Ajker Patrika

সির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চীন সফরের মূল ফোকাস: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২৩: ০০
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার চীন সফরের মূল ফোকাস হচ্ছে আগামী শুক্রবার দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর বৈঠক। এ ছাড়া চীনা বিনিয়োগকারী, পণ্য প্রস্তুতকারী, জ্বালানি কোম্পানিসহ দেশটির বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা এর মধ্যে রয়েছে। আজ মঙ্গলবার রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার অর্থনৈতিক কূটনীতির মূল কাজ হচ্ছে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরা; যাতে বাংলাদেশ এ অঞ্চলের একটি বড় ম্যানুফ্যাকচারিং হাব (পণ্য প্রস্তুতের কেন্দ্র) হয়। সে জন্য যত ধরনের নীতি, সংস্কার দরকার, তা নেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টার চীন সফরের কারণে ভারতের সঙ্গে দূরত্ব বাড়তে পারে কি না, এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘ভারত ও চীন আমাদের বন্ধু। আমাদের সঙ্গে ভারতের খুবই সুসম্পর্ক আছে। তাদের সঙ্গে বাণিজ্য বাড়ছে। প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের সঙ্গে আরও ভালো সম্পর্ক করতে চান।’

প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পর্ক থাকা প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের সঙ্গে ইলন মাস্কের স্টারলিংকের চুক্তি হতে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘এটা অনুমাননির্ভর। স্টারলিংক বাংলাদেশে অপারেশন শুরু করেনি। তারা কার কার সঙ্গে চুক্তি করছে, সে বিষয়টাও জানি না। বেসরকারি কোন কোম্পানির সঙ্গে কথা বলছে, সেটা স্টারলিংকের বিষয়।’

সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাম্প্রতিক প্রতিবেদন ‘মোটিভেটেড’ (উদ্দেশ্যমূলক) বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, অনেকে তাদের মোটিভেটেড রিপোর্টের আলোকে বাংলাদেশকে চিত্রিত করতে চাচ্ছে। দেখাতে চাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে।

গত ১২ মার্চ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ‘সংখ্যালঘু-আদিবাসীদের টার্গেট করে’ মোট ৯২টি সহিংসতার ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।

শফিকুল আলম বলেন, ঐক্য পরিষদের তৃতীয় প্রতিবেদনে উল্লেখিত ১১টি ঘটনার পুলিশ তদন্ত করেছে। তদন্তে দেখা গেছে, একটির সঙ্গেও সাম্প্রদায়িক সম্পৃক্ততা নেই। আগের দুটি প্রতিবেদন নিয়ে পুলিশ ‘কেস টু কেস’ তদন্ত করে দেখেছে দু-একটা বাদে বাকিগুলোর ক্ষেত্রে সাম্প্রদায়িক কারণ ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত