দুর্গাপূজায় ৩ দিনের ছুটি দাবি হিন্দু সম্প্রদায়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৬: ০৯
Thumbnail image

সংখ্যালঘু সুরক্ষা আইন ও মন্ত্রণালয়সহ দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ সোমবার সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এ দাবি জানায় তারা। 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে বিগত ২৪ বছরে দেশে তাদের ওপর হামলার শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়। সেই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু সুরক্ষা মন্ত্রণালয়ের দাবি জানান তারা। 
 
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দে দাবি করে বলেন, বিগত সময়ে তাঁরা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উৎসব করতে পারেননি। দেশের কোথাও না কোথাও প্রতিমা ভাঙচুর করা হয়েছে। 
 
হিন্দু সম্প্রদায়ের দাবির সঙ্গে একমত প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত বলেন, ‘ছুটি দিতে কোনো বাধা নেই। তবে ক্যাবিনেট মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমি কোনো ডিসিশন মেকার নই।’ 

ছুটি তিন দিন না হলেও অন্তত দুই দিন করা উচিত বলে তিনি মনে করেন।

তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘আপনারা আপনাদের দল গোছান নিউ ফেস, নিউ অঙ্গীকার নিয়ে। আপনাদের কেউ নিষিদ্ধ করেনি। দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ব্যাড কালচার।’

১৫ আগস্ট সরকারি ছুটি থাকবে কি না, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। এটা কেবিনেটের বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত