অনলাইন ডেস্ক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ছাত্রশিবিরের চার নেতাকে গুমের পর গুলি করে পঙ্গু করার অভিযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে।
মঙ্গলবার (৫ নভেম্বর) এই অভিযোগ জমা দেওয়া হয়।
র্যাব ও পুলিশের ২১ জনের বিরুদ্ধে এই অভিযোগ করেন গুমের শিকার মো. আবুজর গিফারী, ওমর আলী, মো. রুহুল আমিন ও ইস্রাফিল হোসেন।
অভিযোগ জমা দেওয়ার সময় ছাত্রশিবিরের আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান ও সহকারী আইন সম্পাদক আমানুল্লাহ আল জিহাদী (আদীব) উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে শিবিরের ওপর সর্বোচ্চ বর্বরতা চালানো হয়। পুলিশের বর্বর নির্যাতনের কারণে চারজনেরই একটি করে পা কেটে ফেলতে হয়েছে। এ রকম অসংখ্য নজির শিবিরের জনশক্তিতে রয়েছে। আমরা সেগুলো ক্রমান্বয়ে মিডিয়ার সামনে উপস্থাপন করব।’
অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৮ ডিসেম্বর তৎকালীন জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আবুজর গিফারী ও সেক্রেটারি ওমর আলী সংগঠনের কাজে ঢাকায় আসছিলেন। তাঁদের আবদুল্লাহপুর থেকে র্যাব পরিচয়ে সাদাপোশাকের লোকজন মাইক্রোবাসে উঠিয়ে উত্তরা র্যাব ক্যাম্পে নিয়ে যান। সেখানে প্রায় এক সপ্তাহ অমানবিক নির্যাতন চালিয়ে তাঁদের রাজশাহী ও পরে জয়পুরহাটের পাঁচবিবি থানায় নিয়েও নির্যাতন চালানো হয়। ২০১৫ সালের ১৭ ডিসেম্বর তাঁদের সঙ্গে বোমা ও অস্ত্র দিয়ে সংবাদ সম্মেলন করে জয়পুরহাট র্যাবের তৎকালীন মিডিয়া উইং। সেদিন দুপুরে পাঁচবিবি থানায় অস্ত্র মামলা দিয়ে তাঁদের হস্তান্তর করা হয়। পাঁচবিবি থানায় রাত ২টা পর্যন্ত নির্যাতনের পর পুলিশ রাত প্রায় ৩টার দিকে তাঁদের হাত ও চোখ বেঁধে আওলায় ইউনিয়নের একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় এবং দুজনের হাঁটুতে পুলিশ গুলি করে। পরে তাঁদের পা কেটে ফেলতে হয়।
অভিযোগে আরও বলা হয়, ২০১৬ সালের ৩ আগস্ট তৎকালীন যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক রুহুল আমিন এবং থানা শাখার সেক্রেটারি ইস্রাফিলকে চৌগাছা থানার পুলিশ আটক করে। ৪ আগস্ট তাঁদের ডিবিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে কন্দলিতলার নির্জন মাঠে নিয়ে দুজনের হাঁটুতে পুলিশ গুলি করে। পরে তাঁদের পা কেটে ফেলতে হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ছাত্রশিবিরের চার নেতাকে গুমের পর গুলি করে পঙ্গু করার অভিযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে।
মঙ্গলবার (৫ নভেম্বর) এই অভিযোগ জমা দেওয়া হয়।
র্যাব ও পুলিশের ২১ জনের বিরুদ্ধে এই অভিযোগ করেন গুমের শিকার মো. আবুজর গিফারী, ওমর আলী, মো. রুহুল আমিন ও ইস্রাফিল হোসেন।
অভিযোগ জমা দেওয়ার সময় ছাত্রশিবিরের আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান ও সহকারী আইন সম্পাদক আমানুল্লাহ আল জিহাদী (আদীব) উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে শিবিরের ওপর সর্বোচ্চ বর্বরতা চালানো হয়। পুলিশের বর্বর নির্যাতনের কারণে চারজনেরই একটি করে পা কেটে ফেলতে হয়েছে। এ রকম অসংখ্য নজির শিবিরের জনশক্তিতে রয়েছে। আমরা সেগুলো ক্রমান্বয়ে মিডিয়ার সামনে উপস্থাপন করব।’
অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৮ ডিসেম্বর তৎকালীন জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আবুজর গিফারী ও সেক্রেটারি ওমর আলী সংগঠনের কাজে ঢাকায় আসছিলেন। তাঁদের আবদুল্লাহপুর থেকে র্যাব পরিচয়ে সাদাপোশাকের লোকজন মাইক্রোবাসে উঠিয়ে উত্তরা র্যাব ক্যাম্পে নিয়ে যান। সেখানে প্রায় এক সপ্তাহ অমানবিক নির্যাতন চালিয়ে তাঁদের রাজশাহী ও পরে জয়পুরহাটের পাঁচবিবি থানায় নিয়েও নির্যাতন চালানো হয়। ২০১৫ সালের ১৭ ডিসেম্বর তাঁদের সঙ্গে বোমা ও অস্ত্র দিয়ে সংবাদ সম্মেলন করে জয়পুরহাট র্যাবের তৎকালীন মিডিয়া উইং। সেদিন দুপুরে পাঁচবিবি থানায় অস্ত্র মামলা দিয়ে তাঁদের হস্তান্তর করা হয়। পাঁচবিবি থানায় রাত ২টা পর্যন্ত নির্যাতনের পর পুলিশ রাত প্রায় ৩টার দিকে তাঁদের হাত ও চোখ বেঁধে আওলায় ইউনিয়নের একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় এবং দুজনের হাঁটুতে পুলিশ গুলি করে। পরে তাঁদের পা কেটে ফেলতে হয়।
অভিযোগে আরও বলা হয়, ২০১৬ সালের ৩ আগস্ট তৎকালীন যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক রুহুল আমিন এবং থানা শাখার সেক্রেটারি ইস্রাফিলকে চৌগাছা থানার পুলিশ আটক করে। ৪ আগস্ট তাঁদের ডিবিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে কন্দলিতলার নির্জন মাঠে নিয়ে দুজনের হাঁটুতে পুলিশ গুলি করে। পরে তাঁদের পা কেটে ফেলতে হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ। এবারও সব অগ্রিম টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো অগ্রিম টিকিট বিক্রি হবে না।
২ ঘণ্টা আগেনির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই করবেন বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা তিনি।
২ ঘণ্টা আগেপরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাম্প্রতিক সময়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে একটি এককালীন সিদ্ধান্ত দেওয়া হয়েছিল।
৩ ঘণ্টা আগেবেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার বিএসইসি করা তিনটি আলাদা লিভ টু আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
৫ ঘণ্টা আগে