নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিষয়ে আগামী রোববার সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী রোববার নির্বাচন ভবনে সিইসির দপ্তরের সামনে বেলা সাড়ে ১১টায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সংবাদ সম্মেলনের কথা জানান মো. আশাদুল হক। তবে পরে তিনি বেলা ২টার দিকে জানান, আপাতত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ব্রিফিংয়ের তারিখ ও সময় পুনরায় নির্ধারিত হলে তা জানানো হবে।
গত মঙ্গলবার জাতীয় সংসদে সংশোধিত আরপিওর বিল পাস হয়। গতকাল বুধবার পর্যন্ত এ বিষয় নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি সিইসি। সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা আপনাদের বলব। আপনাদের প্রশ্নের বিস্তারিত জবাব দেব। বিলটাকে আইন হতে দেন। বিল আর আইন এক বিষয় নয়। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না।’
সূত্র জানায়, সংসদে পাস হওয়া আরপিও সংশোধনের বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরে আইন না হওয়ার আগে সিইসি কোনো কথা বলবেন না। এতে রোববারের মধ্যে রাষ্ট্রপতির স্বাক্ষর হবে কি না তা নিয়ে সন্দেহ থাকায় ঘোষণা দিয়েও ব্রিফিংয়ের তারিখ পরিবর্তন করেছেন সিইসি। রাষ্ট্রপতি ইতিমধ্যে স্বাক্ষর করলে রোববার ব্রিফিং করলেও করতে পারেন সিইসি।
সিইসির আরপিও নিয়ে কথা না বলাকে লুকোচুরি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কেন লুকোচুরি করছে তা আমার বোধগম্য নয়।’
আরও পড়ুন:
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিষয়ে আগামী রোববার সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী রোববার নির্বাচন ভবনে সিইসির দপ্তরের সামনে বেলা সাড়ে ১১টায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সংবাদ সম্মেলনের কথা জানান মো. আশাদুল হক। তবে পরে তিনি বেলা ২টার দিকে জানান, আপাতত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ব্রিফিংয়ের তারিখ ও সময় পুনরায় নির্ধারিত হলে তা জানানো হবে।
গত মঙ্গলবার জাতীয় সংসদে সংশোধিত আরপিওর বিল পাস হয়। গতকাল বুধবার পর্যন্ত এ বিষয় নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি সিইসি। সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা আপনাদের বলব। আপনাদের প্রশ্নের বিস্তারিত জবাব দেব। বিলটাকে আইন হতে দেন। বিল আর আইন এক বিষয় নয়। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না।’
সূত্র জানায়, সংসদে পাস হওয়া আরপিও সংশোধনের বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরে আইন না হওয়ার আগে সিইসি কোনো কথা বলবেন না। এতে রোববারের মধ্যে রাষ্ট্রপতির স্বাক্ষর হবে কি না তা নিয়ে সন্দেহ থাকায় ঘোষণা দিয়েও ব্রিফিংয়ের তারিখ পরিবর্তন করেছেন সিইসি। রাষ্ট্রপতি ইতিমধ্যে স্বাক্ষর করলে রোববার ব্রিফিং করলেও করতে পারেন সিইসি।
সিইসির আরপিও নিয়ে কথা না বলাকে লুকোচুরি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কেন লুকোচুরি করছে তা আমার বোধগম্য নয়।’
আরও পড়ুন:
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
৮ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১০ ঘণ্টা আগে