Ajker Patrika

কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা স্টেশন ছাড়বে না আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৪: ১১
কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা স্টেশন ছাড়বে না আজ

পশ্চিমাঞ্চলের দুটি আন্তনগর ট্রেন—কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস—ছাড়া বাকি সব ট্রেন আজ নিয়ম অনুযায়ী কমলাপুর স্টেশন ছেড়ে যাবে। শিডিউল না মেলার কারণে ট্রেন দুটি আজ চালানো হবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির এ তথ্য জানান। 

শাহ আলম কিরণ শিশির বলেন, ‘প্রতিদিন ৬৭টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে আন্তনগর ট্রেন ৪৭টি, লোকাল ও মেইল ট্রেন ২৫টি। আজ পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ছাড়া সব কটি ট্রেন স্টেশন ছেড়ে যাবে।’ 

এর আগে, কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আজ বুধবার ও ১২ তারিখের টিকিট গতকাল মঙ্গলবার রাতে অনলাইন ও অফলাইন দুই জায়গাতে পাওয়া যাবে। এ দুই দিনের টিকিট বন্ধ করে রাখা হয়েছিল চাঁদ দেখার ওপর নির্ভর করে। কারণ, ঈদের দিন আমাদের আন্তনগর ট্রেনগুলো বন্ধ থাকে।’ 

ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন ঢাকা থেকে রাত সাড়ে ১১টায় ছেড়ে যায়। ১০ ঘণ্টা ২০ মিনিটের যাত্রা শেষে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় সকাল ৯টা ৫০ মিনিটে। 

অন্যদিকে, কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন ঢাকা স্টেশন ছেড়ে যায় রাত ৮টা ৪৫ মিনিটে এবং ৯ ঘণ্টা ২৫ মিনিটের যাত্রা শেষে ভোর ৬টা ১০ মিনিটে ট্রেন কুড়িগ্রাম স্টেশনে পৌঁছায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত