Ajker Patrika

মিয়ানমারের বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিয়ানমারের বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত
মিয়ানমারের বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত

মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষিতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মিয়ানমারের রাজধানী নেপিডোতে জুবু থিরি টাউনশিপ এবং নেপিদো এলাকার কয়েকটি বিল্ডিং এ উদ্ধার অভিযান শুরু করেছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমারের বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত
মিয়ানমারের বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত

এতে বলা হয়েছে—এই অভিযানে মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগ উদ্ধারকারী ও মেডিকেল টিমকে সর্বাত্মক সহায়তা করছে। এ ছাড়াও উদ্ধারকারী দলের জন্য খাদ্য ও পানি সরবরাহ করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন মিয়ানমারের স্থানীয় লোকজন।

আরও বলা হয়েছে, বাংলাদেশের চিকিৎসা দলটি বালা থেইড্ডি নামক এলাকায় নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট একটি সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।

মিয়ানমারের বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত
মিয়ানমারের বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, গত ২৮ মার্চ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এরপরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে গত ৩০ মার্চ এবং ১ এপ্রিল মিয়ানমারে সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত