নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা সংস্কারে সব অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। তবে সব অংশীজন নিয়ে বৈঠক করা হবে নাকি তাঁদের কাছ থেকে অনলাইন বা অন্যভাবে মতামত নেওয়া হবে— সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’
আজ বুধবার নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন অনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিন তিন ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করে কমিশন। তবে কমিশন থেকে জানানো হয়, এটি তাদের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক।
ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সদস্য স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ শিক্ষাবিদ ড. তোফায়েল আহমেদ; নির্বাচন ব্যবস্থা, ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী; নির্বাচন বিশেষজ্ঞ মো. আব্দুল আলীম; রাজনৈতিক বিশেষজ্ঞ ও ওপিনিয়ন মেকার ডা. জাহেদ উর রহমান; শাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন ও ইলেকট্রনিক ভোটিং ও ব্লকচেইন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ সাদেক ফেরদৌস অংশ নেন।
নির্বাচনের সঙ্গে সংবিধান যুক্ত আছে জানিয়ে তিনি বলেন, ‘অনেকগুলো আইন যুক্ত আছে। বিধি-বিধান যুক্ত আছে। সংবিধানে যে সকল নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান আছে সেগুলো পর্যালোচনা করবো। পর্যালোচনা করে বিধি-বিধান কি করনীয় সেটা নিয়ে আমরা সুপারিশ করবো। জাতীয় নির্বাচন সংক্রান্ত সবচেয়ে বড় আইন আরপিও। অনেকগুলো আইন বিধি–পর্যালোচনা করব। প্রত্যেক বাক্য আমরা পর্যালোচনা করব। মূল্যায়ন করার চেষ্টা করব। ওখানে কোনো পরিবর্তন-পরির্বধন দরকার কি না?’
কিছু প্রতিষ্ঠান নির্বাচনের সঙ্গে যুক্ত জানিয়ে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলোকে কিভাবে কার্যকর করা যায় সে ব্যাপারে চেষ্টা করব। আমাদের-আপনাদের অভিজ্ঞা নিয়ে সুপারিশ করার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমরা পাশ্ববর্তী দেশের কিছু অভিজ্ঞাতা কাজে লাগানোর চেষ্টা করব। সর্বোপরি সকল অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করব। তারপর প্রতিবেদন তৈরী করে জমা দিব। এ গুলো আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি।’
নির্বাচন সংস্কার কমিশনের ওপর অনেক কিছু নির্ভর করছে জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘এই কমিশনের কাজের ওপর নির্ভর করে পরবর্তী নির্বাচনী রোডম্যাপ তৈরি এবং নির্বাচনী দিনক্ষণ নির্ধারণ করা। এটা আমাদের জন্য পবিত্র দায়িত্ব। দেশের জন্য একটা নির্বাচনী ব্যবস্থাকে পর্যালোচনা করে এটা একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত করা। এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আমরা যাতে শহীদদের রক্তের ঋণ শোধ করতে পারি— সে লক্ষ্যে আমরা সর্বশক্তি নিয়োগ করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের বড় ইস্যু হলো প্রবাসীদের ভোটাধিকার ও ভোটের অধিকারহীনতার প্রশ্ন। এটা নিয়ে কি করা যায় সেসব বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। এখানে আমাদের যে টেকনোলজি এক্সপার্ট আছে, সে খতিয়ে দেখবে এবং অন্যদেরও সহায়তা নেব।’
অতীতের নির্বাচনগুলো খতিয়ে দেখার চেষ্টা করব ও সেখান থেকে শিক্ষাগ্রহণের চেষ্টা করব। আমরা পাশ্ববর্তী দেশের নির্বাচনের কিছু অভিজ্ঞতা কাজে লাগাতে চেষ্টা করব। নির্বাচনের ব্যাপারে অনেকগুলো ফরম রয়েছে, তা খতিয়ে দেখে পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা তাও দেখা হবে। নির্বাচন ব্যবস্থায় নারীর অংশগ্রহনও জাতীয় নির্বাচনে যে সংরক্ষিত আসন আছে, স্থানীয় নির্বাচনে যে রিজার্ভ সিট আছে—এসব বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে।’
রাজনৈতিক দলগুলোর মতামত কিভাবে নেওয়া হবে তা আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
রাজনৈতিক দল সুশীল সমাজের সঙ্গে আলাদা আলাদা সংলাপ করবেন কি না জানতে চাইলে কমিশনের সদস্য ড. তোফায়েল আহেমেদ সাংবাদিকদের বলেন, ‘বিশেষ করে আপনাদের (সাংবাদিক) সঙ্গে আলাদা করে বসব। সংলাপের চেয়ে ডকুমেন্ট করা আমাদের কাজ। ডায়লাগ সরকারই করবে বেশিরভাগ ক্ষেত্রে, আমরা তো নির্বাচন কমিশন না। নির্বাচন কমিশনকে সরকার কীভাবে চায় বা করতে পারে সেই মতামতটা দেব। পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বড় ধরণের সংলাপ করতে পারব বলে মনে হয় না। সময় ও সবকিছু মিলিয়ে।’
বৈঠক শেষে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা যেসব কার্যক্রম পরিচালনা করবো সেগুলোকেই ভেঙে ভেঙে আলোচনা করেছি। একটি কর্মপরিকল্পনা তৈরি করার চেষ্টা করছি। একটি টাইম ফ্রেম থাকবে যাতে এগুলো শেষ করতে পারি।’
কোথায় অফিস করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘অফিস এখানে (নির্বাচন ভবন) হবে। পরবর্তী বৈঠক আগামী রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।’
বৈঠকে ইসি সচিবালয় থেকে সংবিধান, আরপিও, নির্বাচন সংক্রান্ত সব আইন, বিধিমালা, ইসি নিয়োগ, ইসি কর্মকর্তাদের নিয়োগ বিধিমালাসহ নির্বাচন সংক্রান্ত সব বই কমশিনের সদস্যদের সরবরাহ করা হয়।
গত ৩ অক্টোবর আট সদস্যের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন গঠিত হয়। এই কমিশনকে ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা সংস্কারে সব অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। তবে সব অংশীজন নিয়ে বৈঠক করা হবে নাকি তাঁদের কাছ থেকে অনলাইন বা অন্যভাবে মতামত নেওয়া হবে— সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’
আজ বুধবার নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন অনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিন তিন ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করে কমিশন। তবে কমিশন থেকে জানানো হয়, এটি তাদের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক।
ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সদস্য স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ শিক্ষাবিদ ড. তোফায়েল আহমেদ; নির্বাচন ব্যবস্থা, ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী; নির্বাচন বিশেষজ্ঞ মো. আব্দুল আলীম; রাজনৈতিক বিশেষজ্ঞ ও ওপিনিয়ন মেকার ডা. জাহেদ উর রহমান; শাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন ও ইলেকট্রনিক ভোটিং ও ব্লকচেইন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ সাদেক ফেরদৌস অংশ নেন।
নির্বাচনের সঙ্গে সংবিধান যুক্ত আছে জানিয়ে তিনি বলেন, ‘অনেকগুলো আইন যুক্ত আছে। বিধি-বিধান যুক্ত আছে। সংবিধানে যে সকল নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান আছে সেগুলো পর্যালোচনা করবো। পর্যালোচনা করে বিধি-বিধান কি করনীয় সেটা নিয়ে আমরা সুপারিশ করবো। জাতীয় নির্বাচন সংক্রান্ত সবচেয়ে বড় আইন আরপিও। অনেকগুলো আইন বিধি–পর্যালোচনা করব। প্রত্যেক বাক্য আমরা পর্যালোচনা করব। মূল্যায়ন করার চেষ্টা করব। ওখানে কোনো পরিবর্তন-পরির্বধন দরকার কি না?’
কিছু প্রতিষ্ঠান নির্বাচনের সঙ্গে যুক্ত জানিয়ে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলোকে কিভাবে কার্যকর করা যায় সে ব্যাপারে চেষ্টা করব। আমাদের-আপনাদের অভিজ্ঞা নিয়ে সুপারিশ করার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমরা পাশ্ববর্তী দেশের কিছু অভিজ্ঞাতা কাজে লাগানোর চেষ্টা করব। সর্বোপরি সকল অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করব। তারপর প্রতিবেদন তৈরী করে জমা দিব। এ গুলো আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি।’
নির্বাচন সংস্কার কমিশনের ওপর অনেক কিছু নির্ভর করছে জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘এই কমিশনের কাজের ওপর নির্ভর করে পরবর্তী নির্বাচনী রোডম্যাপ তৈরি এবং নির্বাচনী দিনক্ষণ নির্ধারণ করা। এটা আমাদের জন্য পবিত্র দায়িত্ব। দেশের জন্য একটা নির্বাচনী ব্যবস্থাকে পর্যালোচনা করে এটা একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত করা। এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আমরা যাতে শহীদদের রক্তের ঋণ শোধ করতে পারি— সে লক্ষ্যে আমরা সর্বশক্তি নিয়োগ করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের বড় ইস্যু হলো প্রবাসীদের ভোটাধিকার ও ভোটের অধিকারহীনতার প্রশ্ন। এটা নিয়ে কি করা যায় সেসব বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। এখানে আমাদের যে টেকনোলজি এক্সপার্ট আছে, সে খতিয়ে দেখবে এবং অন্যদেরও সহায়তা নেব।’
অতীতের নির্বাচনগুলো খতিয়ে দেখার চেষ্টা করব ও সেখান থেকে শিক্ষাগ্রহণের চেষ্টা করব। আমরা পাশ্ববর্তী দেশের নির্বাচনের কিছু অভিজ্ঞতা কাজে লাগাতে চেষ্টা করব। নির্বাচনের ব্যাপারে অনেকগুলো ফরম রয়েছে, তা খতিয়ে দেখে পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা তাও দেখা হবে। নির্বাচন ব্যবস্থায় নারীর অংশগ্রহনও জাতীয় নির্বাচনে যে সংরক্ষিত আসন আছে, স্থানীয় নির্বাচনে যে রিজার্ভ সিট আছে—এসব বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে।’
রাজনৈতিক দলগুলোর মতামত কিভাবে নেওয়া হবে তা আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
রাজনৈতিক দল সুশীল সমাজের সঙ্গে আলাদা আলাদা সংলাপ করবেন কি না জানতে চাইলে কমিশনের সদস্য ড. তোফায়েল আহেমেদ সাংবাদিকদের বলেন, ‘বিশেষ করে আপনাদের (সাংবাদিক) সঙ্গে আলাদা করে বসব। সংলাপের চেয়ে ডকুমেন্ট করা আমাদের কাজ। ডায়লাগ সরকারই করবে বেশিরভাগ ক্ষেত্রে, আমরা তো নির্বাচন কমিশন না। নির্বাচন কমিশনকে সরকার কীভাবে চায় বা করতে পারে সেই মতামতটা দেব। পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বড় ধরণের সংলাপ করতে পারব বলে মনে হয় না। সময় ও সবকিছু মিলিয়ে।’
বৈঠক শেষে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা যেসব কার্যক্রম পরিচালনা করবো সেগুলোকেই ভেঙে ভেঙে আলোচনা করেছি। একটি কর্মপরিকল্পনা তৈরি করার চেষ্টা করছি। একটি টাইম ফ্রেম থাকবে যাতে এগুলো শেষ করতে পারি।’
কোথায় অফিস করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘অফিস এখানে (নির্বাচন ভবন) হবে। পরবর্তী বৈঠক আগামী রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।’
বৈঠকে ইসি সচিবালয় থেকে সংবিধান, আরপিও, নির্বাচন সংক্রান্ত সব আইন, বিধিমালা, ইসি নিয়োগ, ইসি কর্মকর্তাদের নিয়োগ বিধিমালাসহ নির্বাচন সংক্রান্ত সব বই কমশিনের সদস্যদের সরবরাহ করা হয়।
গত ৩ অক্টোবর আট সদস্যের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন গঠিত হয়। এই কমিশনকে ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৪ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৪ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৪ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
৫ ঘণ্টা আগে