিকার হয়েছে, সে তাঁর বাবার হত্যার বিচার চাইবে, এটাই স্বাভাবিক। সে বলেছে, কেউ যাতে পার না পেয়ে যায়, সেই বিষয়টি দেখবেন। যেটিই আপনার তদন্ত আসবে, আমরা সেটিই বিশ্বাস করি। তদন্ত যেভাবে করেছেন তাতে যাতে কেউ পার না পেয়ে যায়—সেই বিষয়ে আমাদের অনুরোধ করে গেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: সংগৃহীত সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের বিষয়ে কোনো চাপ আছে কি না—এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে চাপ দেবে আমাদের? কোনো চাপচোপ নাই। সঠিক পদ্ধতিতে তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হলে আমরা বলতে পারব কার উদ্দেশ্য কী ছিল?’

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীরের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কোনো ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। কাগজপত্র সঠিকভাবে আসছে, এখানে কোনো ভুলভ্রান্তি করে থাকলে তদন্ত যাঁরা করছেন তাঁরা যদি কিছু প্রমাণ করতে পারেন, তখন সেটা দেখা হবে।’

এদিকে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাতায়াত করা ট্রলার ও স্পিডবোটে গুলিবর্ষণের ঘটনা ঘটে। নাফ নদের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে এ গুলির আগেও কয়েক দফায় গুলিবর্ষণ করা হয়। তবে এতে কেউ হতাহত হননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত