Ajker Patrika

জাতিসংঘের প্রতিবেদনে সব অপপ্রচার শেষ, আর আওয়াজ বের হবে না: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৩৬
আজ শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সূচনা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা
আজ শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সূচনা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন বাংলাদেশকে ঘিরে সব অপপ্রচার চাপা দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এই এক প্রতিবেদনে সব সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বের হবে না। আরও যেসব প্রতিষ্ঠান প্রতিবেদন তৈরি করেছে, তাদের প্রতিবেদনে অত্যন্ত জোরালোভাবে অপরাধের কথা তুলে ধরেছে।’

আজ শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক সমর্থনের কথা বলেন, আর দেশীয় সমর্থনের কথা বলেন, এটা বলতে গেলে মনটা বড় হয়ে যায়। জাতিসংঘের সমর্থন, আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা প্রকাশিত হলো। জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদনে সারা পৃথিবী বদলে গিয়েছে। আর কত সমর্থন চাই আমরা। একেবারে অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কীভাবে মেরেছে, এর থেকে বের হওয়ার তো কারও উপায় নেই।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সেদিন আয়নাঘরে গেলাম, মানুষ কত নির্মম হতে পারে, বীভৎস দৃশ্যের সৃষ্টি করতে পারে, নৃশংস হতে পারে, এর চেয়ে বড় নমুনা বোধ হয় পাওয়া যাবে না। আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে, যাঁরা বছরের পর বছর সেখানে থেকেছেন, তাঁদের কথা চিন্তা করুন। তাঁদের প্রতিটি বর্ণনা, তাঁদের অভিজ্ঞতা গুম তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।’

ড. ইউনূস বলেন, ‘পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে মানুষ প্রথম বুঝতে পারল, আমরা কিসের কথা বলছি, আমরা কোথা থেকে এসেছি। কাজেই আমরা প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে আসলাম। দ্বিতীয় পর্ব যেন আমরা আনন্দের সঙ্গে, খুশি মনে সম্পন্ন করতে পারি।’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘নতুন বাংলাদেশ যে নতুন নির্বাচন, নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে, সেটার ব্যাপারে কেউ প্রশ্ন তুলবে না। সেটার ব্যাপারে আইনকানুন সবার জানা থাকবে, এটা নড়চড় করার উপায় কারও থাকবে না। আইনকানুন বানানোর পরে সেটা নড়চড় করার সুযোগ থাকবে না; সে জন্য এত বড় কমিশন করতে হয়েছে। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্বের স্রষ্টা, আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা নিয়োজিত থাকব। এই সংস্কার কমিশনের যাঁরা, তাঁরা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমনভাবে হয়, ভবিষ্যতের প্রজন্মরা যাতে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘কতটুকু আমরা গ্রহণ করব, কত দ্রুত গ্রহণ করব, কীভাবে অগ্রসর হব। এটা তো ওনাদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে রচনা। এখন আপনাদের অভিজ্ঞতা, আপনারা যেহেতু জনগণের নেতা, আপনাদেরই প্রতিনিয়ত আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলো মোকাবিলা করতে হবে। সে জন্য আপনাদের সামনে দেওয়া হলো, আলোচনা শুরু করার জন্য। আলোচনাটা একাডেমিক আলোচনা না, বাস্তব আলোচনা।’

ড. ইউনূস বলেন, ‘এটা সবার স্বপ্ন যে, স্বপ্ন আমরা এমনভাবে মজবুতভাবে বানাব, যা সবাই মেনে চলবে। এই মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারব। সে উদ্দেশ্যেই আজকের সভা।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রচণ্ড সুযোগ। সুযোগ এ জন্যই যে, আমরা এমন পর্যায়ে আছি এখন, আমাদের মধ্যে ঐকমত্য সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি। এবার কাজে লাগালে সেটা বংশ, প্রজন্মপরম্পরায় চলতে থাকবে। একটা সুন্দর দেশ আমরা পাব। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আলোচনাটা কত সুন্দর হবে, কত মসৃণ হবে সেটা আপনাদের ওপর নির্ভর করবে। আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশগুলো উপস্থাপন করব। কমিশনের সদস্যরা এখানে এগুলো ব্যাখ্যা করার জন্য, চাপিয়ে দেওয়ার জন্য না। চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদের বোঝানোর জন্য।

ড. ইউনূস বলেন, ‘আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলব। কারণ এটা আপনাদের কাজ। এটা আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদের বলতে হবে সমাজের কল্যাণে কোন কোন জিনিস করতে হবে, কীভাবে করতে হবে। যেটা এখনই করা যাবে, বলবেন এটা এখনই করা দরকার, সামান্য রদবদল থাকলে বলবেন সামান্য রদবদল করে দেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম।’

ড. ইউনূস বলেন, ‘আমরা একটা লন্ডভন্ড অবস্থার মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছি। চেষ্টা করেছি এটাকে কোনোরকমে সফল করার জন্য। এই ৬ মাসের যে অভিজ্ঞতা, সেটা আমাদের সবাইকে প্রচণ্ড সাহস দেবে। এই ৬ মাসের অভিজ্ঞতা হলো আমাদের সবাইকে দল-মতনির্বিশেষে সাধারণ মানুষসহ রাজনৈতিক ব্যক্তিসহ রাজনৈতিক নেতৃত্বসহ সবাই সমর্থন দিয়েছে। এই অন্তর্বর্তী সরকারকে।’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘আমাদের মধ্যে অনেক তর্ক-বিতর্ক করার, দূরত্ব সৃষ্টি করার মতো প্রবণতা আছে। কিন্তু এই একটি জায়গায় এক ছিলাম, এখনো এক আছি। আগামীতেও আমরা এক থাকব। সে বিশ্বাস আমার আছে। অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘যেভাবে আমরা প্রথম অধ্যয় শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি সেটা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই। প্রথম অধ্যয়ে যেসব শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদের ভণ্ডুল করার চেষ্টা করেছে, তাদেরও সুন্দরভাবে, সবাই মিলে মোকাবিলা করতে পেরেছি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘হাঙ্গামা হবে, কারণ যাদের বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাকুল, প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেই জন্য আমাদের সবাইকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, আমরা যেগুলো আলাপ করছি, সেগুলোতে মতভেদ থাকবে, কিন্তু এর অর্থ এই নয়, আমরা একত্র নই। আমরা একত্র থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত